AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nepal-Bhutan Tour: ১০০-র নোট সঙ্গে রাখতে পারবেন যত খুশি, ৫০০ টাকা কতগুলো রাখতে পারবেন নেপাল-ভুটান ঘুরতে গেলে?

Countries that accept indian currency: সবুজে ঢাকা এই পাহাড়ি অভয়ারণ্য়ে মিলবে চোখের আরাম। এছাড়াও রয়েছে ছোট ছোট সুন্দর গ্রাম।

| Edited By: | Updated on: Apr 04, 2023 | 11:51 AM
Share
পায়ের তলায় যাঁদের সর্ষে, তাঁদের ভালই জানা বেড়ানোর খরচ। যদি এমন জায়গা হয় যেখানে ঘোরাও হবে, আবার পকেটও বাঁচবে, তাহলে কেমন? রইল এমন কিছু জায়গার হদিশ...

পায়ের তলায় যাঁদের সর্ষে, তাঁদের ভালই জানা বেড়ানোর খরচ। যদি এমন জায়গা হয় যেখানে ঘোরাও হবে, আবার পকেটও বাঁচবে, তাহলে কেমন? রইল এমন কিছু জায়গার হদিশ...

1 / 8
বেড়াতে যাওয়া মানেই তো খরচ। থাকা, খাওয়া, ঘোরা, শপিং... সব মিলিয়ে বেশ ভাল টাকার ধাক্কা। তাই পকেট বাঁচাতে আপনার ভরসা হতে পারে নেপাল ও ভুটান। এই দুই দেশে ভারতীয় মুদ্রা (Indian Currency) গ্রহণ করা হয়।

বেড়াতে যাওয়া মানেই তো খরচ। থাকা, খাওয়া, ঘোরা, শপিং... সব মিলিয়ে বেশ ভাল টাকার ধাক্কা। তাই পকেট বাঁচাতে আপনার ভরসা হতে পারে নেপাল ও ভুটান। এই দুই দেশে ভারতীয় মুদ্রা (Indian Currency) গ্রহণ করা হয়।

2 / 8
ভারতের প্রতিবেশী দেশ ভুটান। এক দিকে হিমালয়ের দিগন্ত বিস্তৃত সুন্দর রূপ আর অন্য দিকে আধ্যাত্মিকতা, ভুটানের মূল আকর্ষণ।  সোনালি ধানখেত, ঝিরঝির করে বয়ে যাওয়া নদী, বুদ্ধ মঠ ভুটানকে করে তুলেছে অনন্য।

ভারতের প্রতিবেশী দেশ ভুটান। এক দিকে হিমালয়ের দিগন্ত বিস্তৃত সুন্দর রূপ আর অন্য দিকে আধ্যাত্মিকতা, ভুটানের মূল আকর্ষণ। সোনালি ধানখেত, ঝিরঝির করে বয়ে যাওয়া নদী, বুদ্ধ মঠ ভুটানকে করে তুলেছে অনন্য।

3 / 8
 কমবেশি ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্য়ে ভুটান ঘুরে আসা সম্ভব। ভুটান গেলে অবশ্যই দেখতে হবে পুনাখা ডিজং, পারো তক্তসাং মঠ, ও বুদ্ধ ডোরডেনমা।

কমবেশি ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্য়ে ভুটান ঘুরে আসা সম্ভব। ভুটান গেলে অবশ্যই দেখতে হবে পুনাখা ডিজং, পারো তক্তসাং মঠ, ও বুদ্ধ ডোরডেনমা।

4 / 8
এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক, ঘোরার তালিকায় অবশ্যই রাখতে হবে থিম্পু, জং পারো জং, রিনপুং, জাতীয় জাদুঘর ইত্য়াদি।

এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক, ঘোরার তালিকায় অবশ্যই রাখতে হবে থিম্পু, জং পারো জং, রিনপুং, জাতীয় জাদুঘর ইত্য়াদি।

5 / 8
ভুটানের মতো আরেক দেশ রয়েছে যেখানে ভারতীয় মুদ্রায় বেড়ানো সম্ভব। নেপালেও ভারতীয় মুদ্রা ব্যবহার করার অনুমতি রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, পর্যটকরা এখানে ১০০ টাকার নোট যত খুশি ব্যবহার করতে পারেন।

ভুটানের মতো আরেক দেশ রয়েছে যেখানে ভারতীয় মুদ্রায় বেড়ানো সম্ভব। নেপালেও ভারতীয় মুদ্রা ব্যবহার করার অনুমতি রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, পর্যটকরা এখানে ১০০ টাকার নোট যত খুশি ব্যবহার করতে পারেন।

6 / 8
২০০ ও ৫০০ টাকার নোট মিলিয়ে মোট ২৫,০০০ টাকা নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে নেপালে। এবার আসা যাক বেড়ানোর বিষয়ে। প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা নেপালে গেলে আপনাকে অবশ্য়ই যেতে হবে পোখরা ও কাঠমাণ্ডুতে।

২০০ ও ৫০০ টাকার নোট মিলিয়ে মোট ২৫,০০০ টাকা নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে নেপালে। এবার আসা যাক বেড়ানোর বিষয়ে। প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা নেপালে গেলে আপনাকে অবশ্য়ই যেতে হবে পোখরা ও কাঠমাণ্ডুতে।

7 / 8
যদি আপনি সবুজপ্রেমী হন, তবে ঘুরে আসুন লাংতাং জাতীয় অভয়ারণ্যে। সবুজে ঢাকা এই পাহাড়ি অভয়ারণ্য়ে মিলবে চোখের আরাম। এছাড়াও রয়েছে ছোট-ছোট সুন্দর গ্রাম। তাই এবারের গরমের ছুটিতে আপনার ট্রাভেল লিস্টে রাখুন নেপাল কিংবা ভুটান।

যদি আপনি সবুজপ্রেমী হন, তবে ঘুরে আসুন লাংতাং জাতীয় অভয়ারণ্যে। সবুজে ঢাকা এই পাহাড়ি অভয়ারণ্য়ে মিলবে চোখের আরাম। এছাড়াও রয়েছে ছোট-ছোট সুন্দর গ্রাম। তাই এবারের গরমের ছুটিতে আপনার ট্রাভেল লিস্টে রাখুন নেপাল কিংবা ভুটান।

8 / 8