Champions League: সালাহর জোড়া গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে জয় লিভারপুলের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 20, 2021 | 4:28 PM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) গ্রুপ 'বি'-র ম্যাচে আতলাতিকো মাদ্রিদ (Atletico Madrid) ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হেরেছে লিভারপুলের (Liverpool) কাছে। দুই দলের দুই তারকা করলেন জোড়া গোল। এক জনের কপালে জুটল রেকর্ড। অপর জনের কপালে লাল কার্ড। আতলাতিকো মাদ্রিদের আতোয়াঁ গ্রিজম্যান (Antoine Griezmann) জোড়া গোল করলেও ৫২ মিনিটে লাল কার্ড দেখেন। অন্যদিকে মাদ্রিদের বিরুদ্ধে জোড়া গোল করে রেকর্ড গড়েছেন মিশরের রাজপুত্র মহম্মদ সালাহ। এই ম্যাচে জয়ের পর লিগ টেবলের শীর্ষে লিভারপুল। দু নম্বরে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।

1 / 5
ম্যাচের বয়স যখন ৮ মিনিট, তখন রবার্টসনের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মহম্মদ সালাহ। (ছবি-লিভারপুল টুইটার)

ম্যাচের বয়স যখন ৮ মিনিট, তখন রবার্টসনের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মহম্মদ সালাহ। (ছবি-লিভারপুল টুইটার)

2 / 5
১৩ মিনিটে নবি কেইটার (Naby Keita) ভলিতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। (ছবি-লিভারপুল)

১৩ মিনিটে নবি কেইটার (Naby Keita) ভলিতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। (ছবি-লিভারপুল)

3 / 5
শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়েও, প্রথমার্ধেই (২০ মিনিট ও ৩৪ মিনিট) জোড়া গোল করে দলকে সমতায় ফেরান আতোয়াঁ গ্রিজম্যান। তবে ৫২ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। (ছবি- আতলেতিকো মাদ্রিদ টুইটার)

শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়েও, প্রথমার্ধেই (২০ মিনিট ও ৩৪ মিনিট) জোড়া গোল করে দলকে সমতায় ফেরান আতোয়াঁ গ্রিজম্যান। তবে ৫২ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। (ছবি- আতলেতিকো মাদ্রিদ টুইটার)

4 / 5
ম্যাচের ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জেতান মিশরের রাজপুত্র সালাহ। (ছবি-লিভারপুল টুইটার)

ম্যাচের ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জেতান মিশরের রাজপুত্র সালাহ। (ছবি-লিভারপুল টুইটার)

5 / 5
আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে জোড়া গোলের সুবাদে লিভারপুল প্রথম ফুটবলার হিসাবে সালাহ টানা নয় ম্যাচে গোল করলেন। পাশাপাশি এই ম্যাচে জোড়া গোল করে তিনি স্টিভেন জেরার্ডকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের সর্বোচ্চ গোলদাতাও (৩১) হলেন। (ছবি-লিভারপুল টুইটার)

আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে জোড়া গোলের সুবাদে লিভারপুল প্রথম ফুটবলার হিসাবে সালাহ টানা নয় ম্যাচে গোল করলেন। পাশাপাশি এই ম্যাচে জোড়া গোল করে তিনি স্টিভেন জেরার্ডকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের সর্বোচ্চ গোলদাতাও (৩১) হলেন। (ছবি-লিভারপুল টুইটার)

Next Photo Gallery