
ত্বকের যত্নে সবসময় সেরা দুধ। দুধ দিয়ে স্নান করলে ত্বকের জেল্লা ফেটে পড়ে। ত্বককে হাইড্রেটেড রাখা থেকে শুরু করে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে দুধ। কোন-কোন উপায়ে মুখে দুধ মাখবেন? রইল টিপস।

মুখে সবসময় কাঁচা দুধই ব্যবহার করতে হয়। রূপচর্চা জন্য জ্বাল দেওয়ার আগে দুধ তুলে রেখে দিন। কাঁচা দুধের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ রয়েছে, যা ব্রণ, র্যাশ, ফুসকুড়ি, লালচে ভাব, জ্বালাভাব কমাতে সাহায্য করে।

কাঁচা দুধের মধ্যে ভিটামিন এ, ভিটামিন ডি ও ভিটামিন ই রয়েছে, যা ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। দুধ ত্বককে বার্ধক্যের হাত থেকে রক্ষা করে, অক্সিডেটিভ চাপ কমায় এবং ত্বককে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা।

ত্বককে উজ্জ্বল করে তোলার ক্ষেত্রে দুধের জুড়ি মেলা ভার। কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে। এটি ত্বকের উপর প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে।

ত্বকের প্রদাহ কমাতে কাঁচা দুধের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে মাখুন। এতে ব্রণ, দাগছোপের সমস্যাও দূর হয়ে যাবে। পাশাপাশি ত্বক অনেক উজ্জ্বল দেখাবেন।

শুষ্ক ত্বকের সমস্যায় প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে কাঁচা দুধ। কাঁচা দুধের সঙ্গে মধু মিশিয়ে মাখুন। এই মিশ্রণ ত্বকের উপর প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। এটি ত্বক পরিষ্কার করতে এবং আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

তৈলাক্ত ত্বকের যত্নে মুলতানি মাটির সঙ্গে দুধ মিশিয়ে মুখে লাখুন। এতে আপনার ত্বকের টেক্সচার উন্নত হবে। ত্বকের আর্দ্রতা বজায় থেকে এবং ত্বকের জেল্লা বাড়ে।

ত্বক থেকে মৃত কোষ দূর করতে দুধের সাহায্য নিন। দুধের সঙ্গে চিনি ও বেসন মিশিয়ে দিন। এটি মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বককে মোলায়েম ও নরম করে তুলবে।