Tour Plan Tips: ট্যুর বুকিং করার সময় এই ৬ জিনিস কখনও ভুলবেন না
Sukla Bhattacharjee |
Mar 23, 2024 | 5:42 PM
Travel booking tips: বেড়াতে যাওয়ার আনন্দে এবং ঘর-অফিসে ব্যস্ততার মধ্যে ট্যুর প্ল্যান করা, ট্যুর এজেন্ট, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা চাট্টিখানি কথা নয়। তবে ব্যস্ততার মাঝেও ট্যুর ঠিক করার সময় ৬টি জিনিস অবশ্যই মাথায় রাখবেন। বিশেষত, হোটেল বা হোম স্টে বুকিংয়ের সময় এগুলি না জানলে সমস্যায় পড়বেন।
1 / 8
বাঙালি মানেই পায়ের তলায় সর্ষে! এই প্রবাদটি খুব প্রচলিত রয়েছে। দোলের ছুটি হোক বা গ্রীষ্মের ছুটি- টানা ৩-৪ দিনের ছুটি পেলেই বেড়াতে যাওয়ার প্ল্যান করেন অনেকে। আজকাল ট্রেনের টিকিট থেকে হোটেল বুকিং, এমনকি বেড়ানোর গাড়ি পর্যন্ত অনলাইনে বুকিং হয়। তবে কয়েকটি জিনিস মাথায় না রাখলে সমস্যায় পড়তে পারেন
2 / 8
বেড়াতে যাওয়ার আনন্দে এবং ঘর-অফিসে ব্যস্ততার মধ্যে ট্যুর প্ল্যান করা, ট্যুর এজেন্ট, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা চাট্টিখানি কথা নয়। তবে ব্যস্ততার মাঝেও ট্যুর ঠিক করার সময় ৬টি জিনিস অবশ্যই মাথায় রাখবেন। বিশেষত, হোটেল বা হোম স্টে বুকিংয়ের সময় এগুলি না জানলে সমস্যায় পড়বেন
3 / 8
হোটেল বা হোম স্টে বুকিং- সিজনে বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে আগে থেকে হোটেল বা হোম স্টে বুকিং করুন। বুকিংয়ের আগে অবশ্যই এজেন্ট অথবা যার মাধ্যমে বুকিং করছেন, তাঁর কাছে হোটেল বা হোম স্টের ছবি চেয়ে নিন। হোটেলের নাম জেনে গুগল সার্চে গিয়ে নিজেও ছবি,লোকেশন দেখুন
4 / 8
খাবার- প্যাকেজ ট্যুর থাকলে সারাদিনে কতবার খেতে দেবে এবং মেনুতে কী কী থাকবে, সেটা অবশ্যই বিস্তারিতভাবে জেনে নেবেন। যেমন, লাঞ্চে সবজি-ডিম-ভাত, স্ন্যাক্সে মোমো দেওয়া হবে বললে কী সবজি, কীসের মোমো হবে জেনে নেবেন। না হলে সমস্যায় পড়তে পারেন
5 / 8
পোশাক- যেখানে যাবেন সেই স্থানের আবহাওয়া আপনার ট্যুরের সময় কেমন থাকবে, আগাম খোঁজ নিন। যদি ঠান্ডার জায়গা হয়, তাহলে ভারী সোয়েটার, টুপি, মোজা, পা ঢাকা জুতো ও ময়শ্চারাইজ ক্রিম নিতে ভুলবেন না। পাহাড়ে যে কোনও সময় বৃষ্টি নামতে পারে, আর বৃষ্টি হলেই তাপমাত্রা চড়চড়িয়ে নামে। পর্যাপ্ত শীতের পোশাক না থাকলে বিপদে পড়বেন
6 / 8
গোপন মাশুল- কোনও নির্দিষ্ট জায়গা থেকে সাইডসিনে যাওয়ার ইচ্ছা থাকলে গাড়ি খরচ সম্পর্কে খোঁজ-খবর নিন। একজনের কথায় ভরসা না করে কয়েকজনের থেকে খোঁজ নিয়ে গাড়ি বুকিং করুন। গাড়ি বুকিংয়ের সময় অবশ্যই পার্কিং ফি, দ্রষ্টব্য স্থানে প্রবেশমূল্য-সহ অন্যান্য গোপন খরচ (Hidden cost) সম্পর্কে জেনে নিন
7 / 8
বিকল্প ট্যুর- এজেন্স মারফৎ বুকিং করলে অবশ্যই জেনে নেবেন, আবহাওয়া বা অন্য কোনও কারণে হঠাৎ করে নির্দিষ্ট জায়গায় সাইডসিন বাতিল হলে বিকল্প কী ব্যবস্থা রয়েছে। আগাম বুকিংয়ের ক্ষেত্রে আবহাওয়ার কারণে বা এজেন্ট কোনও কারণে ট্যুর বাতিল করলে টাকা ফেরৎ হবে কি না বা বিকল্প কী ব্যবস্থা রয়েছে,সেটা জেনে নেবেন।
8 / 8
প্রয়োজনীয় সামগ্রী- প্যাকিংয়ের সময় ট্রেনের টিকিট, পরিচয়পত্র সঙ্গে রাখতে ভুলবেন না। এছাড়া জায়গা অনুযায়ী পোশাক, ছাতা, টর্চ, মোবাইল চার্জার, প্রয়োজনীয় ওষুধ এবং ভোলিনি, বোরোলীন বা অ্যান্টিসেপ্টিক ক্রিম, শুকনো খাবার মনে করে ব্যাগে ঢোকাবেন। শীতের জায়গা হলে অতিরিক্ত জুতো, থার্মোফ্ল্যাক্স অবশ্যই রাখবেন