কাতারে সদলবলে উপস্থিত লিওনেল মেসির পরিবার। কাতারের স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টিনা এবং মেসির জন্য গলা ফাটাচ্ছেন আন্তোনেলা রোকুজ্জো এবং তিন সন্তান। (ছবি:ইনস্টাগ্রাম)
সৌদি আরবের বিরুদ্ধে আর্জেন্টিনার অঘটনের হারের প্রভাব পড়েছিল মেসির পরিবারের উপরও। বিশ্বকাপ থেকে দেশ ছিটকে গিয়েছে ভেবে কাঁদতে শুরু করে মেসির মেজ ছেলে মাতেও। অসুস্থ হয়ে পড়েছিল সে।(ছবি:ইনস্টাগ্রাম)
মেক্সিকোর বিরুদ্ধে পরের ম্যাচেই ম্যাজিক। মেক্সিকোকে হারিয়ে ছেলেদের মুখে হাসি ফোটান লিও। সাক্ষাৎকারে সে কথা ফাঁস করেছেন তিনি।(ছবি:ইনস্টাগ্রাম)
পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছিল মরণ-বাঁচন পরিস্থিতি। লিও পেনাল্টি মিস করলেও ম্য়াচটি ২-০ গোলে জিতে নকআউটে পা রেখেছে আকাশী-সাদা জার্সিধারীরা। মেসিকে চিয়ার করার জন্য গ্যালারিতে উজ্জ্বল উপস্থিতি আন্তোনেলা এবং তাঁর তিন ছেলের।(ছবি:ইনস্টাগ্রাম)
ম্যাচের পর মেসি বলেন, "ওরা আর্জেন্টিনার আর পাঁচটা সমর্থকের মতোই। জাতীয় দলের সাফল্য, জয় উদযাপন করে। আজকের ম্যাচ দেখতে আসা আর্জেন্টাইন সমর্থকদের মতো ওরাও ভীষণ খুশি।" (ছবি:ইনস্টাগ্রাম)