Mango for Skin Care: মুখে মাখুন পাকা আম, দ্রুত পরিবর্তন আসবে রূপে
আমের মতো সুস্বাদু, রসালো ফল খুব কমই আছে। এই ফল খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই রয়েছে। তবে কেবল পুষ্টিগুণ নয়। ত্বকের পরিচর্যার জন্যও পাকা আম দারুণ কার্যকরী।
1 / 8
আমের মতো সুস্বাদু, রসালো ফল খুব কমই আছে। এই ফল খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই রয়েছে।
2 / 8
তবে কেবল পুষ্টিগুণ নয়। ত্বকের পরিচর্যার জন্যও পাকা আম দারুণ কার্যকরী।
3 / 8
রূপচর্চায় পাকা আম ব্যবহার করলে নিষ্প্রাণ ত্বক হয়ে ওঠে সতেজ। ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে বয়সের ছাপ ঢেকে দেয়।
4 / 8
কিন্তু কীভাবে পাকা আম রূপচর্চার জন্য ব্যবহার করতে হয় জানেন? জেনে নিন পাকা আম দিয়ে রূপচর্চার সহজ উপায়।
5 / 8
পাকা আম জলে ভিজিয়ে রাখুন। তার পর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন।
6 / 8
আম ছোট ছোট করে কেটে মিক্সিতে পেস্ট করে নিন। তার পর সেই পেস্টে টক দই এবং মধু ভালো করে মেশান।
7 / 8
এ বার ওই মিশ্রণ ফেসপ্যাকের মতো করে মুখে মেখে নিন। তার পর তা ১০-১৫ মিনিট রেখে দিন।
8 / 8
তার পর উষ্ণ জলে তা ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে তিন করে ব্যবহার করলে কয়েক সপ্তাহেই বুঝতে পারবেন কেমন বদলে গিয়েছে আপনার ত্বক।