Mosquito Problems: ধূপ, স্প্রে-র ছুটি, ঘর থেকে মশা তাড়ান এই কৌশলে

May 06, 2024 | 5:06 PM

অনেকেই বাজারে পাওয়া মশার ধূপ বা স্প্রের গন্ধ সহ্য করতে পারেন না। তাঁরা মশা তাড়ানোর জন্য নীচে উপায়গুলি দেখতে পারেন।

1 / 8
একে তো গরম। তার উপর যদি মশার উপদ্রব হয়, তাহলে বিরক্তির শেষ থাকে না।

একে তো গরম। তার উপর যদি মশার উপদ্রব হয়, তাহলে বিরক্তির শেষ থাকে না।

2 / 8
চাঁদিপুরা একটি আরএনএ ভাইরাস, যা স্ত্রী ফ্লোবোটোমিন মাছি থেকে ছড়ায়। মশাও এই ভাইরাসের বাহক হতে পারে এবং মশার কামড়ের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে

চাঁদিপুরা একটি আরএনএ ভাইরাস, যা স্ত্রী ফ্লোবোটোমিন মাছি থেকে ছড়ায়। মশাও এই ভাইরাসের বাহক হতে পারে এবং মশার কামড়ের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে

3 / 8
কিন্তু অনেকেই বাজারে পাওয়া মশার ধূপ বা স্প্রের গন্ধ সহ্য করতে পারেন না। তাঁরা মশা তাড়ানোর জন্য নীচে উপায়গুলি দেখতে পারেন।

কিন্তু অনেকেই বাজারে পাওয়া মশার ধূপ বা স্প্রের গন্ধ সহ্য করতে পারেন না। তাঁরা মশা তাড়ানোর জন্য নীচে উপায়গুলি দেখতে পারেন।

4 / 8
মশার ধূপের গন্ধে অনেকেরই কষ্ট হয়। তার বদলে ঘরে কর্পূর জ্বালাতে পারেন। কর্পূর জ্বালালে ঘরে তেমন ধোঁয়াও হয় না। যাঁদের শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে, তাঁদের জন্যেও কর্পূর নিরাপদ।

মশার ধূপের গন্ধে অনেকেরই কষ্ট হয়। তার বদলে ঘরে কর্পূর জ্বালাতে পারেন। কর্পূর জ্বালালে ঘরে তেমন ধোঁয়াও হয় না। যাঁদের শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে, তাঁদের জন্যেও কর্পূর নিরাপদ।

5 / 8
মশাকে বোকা বানাতে পারেন হালকা রঙের, গা-ঢাকা পোশাক পরে। গাঢ় রঙে মশা আকৃষ্ট হয়। শরীরের অনাবৃত অংশে মশা কামড়ায় বেশি। তাই গা ঢাকা পোশাক পরলেই ভাল।

মশাকে বোকা বানাতে পারেন হালকা রঙের, গা-ঢাকা পোশাক পরে। গাঢ় রঙে মশা আকৃষ্ট হয়। শরীরের অনাবৃত অংশে মশা কামড়ায় বেশি। তাই গা ঢাকা পোশাক পরলেই ভাল।

6 / 8
বাড়ি আশপাশে গাছপালা থাকলে মশার উপদ্রব বেড়ে যায়। তাই সময় করে আগাছা ছেঁটে ফেলাই ভাল। চার পাশে কোথাও যেন জল না জমে, সে দিকেও খেয়াল রাখতে হবে। 

বাড়ি আশপাশে গাছপালা থাকলে মশার উপদ্রব বেড়ে যায়। তাই সময় করে আগাছা ছেঁটে ফেলাই ভাল। চার পাশে কোথাও যেন জল না জমে, সে দিকেও খেয়াল রাখতে হবে। 

7 / 8
ম্যালেরিয়া, ডেঙ্গির মতো জিকাও মশার কামড়ে হয়। তবে ডেঙ্গির থেকে এই রোগটি আলাদা। অনেক ক্ষেত্রে এই রোগ বিপজ্জনকও হতে পারে

ম্যালেরিয়া, ডেঙ্গির মতো জিকাও মশার কামড়ে হয়। তবে ডেঙ্গির থেকে এই রোগটি আলাদা। অনেক ক্ষেত্রে এই রোগ বিপজ্জনকও হতে পারে

8 / 8
প্রাকৃতিক বেশ কিছু অয়েল যেমন ইউক্যালিপটাস, নিম, ল্যাভেন্ডার, সিনামন, থাইমের গন্ধে মশা পালিয়ে যায়। গায়ে, পোশাকে কিংবা ঘরের কোণে এই অয়েল ছড়িয়ে রাখতে পারেন।

প্রাকৃতিক বেশ কিছু অয়েল যেমন ইউক্যালিপটাস, নিম, ল্যাভেন্ডার, সিনামন, থাইমের গন্ধে মশা পালিয়ে যায়। গায়ে, পোশাকে কিংবা ঘরের কোণে এই অয়েল ছড়িয়ে রাখতে পারেন।

Next Photo Gallery