Watermelon In Skin Care: গরমে ত্বকের বারোটা বেজেছে? হাল ফেরাতে ভরসা রাখুন তরমুজের উপর
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jun 12, 2023 | 4:38 PM
Watermelon Face Pack: ঠোঁটের যত্নেও তরমুজকে কাজে লাগাতে পারেন। এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা ঠোঁটকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। ব্রাউন সুগার ও নারকেল তেলের সঙ্গে তরমুজের ব্লেন্ড মিশিয়ে ঠোঁটে লাগালে সুন্দর হবে ঠোঁট।
1 / 8
জাঁকিয়ে পড়েছে গরম। আর এই সময় ত্বকেরও বেহাল দশা। রোদে পুড়ে একেবারে বারোটা বাজছে ত্বকের। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন এমন কিছু যা ত্বককে সুরক্ষিত রাখবে।
2 / 8
জানেন কি এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে গরমের ফলও? আম-লিচুর মতো গকমের আরও এক প্রিয় ফল হল তরমুজ। আর ত্বকের যত্নে এই ফলের জুড়ি মেলা ভাড়। জানুন ত্বকের যত্নে কীভাবে কাজে লাগাবেন এই ফল।
3 / 8
গরমে সবচেয়ে প্রয়োজন ত্বককে আর্দ্র রাখা। মিক্সিতে কয়েক টুকরো তরমুজ ব্লেন্ড করে নিয়ে রস ছেঁকে নিন। এবার তা স্প্রে বোতলে ভরে ফেস মিস্ট হিসেবে ব্যবহার করুন।
4 / 8
তরমুজকে স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারেন। তরমুজে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা ত্বককে এক্সফ্লয়েট করতে সাহায্য করে। একটি বাটিতে সামান্য চিনি ও মধুর সঙ্গে তরমুজের রস মিশিয়ে স্ক্রাব করুন।
5 / 8
এছাড়া তরমুজকে ফেস মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন। টকদইয়ের সঙ্গে তরমুজ মিশিয়ে মাখুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
6 / 8
তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি। যা ত্বকের চারপাশের কালো দাগ তুলতে সাহায্য করে। এছাড়া চোখের চারপাশের ফোলাভাব কমাতেও সাহায্য করে। কয়েক টুকরো তরমুজ ব্লেন্ড করে তুলো দিয়ে চোখের চারপাশে লাগান। ফল পাবেন।
7 / 8
এছাড়াও তরমুজে রয়েছে অ্য়ামিনো অ্য়াসিড। যা চুলকে মজবুত করার পাশাপাশি চুল পড়া আটকায়। নারকেল তেলের সঙ্গে তরমুজ পেস্ট মিশিয়ে মাখুন। কাজ হবে।
8 / 8
ঠোঁটের যত্নেও তরমুজকে কাজে লাগাতে পারেন। এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা ঠোঁটকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। ব্রাউন সুগার ও নারকেল তেলের সঙ্গে তরমুজের ব্লেন্ড মিশিয়ে ঠোঁটে লাগালে সুন্দর হবে ঠোঁট।