Use of Oil: ত্বক ও চুলে কোন সমস্যায় কোন তেল ব্যবহার করতে হয় জানেন

Jul 03, 2024 | 8:07 PM

ত্বক ও চুলের জেল্লা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তেল। তবে সবার ত্বকের জন্য সব ধরনের তেল নয়। আপনার ত্বক কী রকম তা জেনেই সে রকম তেল ব্যবহার করা উচিত।

1 / 8
ত্বক ও চুলের জেল্লা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তেল। তবে সবার ত্বকের জন্য সব ধরনের তেল নয়। আপনার ত্বক কী রকম তা জেনেই সে রকম তেল ব্যবহার করা উচিত।

ত্বক ও চুলের জেল্লা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তেল। তবে সবার ত্বকের জন্য সব ধরনের তেল নয়। আপনার ত্বক কী রকম তা জেনেই সে রকম তেল ব্যবহার করা উচিত।

2 / 8
ত্বকে যদি বলিরেখার সমস্যা দেখা দেয়, তা নিয়ে সতর্ক হতে হবে। এ ক্ষেত্রে প্রিমরোজ অয়েল এবং অলিভ অয়েল দারুণ কার্যকর।

ত্বকে যদি বলিরেখার সমস্যা দেখা দেয়, তা নিয়ে সতর্ক হতে হবে। এ ক্ষেত্রে প্রিমরোজ অয়েল এবং অলিভ অয়েল দারুণ কার্যকর।

3 / 8
যাঁদের ত্বক খুবই রুক্ষ এবং শুষ্ক তাঁদের জন্য সবথেকে ভালো নারকেল তেল। ত্বক এবং চুলকে কোমল রাখতে এবং জেল্লা ফেরাতে এর বিকল্প নেই।

যাঁদের ত্বক খুবই রুক্ষ এবং শুষ্ক তাঁদের জন্য সবথেকে ভালো নারকেল তেল। ত্বক এবং চুলকে কোমল রাখতে এবং জেল্লা ফেরাতে এর বিকল্প নেই।

4 / 8
ব্রণ বা ফুসকুরির সমস্যা থাকলে ক্যামেলিয়া অয়েল ব্যবহার করতে পারেন। এই তেল ত্বকের রন্ধ্রে জমে থাকা ময়লা দূর করে।

ব্রণ বা ফুসকুরির সমস্যা থাকলে ক্যামেলিয়া অয়েল ব্যবহার করতে পারেন। এই তেল ত্বকের রন্ধ্রে জমে থাকা ময়লা দূর করে।

5 / 8
ত্বকে চুলকানি বা জ্বালা করতে টি-ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। ত্বকের যে কোনও প্রদাহ দূর করতে তা সাহায্য করে।

ত্বকে চুলকানি বা জ্বালা করতে টি-ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। ত্বকের যে কোনও প্রদাহ দূর করতে তা সাহায্য করে।

6 / 8
ত্বকের দাগ ছোপ দূর করতে ল্যাভেন্ডার অয়েল ভালো কাজ দেয়। এমনকি রোদে গিয়ে যদি ট্যান পড়ে, তাহলেও এই তেল ব্যবহারে উপকার মিলবে।

ত্বকের দাগ ছোপ দূর করতে ল্যাভেন্ডার অয়েল ভালো কাজ দেয়। এমনকি রোদে গিয়ে যদি ট্যান পড়ে, তাহলেও এই তেল ব্যবহারে উপকার মিলবে।

7 / 8
রোজমেরি অয়েল রুক্ষ চুল এবং খুশকির সমস্যা দারুণ কাজ করে। যে তেল মাথায় মাখের তার সঙ্গে রোজমেরি তেল মিশিয়ে মাখলে ভালো ফল পাবেন।

রোজমেরি অয়েল রুক্ষ চুল এবং খুশকির সমস্যা দারুণ কাজ করে। যে তেল মাথায় মাখের তার সঙ্গে রোজমেরি তেল মিশিয়ে মাখলে ভালো ফল পাবেন।

8 / 8
পাতলা চুল এবং চুল পড়ার সমস্যায় কাজে লাগাতে পারেন ক্যাস্টর অয়েল। মাস তিনেক ব্যবহার করলে পাবেন উপকার।

পাতলা চুল এবং চুল পড়ার সমস্যায় কাজে লাগাতে পারেন ক্যাস্টর অয়েল। মাস তিনেক ব্যবহার করলে পাবেন উপকার।

Next Photo Gallery