Match Green Tea: সাধারণ গ্রিন টি নয়, এবার এই গ্রিন টি খাওয়া শুরু করুন!
TV9 Bangla Digital | Edited By: megha
Oct 20, 2021 | 4:05 PM
মাচা গ্রিন টি জাপানের বেশ জনপ্রিয়। বর্তমানে এই চা ভারতেও জনপ্রিয়তা অর্জন করেছে। এই চা পান করেও এবং ত্বকের ওপর প্রয়োগ করেও আপনি এই চায়ের উপকারিতাগুলি গ্রহণ করতে পারেন...
1 / 6
এটি সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে চুল ও ত্বককে রক্ষা করে। এটি ত্বকের অকাল বার্ধক্য এবং চুলকে ধূসর হওয়া থেকে প্রতিরোধ করে।
2 / 6
মাচা ৬০ শতাংশ ক্যাটেচিন দ্বারা সমৃদ্ধ যা হল এক প্রকার শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বককে ডিটক্স করতে সাহায্য করে।
3 / 6
বেদানা ও বেরির থেকের বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে মাচা চায়ের মধ্যে, এই কারণে এটি একাধিক রোগের সঙ্গে লড়াই করতে সহায়ক। বিশেষত এটি কার্ডিওভাসকুলার স্বাস্থ্য এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক।
4 / 6
পলিফেনল এবং ক্যাটেচিন সমৃদ্ধ মাচা মানসিক স্বাস্থ্যেও দারুণ প্রভাব ফেলে। এটি রিল্যাক্স করতে সাহায্য করে।
5 / 6
এটি ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভাইরাল সংক্রমণের মতো বিভিন্ন অবস্থা প্রতিরোধ করে এবং তার চিকিৎসায় সহায়তা করে। তার সঙ্গে গড়ে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতা।
6 / 6
ব্রণর ক্ষেত্রেও সহায়ক মাচা গ্রিন টি। এই চা ত্বকের প্রাকৃতিক সেবামকে বজায় রাখে তার সঙ্গে ত্বকের যাবতীয় সংক্রমণ হ্রাস করে।