অংশুমান গোস্বামী
Mar 30, 2024 | 9:00 AM
চোখের কারণে অনেককেই সব সময় চশমা পরে থাকতে হয়। দৃষ্টিশক্তি বজায় রাখতে চমশাকে জীবনসঙ্গী বানাতে হয়েছে অনেক জনকেই।
কিন্তু দীর্ঘদিন ধরে চশমা ব্যবহারের জেরে অনেকেরই নাকের দুপাশে দাগ পড়ে যায়। এই ‘নোজপ্যাড’ নিয়েই অস্বস্তি থাকলেও উপায় থাকে না।
কিন্তু কিছু ঘরোয়া টোকটাতেই চশমার দাগ থেকে মুক্তি পেতে পারেন আপনি। কী কী ব্যবহার করে এই দাগ তুলে ফেলতে পারবেন তা জেনে নিন।
চশমার দাগ তুলতে দারুণ কাজ দেবে আলুর রস। আলু ছোট করে কেটে থেঁতো করে নিন। তা থেকে রস বের করুন। এই রস চশমার দাগের উপর লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এক সপ্তাহ এ রকম করলে দারুণ ফল মিলবে।
কাঠবাদামের তেল এই দাগ তুলতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে নাকের দুপাশে কাঠবাদামের তেল লাগিয়ে মালিশ করুন। এবং বেশ কয়েক দিন তা করুন।
ত্বকের সমস্যায় অ্যালোভেরা জেলের তুলনা নেই। নাকের দাগ দূর করতেও তা কাজে লাগে বলে মত বিশেষজ্ঞদের।
নাকের দাগ তুলতে শসার রসেরও বিকল্প নেই। শশা ছোট ছোট করে কেটে নাকের দুপাশে লাগান, দাগ যাবে পালিয়ে।
যে কোনও ক্ষত সারাতে মধু ব্যবহৃত হয় প্রাচীন কাল থেকেই। ক্ষত সারিয়ে নতুন কোষ তৈরিতে তা সাহায্য করে। তাই এ ক্ষেত্রেও মধু কার্যকরী হতে পারে।