Hand Scrub: হ্যান্ড ক্রিমের পাশাপাশি এই হোমমেড স্ক্রাব ঘষলে আর কুঁচকাবে না হাতের চামড়া

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 29, 2023 | 2:02 PM

Hand Care: হাতের যত্ন নিতে বেশিরভাগ মানুষ হ্যান্ড ক্রিম ব্যবহার করেন। হ্যান্ড ক্রিম ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। তাই বাসন মাজা, কাপড় কাচার মতো জলের কাজ শেষ করে অবশ্যই হ্যান্ড ক্রিম মেখে নেবেন। এর পাশাপাশি হাতের যত্নে দরকার স্ক্রাব। ব্যবহার করতে পারেন হোমমেড স্ক্রাব।

1 / 8
মুখের যত্ন নিতে ফেসওয়াশ, এক্সফোলিয়েটর, লোশন, সিরাম কত রকমের প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু একইভাবে আপনি কি হাতেরও যত্ন নেন? আপনার হাতের চামড়ারও দরকার নিবিড় যত্ন। 

মুখের যত্ন নিতে ফেসওয়াশ, এক্সফোলিয়েটর, লোশন, সিরাম কত রকমের প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু একইভাবে আপনি কি হাতেরও যত্ন নেন? আপনার হাতের চামড়ারও দরকার নিবিড় যত্ন। 

2 / 8
সংসারের কাজ, অফিসের কাজ সমস্ত একা হাতে সামলালে, হাতের চামড়ারও দরকার খেয়াল রাখা। যত্ন না নিলে হাতেই সবার আগে দেখা দেয় বলিরেখা। কুঁচকে যাবে চামড়া।

সংসারের কাজ, অফিসের কাজ সমস্ত একা হাতে সামলালে, হাতের চামড়ারও দরকার খেয়াল রাখা। যত্ন না নিলে হাতেই সবার আগে দেখা দেয় বলিরেখা। কুঁচকে যাবে চামড়া।

3 / 8
হাতের যত্ন নিতে বেশিরভাগ মানুষ হ্যান্ড ক্রিম ব্যবহার করেন। হ্যান্ড ক্রিম ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। তাই বাসন মাজা, কাপড় কাচার মতো জলের কাজ শেষ করে অবশ্যই হ্যান্ড ক্রিম মেখে নেবেন।

হাতের যত্ন নিতে বেশিরভাগ মানুষ হ্যান্ড ক্রিম ব্যবহার করেন। হ্যান্ড ক্রিম ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। তাই বাসন মাজা, কাপড় কাচার মতো জলের কাজ শেষ করে অবশ্যই হ্যান্ড ক্রিম মেখে নেবেন।

4 / 8
রাতে ঘুমোতে যাওয়ার আগেও হাতে হ্যান্ড ক্রিম মাখা জরুরি। এতে হাতের চামড়া ময়েশ্চারাইজড থাকে। তবে, হ্যান্ড ক্রিমের পাশাপাশি স্ক্রাবিংও জরুরি। হাতের ত্বকের যত্ন নিতে গেলে হোমমেড স্ক্রাব ব্যবহার করা দরকার।

রাতে ঘুমোতে যাওয়ার আগেও হাতে হ্যান্ড ক্রিম মাখা জরুরি। এতে হাতের চামড়া ময়েশ্চারাইজড থাকে। তবে, হ্যান্ড ক্রিমের পাশাপাশি স্ক্রাবিংও জরুরি। হাতের ত্বকের যত্ন নিতে গেলে হোমমেড স্ক্রাব ব্যবহার করা দরকার।

5 / 8
স্ক্রাবিংয়ের মাধ্যমে আপনি ত্বকের উপরিতলে জমে থাকা সমস্ত মৃত কোষকে দূর করে দিতে পারবেন। পাশাপাশি ত্বকের বার্ধক্যকেও রুখে দিতে পারবেন। বাড়িতে কীভাবে স্ক্রাব বানাবেন, রইল টিপস।

স্ক্রাবিংয়ের মাধ্যমে আপনি ত্বকের উপরিতলে জমে থাকা সমস্ত মৃত কোষকে দূর করে দিতে পারবেন। পাশাপাশি ত্বকের বার্ধক্যকেও রুখে দিতে পারবেন। বাড়িতে কীভাবে স্ক্রাব বানাবেন, রইল টিপস।

6 / 8
হেঁশেলে থাকা চিনি দিয়েই বানাতে পারেন স্ক্রাব। চিনি ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। অলিভ অয়েলের মধ্যে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই রয়েছে। এটি ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ত্বকের বার্ধক্যগুলোকে ধীর করে দেয়। 

হেঁশেলে থাকা চিনি দিয়েই বানাতে পারেন স্ক্রাব। চিনি ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। অলিভ অয়েলের মধ্যে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই রয়েছে। এটি ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ত্বকের বার্ধক্যগুলোকে ধীর করে দেয়। 

7 / 8
১/২ কাপ চিনির মধ্যে ১ চামচ অলিভ অয়েল এবং ১০-১৫ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। তৈরি আপনার হ্যান্ড স্ক্রাব। এই স্ক্রাব বানিয়ে আপনি কাচের শিশিতে সংরক্ষণ করতে পারেন। 

১/২ কাপ চিনির মধ্যে ১ চামচ অলিভ অয়েল এবং ১০-১৫ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। তৈরি আপনার হ্যান্ড স্ক্রাব। এই স্ক্রাব বানিয়ে আপনি কাচের শিশিতে সংরক্ষণ করতে পারেন। 

8 / 8
স্নানের আগে এক চামচ এই হোমমেড স্ক্রাব নিয়ে হাতে ঘষে নিন। ১ মিনিট ঘষলেই হবে। তারপর ইষদুষ্ণ জল দিয়ে হাত ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার আপনি এই হোমমেড স্ক্রাব হাতে ব্যবহার করতে পারেন। 

স্নানের আগে এক চামচ এই হোমমেড স্ক্রাব নিয়ে হাতে ঘষে নিন। ১ মিনিট ঘষলেই হবে। তারপর ইষদুষ্ণ জল দিয়ে হাত ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার আপনি এই হোমমেড স্ক্রাব হাতে ব্যবহার করতে পারেন। 

Next Photo Gallery