DIY Ice Cube for Skin: ৫-৬ রকমের প্রসাধনী না ব্যবহার করে এই বিশেষ বরফ ঘষুন মুখে, উপচে পড়বে জেল্লা
megha |
Jul 29, 2024 | 7:06 PM
Skin Care Tips: রূপচর্চার সামগ্রীর লিস্টটা নেহাত ছোট নয়। যত দিন যাচ্ছে নিত্যনতুন প্রসাধনী বাজারে আসছে। কেউ ত্বকে দুর্দান্ত কাজ করে, আবার কারও দাম আকাশছোঁয়া। আবার কোনওটাই রয়েছে প্রাকৃতিক উপাদান। কিন্তু বাজারচলতি প্রসাধনী ব্যবহারের পর ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায়।
1 / 8
রূপচর্চার সামগ্রীর লিস্টটা নেহাত ছোট নয়। যত দিন যাচ্ছে নিত্যনতুন প্রসাধনী বাজারে আসছে। কেউ ত্বকে দুর্দান্ত কাজ করে, আবার কারও দাম আকাশছোঁয়া। আবার কোনওটাই রয়েছে প্রাকৃতিক উপাদান।
2 / 8
হরেক রকম পণ্যের বিভিন্ন কাজ। কিন্তু বাজারচলতি প্রসাধনী ব্যবহারের পর ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায়। হাতের কাছে বরফ থাকতে অন্য পণ্য কেনই বা ব্যবহার করবেন?
3 / 8
ফ্রিজে থাকা বয়ফ ত্বকের হাজারো সমস্যার সমাধান করে দিতে পারে। ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে বরফ। এতে এজিং প্রতিরোধ করা যায় এবং ত্বকের প্রদাহ কমে।
4 / 8
সাধারণ বরফই মুখে ঘষতে পারেন। এতে ওপেন পোরস সমস্যা দূর হয়ে যাবে। মেকআপ করার আগে মুখে বরফ ঘষতে পারেন। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হবে।
5 / 8
জল দিয়ে তৈরি বরফের থেকেও দুর্দান্ত কাজ করে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বরফ। ত্বকের যত্নে কী ধরনের বরফ মুখ ঘষতে পারেন, রইল টিপস।
6 / 8
গরমে দুটো গ্রিন টিয়ের ব্যাগ ডুবিয়ে চা বানিয়ে নিন। চা ঠান্ডা জয়ে গেলে বরফ জমানোর ট্রেতে ঢেলে ফ্রিজে রেখে দিন। রোদ থেকে বাড়ি ফিরে মুখে ঘষতে পারেন গ্রিন টিয়ের বরফ। এতে বয়সের ছাপ পড়বে না।
7 / 8
অ্যালোভেরার পাতা থেকে তাজা নির্যাস বের করে মিক্সিতে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে তুলসি পাতা বেটে মিশিয়ে দিন। এই মিশ্রণটি ট্রেতে ঢেলে বরফ জমিয়ে নিন। প্রতিদিন এই বরফ মুখে ঘষলে ব্রণর সমস্যা ধারে কাছে ঘেঁষবে না।
8 / 8
ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করতে কফির বরফ ব্যবহার করুন। জলে কফি গুলে বরফ জমিয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখের উপর কফির বরফ ঘষুন। ১০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। এতে ত্বকে টানটান থাকবে।