Anti-Dandruff Mask: তেল-শ্যাম্পুতে কাজ হচ্ছে না? খুশকি তাড়াতে এবার হেয়ার মাস্কের সাহায্য নিন
TV9 Bangla Digital | Edited By: megha
Jul 15, 2023 | 1:36 PM
Dandruff Solution: খুশকির সমস্যা সহজেই পিছু ছাড়তে চায় না। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পুই বেছে নেওয়া হয় খুশকি তাড়াতে। কিন্তু সেটা খুব বেশি কার্যকর হয় না। তাই এবার খুশকি দূর করতে বেছে নিন এই ৩ হেয়ার মাস্ক।
1 / 8
আপনার স্ক্যাল্প তৈলাক্ত হোক বা শুষ্ক, খুশকির সমস্যা সহজেই পিছু ছাড়তে চায় না। স্ক্যাল্পের যত্ন না নিলেই এই ধরনের সমস্যা জাঁকিয়ে বসে।
2 / 8
খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে শ্যাম্পু, তেলই যথেষ্ট নয়। সাহায্য নিন হেয়ার মাস্কের। এমন ৩টি হেয়ার মাস্কের খোঁজ রইল আপনার জন্য। এগুলো নিমেষে কমিয়ে দেবে খুশকির সমস্যা।
3 / 8
১/২ কাপ টক দইয়ের সঙ্গে ১ চামচ লেবুর রস ও ১ চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ১ ঘণ্টা চুলে ভাল করে লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার করে এই হেয়ার মাস্ক ব্যবহার করুন।
4 / 8
এই হেয়ার মাস্কে পাতিলেবু, টক দই ও মধু রয়েছে। লেবুর রস স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে, টক দই চুলের ক্ষয় নিরাময়য় করে এবং মধু প্রদাহ কমায়। তাই খুশকি তাড়াতে এই হেয়ার মাস্ক সবচেয়ে বেশি কার্যকর।
5 / 8
ভিনিগার দিয়ে দূর করতে পারেন খুশকির সমস্যা। ১ কাপ গ্রিন টি বানিয়ে নিন। এরপর মধ্যে ২-৩ ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল ও ১ চামচ ভিনিগার মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগান। ভিনিগারের হেয়ার মাস্ক ব্যবহারের পর অবশ্যই সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন।
6 / 8
গ্রিন টিয়ের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, যা খুশকি দূর করে। পাশাপাশি এসেনশিয়াল অয়েল প্রদাহ কমায় এবং ভিনিগার স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য ও তেল নিঃসরণ প্রতিরোধ করে।
7 / 8
চুলের যত্নে বরাবরই জবা গাছের পাতা ও ফুল ব্যবহার করা হয়। একইসঙ্গে, খুশকি দূর করতে কার্যকর খুশকি। তাই এই দুই উপাদান দিয়ে এবার বানিয়ে ফেলুন অ্যান্টি-ডানড্রফ হেয়ার মাস্ক।
8 / 8
১০-১২টা জবা গাছের পাতা বেটে নিন। এর সঙ্গে ১ চামচ মেথির দানা পেস্ট করে মিশিয়ে দিন। আর মেশান ১/২ কাপ টই দই। এই মিশ্রণটি চুল ও স্ক্যাল্পে ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে দিন।