জলের তলায় চলে যাওয়ার আগে ঘুরে নিন ভারতের এই ৭টি উপকূলবর্তী শহর!

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Aug 12, 2021 | 4:17 PM

বিশ্ব উষ্ণায়নের ঘটনা বিশ্বে নতুন নয়। এবার বিশ্ব উষ্ণায়ন নিয়েই একটি আশঙ্কাজনক রিপোর্ট প্রকাশ করল ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জস। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী ভারতে উপকূলবর্তী ১২টি শহর তলিয়ে যাবে জলের তলায়।

1 / 7
ভাউনগর: নাসা দ্বারা তৈরি করা শহরের তালিকার মধ্যে ২.৭০ ফুট জলের তলায় চলে যেতে পারে গুজরাতের ভাউনগর। তাই যত দ্রুত সম্ভব ঘুরে আসুন ১৭২৪ সালে প্রতিষ্ঠিত হওয়া এই শহরে, যা এক সময় রাজকীয় রাজ্য ভাউনগরের রাজধানী ছিল।

ভাউনগর: নাসা দ্বারা তৈরি করা শহরের তালিকার মধ্যে ২.৭০ ফুট জলের তলায় চলে যেতে পারে গুজরাতের ভাউনগর। তাই যত দ্রুত সম্ভব ঘুরে আসুন ১৭২৪ সালে প্রতিষ্ঠিত হওয়া এই শহরে, যা এক সময় রাজকীয় রাজ্য ভাউনগরের রাজধানী ছিল।

2 / 7
চেন্নাই: দক্ষিণ ভারতের অন্যতম অর্থনৈতিক ও শিক্ষা কেন্দ্র হওয়ায় চেন্নাই শীর্ষ স্থান দখল করে রয়েছে। তার পাশাপাশি তামিলনাড়ুর এই শহরে রয়েছে একাধিক ভ্রমণস্থান। তাই এই শহরে বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়ার আগেই ঘুরে আসুন।

চেন্নাই: দক্ষিণ ভারতের অন্যতম অর্থনৈতিক ও শিক্ষা কেন্দ্র হওয়ায় চেন্নাই শীর্ষ স্থান দখল করে রয়েছে। তার পাশাপাশি তামিলনাড়ুর এই শহরে রয়েছে একাধিক ভ্রমণস্থান। তাই এই শহরে বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়ার আগেই ঘুরে আসুন।

3 / 7
কোচিন: ভারত তথা কেরালার অন্যতম উপকূলবর্তী শহর কোচিন, যা ২.৩২ ফুট জলের তলায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের তালিকাতেও এই শহরের নাম রয়েছে, তার সাথে রয়েছে কেরালার সংস্কৃতি ও সি ফুড। তাই দেরি না করে ঘুরে আসা উচিত এই শহরে।

কোচিন: ভারত তথা কেরালার অন্যতম উপকূলবর্তী শহর কোচিন, যা ২.৩২ ফুট জলের তলায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের তালিকাতেও এই শহরের নাম রয়েছে, তার সাথে রয়েছে কেরালার সংস্কৃতি ও সি ফুড। তাই দেরি না করে ঘুরে আসা উচিত এই শহরে।

4 / 7
ম্যাঙ্গালোর: মূলত অফবিট ডেস্টিনেশন হিসাবেই পরিচিত কর্ণাটকের এই উপকূলবর্তী শহর। দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে ছুটে নিয়ে দু'দিনের জন্য ঘুরে আসতে পারেন ম্যাঙ্গালোর।

ম্যাঙ্গালোর: মূলত অফবিট ডেস্টিনেশন হিসাবেই পরিচিত কর্ণাটকের এই উপকূলবর্তী শহর। দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে ছুটে নিয়ে দু'দিনের জন্য ঘুরে আসতে পারেন ম্যাঙ্গালোর।

5 / 7
মুম্বই: ভারতের উপকূলবর্তী শহরগুলির মধ্যে সবার আগে নাম উঠে আসে মুম্বইয়ের। বর্ষাকালে মুম্বইয়ের সৌন্দর্য্য শব্দে ব্যাখ্যা করা যায় না। অন্যদিকে, আরব সাগরের তীরে অবস্থিত এই শহর বিশ্ব উষ্ণায়নের শিকার। তাই সুযোগ হাতছাড়া হওয়ার আগেই ঘুরে আসুন মুম্বই।

মুম্বই: ভারতের উপকূলবর্তী শহরগুলির মধ্যে সবার আগে নাম উঠে আসে মুম্বইয়ের। বর্ষাকালে মুম্বইয়ের সৌন্দর্য্য শব্দে ব্যাখ্যা করা যায় না। অন্যদিকে, আরব সাগরের তীরে অবস্থিত এই শহর বিশ্ব উষ্ণায়নের শিকার। তাই সুযোগ হাতছাড়া হওয়ার আগেই ঘুরে আসুন মুম্বই।

6 / 7
পারাদ্বীপ: ভারত মহাসাগরের জলের স্তর যে দ্রুত পরিমাণে বাড়ছে তাতে সুরক্ষিত নয় পারাদ্বীপও। ১.৯৩ ফুট জলের তলায় যাওয়ার সম্ভাবনা রয়েছে ওড়িশার এই শহরেরও। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নজর কেড়েছে পারাদ্বীপ বন্দর। তাই ছুটি কাটিয়ে আসতে পারেন এই শহরেও।

পারাদ্বীপ: ভারত মহাসাগরের জলের স্তর যে দ্রুত পরিমাণে বাড়ছে তাতে সুরক্ষিত নয় পারাদ্বীপও। ১.৯৩ ফুট জলের তলায় যাওয়ার সম্ভাবনা রয়েছে ওড়িশার এই শহরেরও। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নজর কেড়েছে পারাদ্বীপ বন্দর। তাই ছুটি কাটিয়ে আসতে পারেন এই শহরেও।

7 / 7
বিশাখাপত্তনম: অন্ধ্রপ্রদেশের ভ্রমণস্থান হিসাবে প্রথমেই নজর কাড়ে বিশাখাপত্তনম, অন্যদিকে ভাইজ্যাক নামেও পরিচিত এই উপকূলবর্তী শহর। বিশাখাপত্তনমের সমুদ্র সৈকত যে খুবই সুন্দর এই বিষয়ে কোনও দ্বন্ধ নেই। তাই এই শহর ১.৭৭ ফুট জলের তলায় যাওয়ার আগেই উপভোগ করে নিন বিশাখাপত্তনমের সমুদ্র সৈকত।

বিশাখাপত্তনম: অন্ধ্রপ্রদেশের ভ্রমণস্থান হিসাবে প্রথমেই নজর কাড়ে বিশাখাপত্তনম, অন্যদিকে ভাইজ্যাক নামেও পরিচিত এই উপকূলবর্তী শহর। বিশাখাপত্তনমের সমুদ্র সৈকত যে খুবই সুন্দর এই বিষয়ে কোনও দ্বন্ধ নেই। তাই এই শহর ১.৭৭ ফুট জলের তলায় যাওয়ার আগেই উপভোগ করে নিন বিশাখাপত্তনমের সমুদ্র সৈকত।

Next Photo Gallery