PSG: একাধিক পেনাল্টি মিসের পর চোট এমবাপের, শেষ অবধি জয় মেসির পিএসজির
Ligue 1: লিগ ওয়ানের ম্যাচে জয়ে ফিরল পিএসজি (PSG)। এর আগে ফরাসি লিগে রেনের বিরুদ্ধে হার ও রেমিসের বিরুদ্ধে ড্র করেছিল পিএসজি। এ বার পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসিরা। মন্টপেলিয়ারের (Montpellier) বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জিতেছে পিএসজি। যার ফলে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি।
Most Read Stories