PSG: নেইমারের অ্যাসিস্ট থেকে মেসির গোল, জিতল পিএসজি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 19, 2022 | 4:12 PM

পিএসজির জার্সি গায়ে গোল করার থেকে গোল করানোর দিকে মন দিয়েছেন লিওনেল মেসি। রবিবার রাতে তাঁর একমাত্র গোলে জিতেছে পিএসজি।

1 / 5
পিএসজির জার্সি গায়ে গোল করার থেকে গোল করানোর দিকে মন দিয়েছেন লিওনেল মেসি। রবিবার রাতে তাঁর একমাত্র গোলে জিতেছে পিএসজি। (ছবি:টুইটার)

পিএসজির জার্সি গায়ে গোল করার থেকে গোল করানোর দিকে মন দিয়েছেন লিওনেল মেসি। রবিবার রাতে তাঁর একমাত্র গোলে জিতেছে পিএসজি। (ছবি:টুইটার)

2 / 5
লিগ ওয়ানের ম্যাচে ফ্রান্সের গ্রুপামা স্টেডিয়ামে লিয়ঁ-র বিরুদ্ধে ম্যাচ ছিল পিএসজি। যে দলে রয়েছে এম-এন-এম ত্রয়ী, তাঁদের বেশিক্ষণ আটকে রাখার সাধ্যি লিয়ঁ-র কোথায়?(ছবি:টুইটার)

লিগ ওয়ানের ম্যাচে ফ্রান্সের গ্রুপামা স্টেডিয়ামে লিয়ঁ-র বিরুদ্ধে ম্যাচ ছিল পিএসজি। যে দলে রয়েছে এম-এন-এম ত্রয়ী, তাঁদের বেশিক্ষণ আটকে রাখার সাধ্যি লিয়ঁ-র কোথায়?(ছবি:টুইটার)

3 / 5
ম্যাচের ষষ্ঠ মিনিটেই তার প্রমাণ মিলেছে। নেইমারের ক্রস থেকে লিও-র গোল মুহূর্তের মধ্যে এই দুইয়ের বার্সেলোনার কেমিস্ট্রিকে ফ্ল্যাশব্যাকে নিয়ে গেল।(ছবি:টুইটার)

ম্যাচের ষষ্ঠ মিনিটেই তার প্রমাণ মিলেছে। নেইমারের ক্রস থেকে লিও-র গোল মুহূর্তের মধ্যে এই দুইয়ের বার্সেলোনার কেমিস্ট্রিকে ফ্ল্যাশব্যাকে নিয়ে গেল।(ছবি:টুইটার)

4 / 5
ম্যাচের ওই একটাই গোল। এরপর আর লিয়ঁর জালে বল জড়াতে পারেনি পিএসজি। গোল শোধ করতে ব্যর্থ প্রতিপক্ষও। ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পিএসজি।(ছবি:টুইটার)

ম্যাচের ওই একটাই গোল। এরপর আর লিয়ঁর জালে বল জড়াতে পারেনি পিএসজি। গোল শোধ করতে ব্যর্থ প্রতিপক্ষও। ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পিএসজি।(ছবি:টুইটার)

5 / 5
লিগ ওয়ানে নেইমারের শততম ম্যাচ ছিল এদিন। ১০০টি ম্যাচে ১২১টি  গোলে অবদান রয়েছে নেইমারের। ৭৭টি গোল এবং ৪৪টি অ্যাসিস্ট।(ছবি:টুইটার)

লিগ ওয়ানে নেইমারের শততম ম্যাচ ছিল এদিন। ১০০টি ম্যাচে ১২১টি গোলে অবদান রয়েছে নেইমারের। ৭৭টি গোল এবং ৪৪টি অ্যাসিস্ট।(ছবি:টুইটার)

Next Photo Gallery