
তৈলাক্ত ত্বক। সারাক্ষণ মনে হচ্ছে নাকের দু'পাশ দিয়ে তেল গড়াচ্ছে। কপালে হাত দিলেই তেল উঠে আসছে। তৈলাক্ত ত্বক যখন ব্রণর সমস্যাও লেগে রয়েছে দিনরাত।

এমনিতেই ত্বক তেলতেলে। তার উপর বর্ষাকালে আরও যেন ত্বকের চিটচিটে ভাব বেড়ে গিয়েছে। মুখ পরিষ্কার করেও জেল্লা ফিরছে না। এর মধ্যে কি রোজ ময়েশ্চারাইজার মাখা ঠিক?

তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা চট করে ময়েশ্চারাইজার মাখতে চান না। কিন্তু ত্বকের সমস্যা কমাতে চাইলে, স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে চাইলে রোজ ক্রিম মাখা গুরুত্বপূর্ণ।

ত্বক যেমনই হোক ময়েশ্চারাইজার মাখা বন্ধ করা যাবে না। ত্বকে যে তেলতেল ভাব তৈরি হয়, তার পিছনে দায়ী সেবাশিয়াল গ্ল্যান্ড। অত্যধিক পরিমাণে সিবাম উৎপন্ন হলে ত্বকে তৈলাক্ত হয়ে পড়ে। এর সঙ্গে ত্বকের আর্দ্রতা ধরে রাখার কোনও সম্পর্ক নেই।

ভাল মানের ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করলেই ত্বক থেকে অতিরিক্ত তেল পরিষ্কার হয়ে যায়। তার সঙ্গে ত্বক আর্দ্রতা হারিয়ে ফেলে। তখন ত্বকের দরকার পড়ে ময়েশ্চারাইজারের।

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে হলে ক্রিম মাখতে হবে। তবে, অয়েলি স্কিনে ভারী ক্রিমের দরকার নেই। আপনাকে অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার বেছে নিতে হবে আপনাকে। জেল বেসড ময়েশ্চারাইজারও মাখতে পারেন।

আপনার ত্বক যদি খুব বেশি তৈলাক্ত হয়, ক্ষারযুক্ত প্রসাধনী ব্যবহার করবেন না। হালকা ময়েশ্চারাইজার মাখলে ব্রণর সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন।

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার মাখার পাশাপাশি প্রচুর পরিমাণে জল পান করুন। ফল, শাকসবজি খাওয়াও জরুরি। ত্বককে ভিতর থেকে হাইড্রেটেড রাখার জন্য এইটুকু করতেই হবে।