বাড়িতে গাছপালা রাখতে অনেকেই পছন্দ করেন। ফলে ইনডোর গাছ থেকে শুরু করে ছাদ বাগানের যত্নেই সময় কাটান। কিন্তু আপনার গাছই আপনার যত্ন নিতে পারে, তা জানেন কি?
এমন কিছু গাছপালা আছে, যা আমাদের ত্বক ও চুল উভয়ের জন্যই উপকারী। উজ্জ্বল ত্বক পাওয়ার পাশাপাশি চুল পড়া ও শুষ্কতার সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এই সব গাছ। দেখে নিন তালিকায় কী কী রয়েছে?
ত্বকের যত্নের জন্য বাড়িতে অ্যালোভেরা গাছ লাগাতে পারেন। এটি ত্বক ও চুল উভয়ের জন্য বেশ উপকারী। তাই বার বার বাজার থেকে কিনে আনার থেকে বাড়িতেই রাখতে পারেন।
নিম গাছও ত্বকের জন্য অনেক উপকারী। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। যার ফলে আপনাকে ব্রণ থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে এই গাছ। এর পাশাপাশি এটি আমাদের স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী।
বাঙালির বাড়িতে তুলসী গাছ থাকবে না, এমনটা খুঁজে পাওয়া কঠিন। তুলসীতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা আমাদের ব্ল্যাকহেডস, ব্রণ এবং পিম্পল থেকে মুক্তি দেয়।
কিন্তু কীভাবে এই পাতা ব্যবহার করবেন? এর জন্য আপনাকে তুলসী পাতার পেস্ট করতে হবে। তারপরে আপনার মুখ পরিষ্কার করতে হবে। সেই পেস্টটি 10 থেকে 15 মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখার পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুবার এটি করলেই ফল পাবেন।
অনেকে গাঁদা ফুলের গাছ লাগান। কিন্তু এর উপকারীতা জানলে আপনার চোখ কপালে উঠবে। এতে উপস্থিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরির মতো ঔষধি গুণ ত্বকের জন্য বিরাট উপকারী। মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
জবা ফুল ত্বক এবং চুলের যত্নে ব্যবহার করতেই পারেন। এর ব্যবহার দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এই ফুল পেস্ট করে ফেসপ্যাক তৈরি করা হয়। এছাড়াও, এটি চুলে ব্যবহার করলে চুল কালো থাকে।