Potato Peels: উজ্জ্বল মসৃণ ত্বক পেতে চান? চোখ বন্ধ করে ভরসা রাখুন আলুর খোসার উপর

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 11, 2023 | 6:55 PM

Beauty Tips: আলুর খোসা বেটে তাতে লেবুর রস মিশিয়ে মাখলেও কাজ হবে। এছাড়া দুই টুকরো আলুর খোসা ফ্রিজে রেখে দিন। এরপর তা চোখের নীচে লাগিয়ে রাখুন। দূর হবে ডার্ক সার্কেলের সমস্যা।

1 / 8
আলুর সঙ্গে বাঙালির আত্মার যোগ। তদবে শুধু জিভের শান্তির জন্যই নয়, ত্বকের জন্যও দারুণ কার্যকরী আলু।

আলুর সঙ্গে বাঙালির আত্মার যোগ। তদবে শুধু জিভের শান্তির জন্যই নয়, ত্বকের জন্যও দারুণ কার্যকরী আলু।

2 / 8
 আলুর খোসাও ত্বকের জন্য় সমান প্রয়োজন। জানুন ত্বকের কোন-কোন উপাকারে লাগে আলুর খোসা।

আলুর খোসাও ত্বকের জন্য় সমান প্রয়োজন। জানুন ত্বকের কোন-কোন উপাকারে লাগে আলুর খোসা।

3 / 8
ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে আলুর খোসা। কারণ আলুতে রয়েছে অ্যাজেলেইক অ্যাসিড, যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে আলুর খোসা। কারণ আলুতে রয়েছে অ্যাজেলেইক অ্যাসিড, যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

4 / 8
এর পাশাপাশি ত্বক মসৃণ করতেও সাহায্য করে আলুর খোসা। আলুর খোসা ছাড়িয়ে ত্বকে লাগালে ত্বক মোলায়েম হয়। এছাড়া এই খোসা ত্বকে প্রোটিন সরবরাহ করে।

এর পাশাপাশি ত্বক মসৃণ করতেও সাহায্য করে আলুর খোসা। আলুর খোসা ছাড়িয়ে ত্বকে লাগালে ত্বক মোলায়েম হয়। এছাড়া এই খোসা ত্বকে প্রোটিন সরবরাহ করে।

5 / 8
ত্বকের ট্যান দূর করতেও সাহায্য করে আলুর খোসা। এতে ভিটামিন  সি রয়েছে যা ডার্ক সার্কেল, ও বলিরেখার সমস্যা মেটাতেও সাহায্য করে।

ত্বকের ট্যান দূর করতেও সাহায্য করে আলুর খোসা। এতে ভিটামিন সি রয়েছে যা ডার্ক সার্কেল, ও বলিরেখার সমস্যা মেটাতেও সাহায্য করে।

6 / 8
 কীভাবে ব্যবহার করলে কাজ হবে? আলু ভালভাবে ধুয়ে তার খোসা ছাড়িয়ে নিন। এবার তা মুখে ঘষে নিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

কীভাবে ব্যবহার করলে কাজ হবে? আলু ভালভাবে ধুয়ে তার খোসা ছাড়িয়ে নিন। এবার তা মুখে ঘষে নিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

7 / 8
 আলুর খোসা বেটে নিন। তাতে টমেটোর রস ও এক চিমটে হলুদ মিশিয়ে মুখে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

আলুর খোসা বেটে নিন। তাতে টমেটোর রস ও এক চিমটে হলুদ মিশিয়ে মুখে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

8 / 8
আলুর খোসা বেটে তাতে লেবুর রস মিশিয়ে মাখলেও কাজ হবে। এছাড়া দুই টুকরো আলুর খোসা ফ্রিজে রেখে দিন। এরপর তা চোখের নীচে লাগিয়ে রাখুন। দূর হবে ডার্ক সার্কেলের সমস্যা।

আলুর খোসা বেটে তাতে লেবুর রস মিশিয়ে মাখলেও কাজ হবে। এছাড়া দুই টুকরো আলুর খোসা ফ্রিজে রেখে দিন। এরপর তা চোখের নীচে লাগিয়ে রাখুন। দূর হবে ডার্ক সার্কেলের সমস্যা।

Next Photo Gallery