Acne Solution: দাড়ি কাটার পরেই মুখ ভর্তি ব্রণ? কোন উপায়ে মিলবে মুক্তি?

Acne Solution: পুরুষদের ত্বক কিন্তু মহিলাদের চেয়ে বেশি তৈলাক্ত হয়! সারাদিন রোদ, ধুলো-ধোঁয়ার মধ্যে ঘুরে ছেলেদের ত্বকের বারোটা বাজে। কিন্তু সেই অর্থে নিজেদের ত্বকের যত্ন নেন না বেশিরভাগ মানুষই।

| Updated on: Aug 23, 2024 | 10:54 PM
রূপচর্চার বিষয়ে চিরকাল উদাসীন পুরুষজাতি। খুব কম ছেলে আছেন যাঁরা নিজের ত্বকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। পুরুষদের ত্বকের যত্ন নেওয়ার মানে হল জল দিয়ে মুখ ধোওয়া আর শীতকালে মাঝেমধ্যে ময়শ্চারাইজ়ার মাখা।

রূপচর্চার বিষয়ে চিরকাল উদাসীন পুরুষজাতি। খুব কম ছেলে আছেন যাঁরা নিজের ত্বকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। পুরুষদের ত্বকের যত্ন নেওয়ার মানে হল জল দিয়ে মুখ ধোওয়া আর শীতকালে মাঝেমধ্যে ময়শ্চারাইজ়ার মাখা।

1 / 8
তবে পুরুষদের ত্বক কিন্তু মহিলাদের চেয়ে বেশি তৈলাক্ত হয়! সারাদিন রোদ, ধুলো-ধোঁয়ার মধ্যে ঘুরে ছেলেদের ত্বকের বারোটা বাজে। কিন্তু সেই অর্থে নিজেদের ত্বকের যত্ন নেন না বেশিরভাগ মানুষই।

তবে পুরুষদের ত্বক কিন্তু মহিলাদের চেয়ে বেশি তৈলাক্ত হয়! সারাদিন রোদ, ধুলো-ধোঁয়ার মধ্যে ঘুরে ছেলেদের ত্বকের বারোটা বাজে। কিন্তু সেই অর্থে নিজেদের ত্বকের যত্ন নেন না বেশিরভাগ মানুষই।

2 / 8
ফলে ত্বক আরও বেশি তৈলাক্ত ও সংবেদনশীল হয়ে ওঠে। অল্পেই খসখসে হয়ে যায় ত্বক। দাড়ি কাটার পরে র‌্যাশ, চুলকানিও হতে পারে। এমনকি উঁকি দিতে পারে গালে, নাকের পাশে ব্রণ। তাই ছেলেদের ত্বকের যত্ন নেওয়া উচিত। কী ভাবে যত্ন নেবেন? রইল ৫ টিপস।

ফলে ত্বক আরও বেশি তৈলাক্ত ও সংবেদনশীল হয়ে ওঠে। অল্পেই খসখসে হয়ে যায় ত্বক। দাড়ি কাটার পরে র‌্যাশ, চুলকানিও হতে পারে। এমনকি উঁকি দিতে পারে গালে, নাকের পাশে ব্রণ। তাই ছেলেদের ত্বকের যত্ন নেওয়া উচিত। কী ভাবে যত্ন নেবেন? রইল ৫ টিপস।

3 / 8
সকালে ঘুম থেকে উঠে ত্বক পরিষ্কার করা উচিত। এক্ষেত্রে হালকা কোনও ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। তাতেই ত্বকে লেগে থাকা তেল, ময়লা সব পরিষ্কার হয় যাবে। আবার অফিস বা বাইরের কাজ সেরে বাড়ি ফেরার পরও ভালভাবে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া ভাল। মুখ পরিষ্কার থাকলেই ব্রণর সমস্যা কম থাকে।

সকালে ঘুম থেকে উঠে ত্বক পরিষ্কার করা উচিত। এক্ষেত্রে হালকা কোনও ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। তাতেই ত্বকে লেগে থাকা তেল, ময়লা সব পরিষ্কার হয় যাবে। আবার অফিস বা বাইরের কাজ সেরে বাড়ি ফেরার পরও ভালভাবে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া ভাল। মুখ পরিষ্কার থাকলেই ব্রণর সমস্যা কম থাকে।

4 / 8
মুখ ধোয়ার পরে পরে ভাল করে ময়শ্চারাইজার লাগাতে হবে। এতে ত্বক ভিতর থেকে কোমল এবং মসৃণ থাকবে। দু'বার না হলেও  দিনে অন্তত এক বার ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। বাজারে ছেলেদের ত্বকের জন্য আলাদা ময়শ্চারাইজার পাওয়া যায়।

মুখ ধোয়ার পরে পরে ভাল করে ময়শ্চারাইজার লাগাতে হবে। এতে ত্বক ভিতর থেকে কোমল এবং মসৃণ থাকবে। দু'বার না হলেও দিনে অন্তত এক বার ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। বাজারে ছেলেদের ত্বকের জন্য আলাদা ময়শ্চারাইজার পাওয়া যায়।

5 / 8
সানস্ক্রিন মহিলাদের মতোই পুরুষদের ত্বকের জন্য ভীষণভাবে জরুরি। সানস্ক্রিন সূর্যের অতিবেগনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্য করে। সানস্ক্রিন নিয়মিত ব্যবহার করলে ত্বকে দাগছোপ পড়বে না।

সানস্ক্রিন মহিলাদের মতোই পুরুষদের ত্বকের জন্য ভীষণভাবে জরুরি। সানস্ক্রিন সূর্যের অতিবেগনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্য করে। সানস্ক্রিন নিয়মিত ব্যবহার করলে ত্বকে দাগছোপ পড়বে না।

6 / 8
যত বেশি জল খাবেন, ত্বক তত সতেজ থাকবে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বেশি করে জল খাওয়া জরুরি। শরীরে জলের পরিমাণ যদি কমে যায়, তা হলে ত্বকও জেল্লাও হারাতে শুরু করবে।

যত বেশি জল খাবেন, ত্বক তত সতেজ থাকবে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বেশি করে জল খাওয়া জরুরি। শরীরে জলের পরিমাণ যদি কমে যায়, তা হলে ত্বকও জেল্লাও হারাতে শুরু করবে।

7 / 8
দাড়ি কাটার পরে ত্বকে র‌্যাশ, চুলকানি, জ্বালাভাব, গালে লালচে দাগ দেখা দেয় অনেকের।  তাই দাড়ি কাটার পরেই গাল ভাল করে ঠান্ডা জলে ধুয়ে নিন। গালের চুলকানি কমাতে কার্যকরী হতে পারে অ্যালো ভেরা জেল বা টিট্রি অয়েল। এতে ত্বক মসৃণ, জেল্লাদার হবে।

দাড়ি কাটার পরে ত্বকে র‌্যাশ, চুলকানি, জ্বালাভাব, গালে লালচে দাগ দেখা দেয় অনেকের। তাই দাড়ি কাটার পরেই গাল ভাল করে ঠান্ডা জলে ধুয়ে নিন। গালের চুলকানি কমাতে কার্যকরী হতে পারে অ্যালো ভেরা জেল বা টিট্রি অয়েল। এতে ত্বক মসৃণ, জেল্লাদার হবে।

8 / 8
Follow Us: