Bangla NewsPhoto gallery Lionel Messi staying five star Paris hotel with pool private cinema and six trendy restaurants
মেসির প্যারিসের ঠিকানা
বার্সেলোনা (Barcelona) ছেড়ে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi) এখন প্যারিসের (Paris) বাসিন্দা। সপরিবারে মেসি এই মুহূর্তে প্যারিসের এক বিখ্যাত পাঁচ তারা হোটেলে (hotel) রয়েছেন। ফ্রান্সে যতদিন না বাড়ি কেনা হচ্ছে এলএম টেনের, ততদিন লে রয়্যাল মনসো (Le Royal Monceau) হোটেলই পরিবারকে নিয়ে থাকবেন তিনি। এই পাঁচ তারা হোটেলে একটি পুল, ব্যক্তিগত সিনেমা হল এবং সাইটে ছয়টি ট্রেন্ডি রেস্তোরাঁ রয়েছে। দেখুন ওই বিলাসবহুল হোটেলের কিছু ছবি...