Multani Mitti: বর্ষায় ত্বকের চিটচিটে ভাব কমছে না? এই ফেসপ্যাক মাখলে উপচে পড়বে জেল্লা
megha |
Jul 23, 2024 | 5:13 PM
Skin Care Remedies: বর্ষাকালে সবচেয়ে বেশি ঘাম হয়। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ত্বকে ঘাম বেশি হয়। গরমকালের মতোই ত্বকে তৈলাক্ত ভাব বাড়ে। ত্বকের অতিরিক্ত তেল, ময়লা, জীবাণু পরিষ্কার করতে বেশিরভাগ মানুষ ফেসওয়াশের সাহায্য নেয়। এতে মুখ পরিষ্কার হলেও ১০০ শতাংশ কাজ হয় না।
1 / 8
বর্ষাকালে সবচেয়ে বেশি ঘাম হয়। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ত্বকে ঘাম বেশি হয়। ত্বকে অস্বস্তি তৈরি হয়। পাশাপাশি গরমকালের মতোই ত্বকে তৈলাক্ত ভাব বাড়ে।
2 / 8
ত্বকের অতিরিক্ত তেল, ময়লা, জীবাণু পরিষ্কার করতে বেশিরভাগ মানুষ ফেসওয়াশের সাহায্য নেয়। এতে মুখ পরিষ্কার হলেও ১০০ শতাংশ কাজ হয় না।
3 / 8
অনেক সময় ঘরোয়া টোটকারও সাহায্য নিতে হয় মুখ পরিষ্কার করতে। আর এখানেই কাজে আসে মুলতানি মাটি। এই প্রাকৃতিক উপাদান সমস্ত তেল, ময়লা, জীবাণু, মেকআপ পরিষ্কার করে দেয়।
4 / 8
তৈলাক্ত ত্বকের জন্য আদর্শ মুলতানি মাটি। এটি ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাবকেও নিয়ন্ত্রণ করে। সপ্তাহে একদিন মুলতানি মাটির ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করুন।
5 / 8
এক চামচ মুলতানি মাটির সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো আর গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ফেলুন। এটি ত্বকে লাগিয়ে ১০ মিনিট রাখুন। এরপর মুখে ফেলে ময়েশ্চারাইজার মেখে নিন।
6 / 8
বর্ষায় ব্রণর সমস্যা থেকেও মুক্তি দেয় মুলতানি মাটি। নিম পাতা, মুলতানি মাটি ও টি ট্রি অয়েলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ফেলুন। এটি ব্রণ, পিম্পেলের সমস্যা দূর করে।
7 / 8
ত্বক থেকে ট্যান তুলতে সাহায্য করে মুলতানি মাটি। শসার পেস্টের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এতে লেবুর রসও মেশাতে পারেন। এতে রোদে পোড়া দাগ তুলে দেবে।
8 / 8
মুলতানি মাটির সঙ্গে হলুদ গুঁড়ো ও টমেটোর রস মিশিয়ে মুখে লাগান। এটি ত্বক থেকে দাগছোপ, ব্রণ দূর করে দেবে। পাশাপাশি ত্বকে এনে দেবে প্রাকৃতিক উজ্জ্বলতা।