অন্তর্বাসের যত্ন নিয়ে খুব একটা মাথা ব্যাথা অনেকেরই থাকে না। কিন্তু বিশেষ যত্ন ছাড়া তা নষ্ট হয়ে যেতে পারে।
মেশিনে কখনই অন্তর্বাস কাচবেন না। হাতে করেই কেচে নিন অন্তর্বাস।
কোনও কড়া ডিটার্জেন্ট ব্যবহার করবেন না অন্তর্বাস কাচার সময়।
কড়া রোদে অন্তর্বাস শুকতে দেবেন না। এতে নষ্ট হয়ে যায়।
ব্লোয়ার বা ড্রায়ারেও অন্তর্বাস শুকোনো উচিত নয়।
একবার ব্যবহার করেই তা ধুয়ে ফেলা উচিত। নয়তো তা স্তনের জন্য ক্ষতিকার হয়ে যায়। স্কিনে সমস্যা হয়।