Lionel Messi: স্ট্যাচু তৈরি করে মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা কনমেবলের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Mar 29, 2023 | 7:00 AM

তাঁকে একঝলক দেখার জন্য স্টেডিয়াম ও স্টেডিয়ামের বাইরে বুয়েনস আইরেসের প্রায় সব মানুষ এসে হাজির হয়েছিলেন। পানামা ম্যাচের পরই আর্জেন্টিনার ট্রেনিং গ্রাউন্ড মেসির নামে নামকরণ করা হয়েছে। এ বার আরও এক সম্মানে ভূষিত হলেন এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার।

1 / 7
বিশ্বকাপ জয়ের পর থেকে পুরস্কার, সম্মান আর অভ্যর্থনায় কাটছে আর্জেন্টিনার ফুটবল টিমের। এ বার আর্জেন্টিনা দলকে সংবর্ধনা দিল লাতিন আমেরিকার ফুটবল অ্যাসোসিয়েশন। (ছবি: ইনস্টাগ্রাম)

বিশ্বকাপ জয়ের পর থেকে পুরস্কার, সম্মান আর অভ্যর্থনায় কাটছে আর্জেন্টিনার ফুটবল টিমের। এ বার আর্জেন্টিনা দলকে সংবর্ধনা দিল লাতিন আমেরিকার ফুটবল অ্যাসোসিয়েশন। (ছবি: ইনস্টাগ্রাম)

2 / 7
সংবর্ধনা সভায় লিওনেল মেসিকে বিশেষ সম্মান দিয়েছে কনমেবল। আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির স্ট্যাচু উন্মোচিত হয়েছে।(ছবি: ইনস্টাগ্রাম)

সংবর্ধনা সভায় লিওনেল মেসিকে বিশেষ সম্মান দিয়েছে কনমেবল। আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির স্ট্যাচু উন্মোচিত হয়েছে।(ছবি: ইনস্টাগ্রাম)

3 / 7
পেলে ও দিয়েগো মারাদোনার মূর্তির পাশেই মেসির স্ট্যাচুটি শোভা পাবে কনমেবলের মিউজিয়ামে। (ছবি: ইনস্টাগ্রাম)

পেলে ও দিয়েগো মারাদোনার মূর্তির পাশেই মেসির স্ট্যাচুটি শোভা পাবে কনমেবলের মিউজিয়ামে। (ছবি: ইনস্টাগ্রাম)

4 / 7
ওই সভায় মেসির হাতে একটি দণ্ড তুলে দিয়ে তাঁকে বিশ্ব ফুটবলের 'শাসক' বলে ঘোষণা করেছেন কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেস।(ছবি: ইনস্টাগ্রাম)

ওই সভায় মেসির হাতে একটি দণ্ড তুলে দিয়ে তাঁকে বিশ্ব ফুটবলের 'শাসক' বলে ঘোষণা করেছেন কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেস।(ছবি: ইনস্টাগ্রাম)

5 / 7
মেসির উদ্দেশে তিনি বলেন, "দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দেওয়া হল।"(ছবি: ইনস্টাগ্রাম)

মেসির উদ্দেশে তিনি বলেন, "দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দেওয়া হল।"(ছবি: ইনস্টাগ্রাম)

6 / 7
এদিকে অনন্য সম্মান পেয়ে আপ্লুত মেসি। বিশ্বকাপের রেপ্লিকা হাতে নিজেরই মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন হাসিমুখে। (ছবি: ইনস্টাগ্রাম)

এদিকে অনন্য সম্মান পেয়ে আপ্লুত মেসি। বিশ্বকাপের রেপ্লিকা হাতে নিজেরই মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন হাসিমুখে। (ছবি: ইনস্টাগ্রাম)

7 / 7
নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন, "কোনও দিন বিশ্বকাপ জিতব, স্বপ্নেও ভাবিনি। আমি যখন ছোট ছিলাম, তখন একটাই স্বপ্ন ছিল আমার, যা ভালোবাসি, সেটা উপভোগ করব। ইচ্ছে ছিল পেশাদার ফুটবলার হব। জীবনে এটাই হতে চেয়েছিলাম। ফুটবলের থেকে বেশি ভালোবাসা আর কিছু ঘিরেই ছিল না।"(ছবি: ইনস্টাগ্রাম)

নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন, "কোনও দিন বিশ্বকাপ জিতব, স্বপ্নেও ভাবিনি। আমি যখন ছোট ছিলাম, তখন একটাই স্বপ্ন ছিল আমার, যা ভালোবাসি, সেটা উপভোগ করব। ইচ্ছে ছিল পেশাদার ফুটবলার হব। জীবনে এটাই হতে চেয়েছিলাম। ফুটবলের থেকে বেশি ভালোবাসা আর কিছু ঘিরেই ছিল না।"(ছবি: ইনস্টাগ্রাম)

Next Photo Gallery