TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Aug 30, 2023 | 7:00 AM
চুল পড়ে যাওয়ার সমস্যায় যেমন অনেকে ভুগছেন তেমনই অনেকে আছেন যাঁদের চুল কম বয়সে সাদা হয়ে যাচ্ছে। সেই সাদা ঢাকতে আবার কলপ করছেন। এতে চুল পড়ছে বেশি আর কোয়ালিটিও নষ্ট হচ্ছে।
একটা বয়সের পর চুল সাদা হবেই। তখন প্রাকৃতিক পদ্ধতি মেনে সাদা চুল কালো করতে হবে। আবার রংও করেন অনেকে। তবে রঙের প্রভাব চলে গেলেই আবার সাদা চুল বেরিয়ে আসে।
চুলের প্রাকৃতিক রং ফিরিয়ে আনতে খুব ভাল কাজ করে পেঁপেপাতা। পেঁপেপাতার রসে অনেক রকম খনিজ, ভিটামিন থাকে। যা শরীরের জন্য ভাল। পেঁপে পাতায় ফাইবার এবং প্যাপেইন নামক যৌগ রয়েছে। যা লিভার ভাল রাখে, চুলের গোড়ায় পুষ্টি যোগাতেও এর জুড়ি মেলা ভার
যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে তাদের জন্য পেঁপে পাতার রস খুবই কার্যকরী। কচি পেঁপে পাতা ভাল করে ধুয়ে শিলে বেটে নিতে হবে। এবার এই পাতা বাটা ছেঁকে নিয়ে রসটা বের করে নিতে হবে
এই রস খুবই কার্যকরী। প্রথমে শুধু রস তুলোয় করে নিয়ে চুলের গোড়ায় লাগাতে হবে। অন্য বাটিতে তুলে রাখা পেঁপে পাতার রসে হেনা পাউডার, আমলকী আর ইন্ডিগো পাউডার একসঙ্গে মিশিয়ে রাখুন অন্তত ২-৩ ঘন্টা।
পেঁপে পাতার রস চুলের গোড়ায় পুষ্টি যোগায়। এতে চুল পড়ে যাওয়া কমে, নতুন চুলও গজায়। এই রস লাগিয়ে ১৫ মিনিট রেখে তারপর হেনাটা লাগিয়ে নিতে হবে। অন্তত ১ ঘন্টা লাগিয়ে রাখতে হবে
পেঁপের রস টানা ১০ দন যদি চুলের গোড়ায় লাগিয়ে রেখে চুল ধুয়ে নেন তাহলে চুল কালো হবেই। চুল ধুয়ে নিয়ে ভাল করে শ্যাম্পু আর কন্ডিশনার লাগিয়ে নিতে হবে।
সপ্তাহে একদিন করে পেঁপে পাতার প্যাক এভাবে চুলে লাগিয়ে নিলে চুল ঘন কালো উজ্জ্বল হবে। চুল পড়াও অনেক কমে যাবে। চুলে রাসায়নিক রং ব্যবহার করার বদলে কাজে লাগান এই টোটকা।