Watermelon In Skin Care: গরমে ত্বকের বারোটা বেজেছে? হাল ফেরাতে ভরসা রাখুন তরমুজের উপর

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jun 12, 2023 | 4:38 PM

Watermelon Face Pack: ঠোঁটের যত্নেও তরমুজকে কাজে লাগাতে পারেন। এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা ঠোঁটকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। ব্রাউন সুগার ও নারকেল তেলের সঙ্গে তরমুজের ব্লেন্ড মিশিয়ে ঠোঁটে লাগালে সুন্দর হবে ঠোঁট।

1 / 8
জাঁকিয়ে পড়েছে গরম। আর এই সময় ত্বকেরও বেহাল দশা। রোদে পুড়ে একেবারে বারোটা বাজছে ত্বকের। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন এমন কিছু যা ত্বককে সুরক্ষিত রাখবে।

জাঁকিয়ে পড়েছে গরম। আর এই সময় ত্বকেরও বেহাল দশা। রোদে পুড়ে একেবারে বারোটা বাজছে ত্বকের। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন এমন কিছু যা ত্বককে সুরক্ষিত রাখবে।

2 / 8
জানেন কি এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে গরমের ফলও? আম-লিচুর মতো গকমের আরও এক প্রিয় ফল হল তরমুজ। আর ত্বকের যত্নে এই ফলের জুড়ি মেলা ভাড়। জানুন ত্বকের যত্নে কীভাবে কাজে লাগাবেন এই ফল।

জানেন কি এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে গরমের ফলও? আম-লিচুর মতো গকমের আরও এক প্রিয় ফল হল তরমুজ। আর ত্বকের যত্নে এই ফলের জুড়ি মেলা ভাড়। জানুন ত্বকের যত্নে কীভাবে কাজে লাগাবেন এই ফল।

3 / 8
গরমে সবচেয়ে প্রয়োজন ত্বককে আর্দ্র রাখা। মিক্সিতে কয়েক টুকরো তরমুজ ব্লেন্ড করে নিয়ে রস ছেঁকে নিন। এবার তা স্প্রে বোতলে ভরে ফেস মিস্ট হিসেবে ব্যবহার করুন।

গরমে সবচেয়ে প্রয়োজন ত্বককে আর্দ্র রাখা। মিক্সিতে কয়েক টুকরো তরমুজ ব্লেন্ড করে নিয়ে রস ছেঁকে নিন। এবার তা স্প্রে বোতলে ভরে ফেস মিস্ট হিসেবে ব্যবহার করুন।

4 / 8
তরমুজকে স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারেন। তরমুজে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা ত্বককে এক্সফ্লয়েট করতে সাহায্য করে। একটি বাটিতে সামান্য চিনি ও মধুর সঙ্গে তরমুজের রস মিশিয়ে স্ক্রাব করুন।

তরমুজকে স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারেন। তরমুজে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা ত্বককে এক্সফ্লয়েট করতে সাহায্য করে। একটি বাটিতে সামান্য চিনি ও মধুর সঙ্গে তরমুজের রস মিশিয়ে স্ক্রাব করুন।

5 / 8
এছাড়া তরমুজকে ফেস মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন। টকদইয়ের সঙ্গে তরমুজ মিশিয়ে মাখুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

এছাড়া তরমুজকে ফেস মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন। টকদইয়ের সঙ্গে তরমুজ মিশিয়ে মাখুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

6 / 8
তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি। যা ত্বকের চারপাশের কালো দাগ তুলতে সাহায্য করে। এছাড়া চোখের চারপাশের ফোলাভাব কমাতেও সাহায্য করে। কয়েক টুকরো তরমুজ ব্লেন্ড করে তুলো দিয়ে চোখের চারপাশে লাগান। ফল পাবেন।

তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি। যা ত্বকের চারপাশের কালো দাগ তুলতে সাহায্য করে। এছাড়া চোখের চারপাশের ফোলাভাব কমাতেও সাহায্য করে। কয়েক টুকরো তরমুজ ব্লেন্ড করে তুলো দিয়ে চোখের চারপাশে লাগান। ফল পাবেন।

7 / 8
এছাড়াও তরমুজে রয়েছে অ্য়ামিনো অ্য়াসিড। যা চুলকে মজবুত করার পাশাপাশি চুল পড়া আটকায়। নারকেল তেলের সঙ্গে তরমুজ পেস্ট মিশিয়ে মাখুন। কাজ হবে।

এছাড়াও তরমুজে রয়েছে অ্য়ামিনো অ্য়াসিড। যা চুলকে মজবুত করার পাশাপাশি চুল পড়া আটকায়। নারকেল তেলের সঙ্গে তরমুজ পেস্ট মিশিয়ে মাখুন। কাজ হবে।

8 / 8
ঠোঁটের যত্নেও তরমুজকে কাজে লাগাতে পারেন। এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা ঠোঁটকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। ব্রাউন সুগার ও নারকেল তেলের সঙ্গে তরমুজের ব্লেন্ড মিশিয়ে ঠোঁটে লাগালে সুন্দর হবে ঠোঁট।

ঠোঁটের যত্নেও তরমুজকে কাজে লাগাতে পারেন। এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা ঠোঁটকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। ব্রাউন সুগার ও নারকেল তেলের সঙ্গে তরমুজের ব্লেন্ড মিশিয়ে ঠোঁটে লাগালে সুন্দর হবে ঠোঁট।

Next Photo Gallery