Lionel Messi: বাইশকে ধন্যবাদ জানিয়ে তেইশকে বরণ করলেন মেসি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 01, 2023 | 11:40 AM

New Year 2023: বাইশ দু'হাত ভরে দিয়েছে লিওনেল মেসিকে (Lionel Messi)। লা পুলগার সব চেয়ে বড় স্বপ্ন পূরণ করেছে মেসি। বাইশকে ধন্যবাদ জানিয়ে তেইশকে বরণ করলেন আর্জেন্টাইন সুপারস্টার।

1 / 7
২০২২ সালটা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে (Lionel Messi) দু'হাত ভরিয়ে অনেক কিছু দিয়েছে। যার মধ্যে অবশ্যই সব চেয়ে সেরা সাফল্য, মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। এই রকম একটা দারুণ বছরের শেষে বাইশকে ধন্যবাদ জানাতে ভোলেননি লা পুলগা। বাইশের শেষে সোশ্যাল মিডিয়ায় মেসি তাঁর সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের থেকে যে সমর্থন পেয়েছেন, তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। (ছবি-লিওনেল মেসি ফেসবুক)

২০২২ সালটা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে (Lionel Messi) দু'হাত ভরিয়ে অনেক কিছু দিয়েছে। যার মধ্যে অবশ্যই সব চেয়ে সেরা সাফল্য, মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। এই রকম একটা দারুণ বছরের শেষে বাইশকে ধন্যবাদ জানাতে ভোলেননি লা পুলগা। বাইশের শেষে সোশ্যাল মিডিয়ায় মেসি তাঁর সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের থেকে যে সমর্থন পেয়েছেন, তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। (ছবি-লিওনেল মেসি ফেসবুক)

2 / 7
সোশ্যাল মিডিয়ায় লিওনেল মেসি তাঁর পরিবারের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে বাইশকে বিদায় জানিয়েছেন। সেই ছবির ক্যাপশনে মেসি লেখেন, “এটা এমন একটা বছর শেষ হল, যা আমি কখনই ভুলতে পারব না। আমি সব সময় যে স্বপ্নটি তাড়া করেছি, তা অবশেষে সত্যি হয়েছে।" (ছবি-লিওনেল মেসি ফেসবুক)

সোশ্যাল মিডিয়ায় লিওনেল মেসি তাঁর পরিবারের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে বাইশকে বিদায় জানিয়েছেন। সেই ছবির ক্যাপশনে মেসি লেখেন, “এটা এমন একটা বছর শেষ হল, যা আমি কখনই ভুলতে পারব না। আমি সব সময় যে স্বপ্নটি তাড়া করেছি, তা অবশেষে সত্যি হয়েছে।" (ছবি-লিওনেল মেসি ফেসবুক)

3 / 7
 মেসি আরও লেখেন, "বাইশ সালটা এতটা দুর্দান্ত হত না, যদি পরিবারকে পাশে না পেতাম। আমার বন্ধুদের, সমর্থকদের আমি ধন্যবাদ জানাতে চাই, যারা কঠিন সময়েও আমার পাশে দাঁড়িয়েছে।" (ছবি-লিওনেল মেসি ফেসবুক)

মেসি আরও লেখেন, "বাইশ সালটা এতটা দুর্দান্ত হত না, যদি পরিবারকে পাশে না পেতাম। আমার বন্ধুদের, সমর্থকদের আমি ধন্যবাদ জানাতে চাই, যারা কঠিন সময়েও আমার পাশে দাঁড়িয়েছে।" (ছবি-লিওনেল মেসি ফেসবুক)

4 / 7
লিও আরও লেখেন, "আমাকে সারা বিশ্বের মানুষ উৎসাহিত করেছে। আমি নিজের দেশ থেকে যেমন ভালোবাসা পেয়েছি, তেমনই প্যারিস, বার্সেলোনা এবং অনেক দেশ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি।" (ছবি-লিওনেল মেসি ফেসবুক)

লিও আরও লেখেন, "আমাকে সারা বিশ্বের মানুষ উৎসাহিত করেছে। আমি নিজের দেশ থেকে যেমন ভালোবাসা পেয়েছি, তেমনই প্যারিস, বার্সেলোনা এবং অনেক দেশ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি।" (ছবি-লিওনেল মেসি ফেসবুক)

5 / 7
নতুন বছর যেন সকলের ভালো কাটে, সেই কামনা করে মেসি লেখেন, "আমি কামনা করি এই বছরটিও সবার জন্য চমৎকার কাটুক এবং ২০২৩ সালে সকলে সুখী থাকুন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং শক্তি কামনা করি।" (ছবি-লিওনেল মেসি ফেসবুক)

নতুন বছর যেন সকলের ভালো কাটে, সেই কামনা করে মেসি লেখেন, "আমি কামনা করি এই বছরটিও সবার জন্য চমৎকার কাটুক এবং ২০২৩ সালে সকলে সুখী থাকুন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং শক্তি কামনা করি।" (ছবি-লিওনেল মেসি ফেসবুক)

6 / 7
পরিবারের সঙ্গে তেইশকে বরণ করেছেন লিওনেল মেসি। আপাতত তিনি রোসারিওতেই আছেন। বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনের পাশাপাশি ক্রিসমাস, বর্ষশেষ এবং বর্ষবরণটা মেসি করছেন পরিবারের সঙ্গেই। (ছবি-লিওনেল মেসি ফেসবুক)

পরিবারের সঙ্গে তেইশকে বরণ করেছেন লিওনেল মেসি। আপাতত তিনি রোসারিওতেই আছেন। বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনের পাশাপাশি ক্রিসমাস, বর্ষশেষ এবং বর্ষবরণটা মেসি করছেন পরিবারের সঙ্গেই। (ছবি-লিওনেল মেসি ফেসবুক)

7 / 7
উল্লেখ্য, কাতার বিশ্বকাপের পর লম্বা ছুটি কাটিয়ে, জানুয়ারি মাসেই মেসি ক্লাব ফুটবলে ফিরবেন। পিএসজির কোচ ক্রিস্টোফ গালটিয়ের কয়েকদিন আগে জানিয়েছিলেন, মেসি দলের সঙ্গে যোগ দেবেন ২ বা ৩ জানুয়ারি। (ছবি-লিওনেল মেসি ফেসবুক)

উল্লেখ্য, কাতার বিশ্বকাপের পর লম্বা ছুটি কাটিয়ে, জানুয়ারি মাসেই মেসি ক্লাব ফুটবলে ফিরবেন। পিএসজির কোচ ক্রিস্টোফ গালটিয়ের কয়েকদিন আগে জানিয়েছিলেন, মেসি দলের সঙ্গে যোগ দেবেন ২ বা ৩ জানুয়ারি। (ছবি-লিওনেল মেসি ফেসবুক)

Next Photo Gallery