বিখ্যাত আর্ক ডি ট্রাইম্ফে (Arc de Triomphe) স্মৃতিস্তম্ভের ঠিক পাশেই লে রয়্যাল মনসো পাঁচ তারা বিলাসবহুল হোটেলটি প্যারিসের প্রাণকেন্দ্র অ্যাভিনিউ হোচে (Avenue Hoche) অবস্থিত। (সৌজন্যে-টুইটার)
ফ্রান্সে যতদিন না বাড়ি কেনা হচ্ছে মেসির, ততদিন এই হোটেলেই থাকতে চলেছেন সপরিবারে মেসি। (সৌজন্যে-টুইটার)
লে রয়্যালল মনসো হোটেলটি চমৎকার খাবারের জন্য বেশ জনপ্রিয়। পাশাপাশি অত্যাধুনিক সুযোগ সুবিধাও রয়েছে।(সৌজন্যে-টুইটার)
এই বিলাসবহুল হোটেলটির প্রতি রাতে রুমে থাকার খরচ ৭০০ পাউন্ড (£700) (ভারতীয় মুদ্রায়- ৭২ হাজার ১২১ টাকা) থেকে শুরু। সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করে মেসির থাকার জন্য প্রতি রাতে খরচ পড়তে চলেছে ১৭ হাজার পাউন্ড। (সৌজন্যে-টুইটার)
২০১৭ সালে পিএসজিতে যোগ দেওয়ার সময় নেইমারও এই হোটেলেই ছিলেন। (সৌজন্যে-টুইটার)