AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেখুন গ্যালারি: বলিউডের ৭ ছবি যাঁর প্রেক্ষাপট ১৯৯৮ সালের কারগিল যুদ্ধ!

Kargil War: ২৬ জুলাই, ২০২১। কারগিল বিজয় দিবস। ১৯৯৯ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধের ২২ বছর পূর্ণ হল। দেশকে বাঁচাতে বহু সৈন্যরা শহীদ হয়েছিলেন। তাঁদের শ্রদ্ধা জানাতে বেশ কিছু বলিউড ছবি তৈরি হয়েছে। আজকের গ্যালারিতে দেখে নেওয়া যাক সে সব ছবি।

| Edited By: | Updated on: Jul 26, 2021 | 3:00 PM
Share
এলওসি কারগিল— জে পি দত্ত পরিচালিত ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, আইয়ুব খান, সুনীল শেট্টি, সইফ আলি খান, অভিষেক বচ্চন প্রমুখ। অপারেশন বিজয় অবলম্বনে নির্মিত ছবি। কারগিলের ভারতীয় সৈন্যদের কাহিনী এবং পাকিস্তানের বিরুদ্ধে তাদের যুদ্ধের উপর ভিত্তি করে, এটি বিশ্বের দীর্ঘতম অনস্ক্রিন ছবি। চার ঘন্টা পনেরো মিনিটের স্ক্রিনপ্লে রয়েছে।

এলওসি কারগিল— জে পি দত্ত পরিচালিত ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, আইয়ুব খান, সুনীল শেট্টি, সইফ আলি খান, অভিষেক বচ্চন প্রমুখ। অপারেশন বিজয় অবলম্বনে নির্মিত ছবি। কারগিলের ভারতীয় সৈন্যদের কাহিনী এবং পাকিস্তানের বিরুদ্ধে তাদের যুদ্ধের উপর ভিত্তি করে, এটি বিশ্বের দীর্ঘতম অনস্ক্রিন ছবি। চার ঘন্টা পনেরো মিনিটের স্ক্রিনপ্লে রয়েছে।

1 / 7
লক্ষ্য—একজন নির্লিপ্ত ছেলে (হৃতিক রোশন) যার জীবন ভারতীয় সেনাবাহিনীতে নাম লেখানোর পরে হঠাৎ বদলে যায়। সীমানা অতিক্রমকারী পাকিস্তান সেনাবাহিনীর উপরে আক্রমণ এবং এক পর্বতের চূড়া ছুঁতে ফেলার সাফল্যকে ক্যামেরাবন্দি করেন পরিচালক ফারহান আখতার।

লক্ষ্য—একজন নির্লিপ্ত ছেলে (হৃতিক রোশন) যার জীবন ভারতীয় সেনাবাহিনীতে নাম লেখানোর পরে হঠাৎ বদলে যায়। সীমানা অতিক্রমকারী পাকিস্তান সেনাবাহিনীর উপরে আক্রমণ এবং এক পর্বতের চূড়া ছুঁতে ফেলার সাফল্যকে ক্যামেরাবন্দি করেন পরিচালক ফারহান আখতার।

2 / 7
ধূপ—পারিবারিক নাটকটি ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় শহীদ হওয়া ক্যাপ্টেন অনুজ নাইয়ারের পরিবার থেকে অনুপ্রাণিত হয়েছিল। অভিনয়ে ছিলেন সঞ্জয় সুরি, ওম পুরী, রেভান্থা, গুল পানাগ প্রমুখ।

ধূপ—পারিবারিক নাটকটি ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় শহীদ হওয়া ক্যাপ্টেন অনুজ নাইয়ারের পরিবার থেকে অনুপ্রাণিত হয়েছিল। অভিনয়ে ছিলেন সঞ্জয় সুরি, ওম পুরী, রেভান্থা, গুল পানাগ প্রমুখ।

3 / 7
স্টাম্পড— ফিল্মটিতে  ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ এবং একই সময়ে চলা ক্রিকেট বিশ্বকাপের মধ্যে একটি সমান্তরাল চিত্র আঁকা হয়েছে। অভিনেতা রবীনা ট্যান্ডন একজন সেনা কর্মকর্তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যাঁর স্বামী যুদ্ধের ময়দানে নিখোঁজ হয়েছেন বলে ঘোষণা করা হয়।

স্টাম্পড— ফিল্মটিতে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ এবং একই সময়ে চলা ক্রিকেট বিশ্বকাপের মধ্যে একটি সমান্তরাল চিত্র আঁকা হয়েছে। অভিনেতা রবীনা ট্যান্ডন একজন সেনা কর্মকর্তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যাঁর স্বামী যুদ্ধের ময়দানে নিখোঁজ হয়েছেন বলে ঘোষণা করা হয়।

4 / 7
মৌসম— হ্যারি (শহীদ কাপুর) এবং আয়াত (সোনম কাপুর) এর মধ্যে এই প্রেমের গল্পটি কারিগিল যুদ্ধের পটভূমি সহ একটি কামিং এজ ড্রামা ছিল। পরিচালনার দায়িত্বে ছিলেন শাহিদের পিতা পঙ্কজ কাপুর।

মৌসম— হ্যারি (শহীদ কাপুর) এবং আয়াত (সোনম কাপুর) এর মধ্যে এই প্রেমের গল্পটি কারিগিল যুদ্ধের পটভূমি সহ একটি কামিং এজ ড্রামা ছিল। পরিচালনার দায়িত্বে ছিলেন শাহিদের পিতা পঙ্কজ কাপুর।

5 / 7
ট্যাঙ্গো চার্লি— অজয় দেবগণ এবং ববি দেওল অভিনীত এই ছবিটির বিভিন্ন যুদ্ধকে তুলে ধরে। ববি দেওলের পুলিশি নিয়োগের এক যাত্রা তুলে ধরা হয়েছে তবে শেষাংশে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের উপর ভিত্তি করে ছবিটি নির্মিত হয়েছে। ছবিটি পরিচালনা করেন মণিশঙ্কর।

ট্যাঙ্গো চার্লি— অজয় দেবগণ এবং ববি দেওল অভিনীত এই ছবিটির বিভিন্ন যুদ্ধকে তুলে ধরে। ববি দেওলের পুলিশি নিয়োগের এক যাত্রা তুলে ধরা হয়েছে তবে শেষাংশে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের উপর ভিত্তি করে ছবিটি নির্মিত হয়েছে। ছবিটি পরিচালনা করেন মণিশঙ্কর।

6 / 7
শেরশাহ—বিষ্ণু বর্ধন পরিচালিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। ছবিটি ভারতীয় সেনা কর্মকর্তা ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন অবলম্বনে নির্মিত। ১২ অগাস্ট অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবি।

শেরশাহ—বিষ্ণু বর্ধন পরিচালিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। ছবিটি ভারতীয় সেনা কর্মকর্তা ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন অবলম্বনে নির্মিত। ১২ অগাস্ট অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবি।

7 / 7