Premier League: ব্রাইটনকে হারিয়ে সিটির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে লিভারপুল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 12, 2022 | 8:43 PM

ব্রাইটনের (Brighton) ঘরের মাঠে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে শনিবার ২-০ গোলে জিতল লিভারপুল (Liverpool)। দুই অর্ধেই গোলের দেখা পেয়েছে রেডসরা। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান কমালেন সালহারা। বলা ভালো গুয়ার্দিওলার দলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ক্লপের ছেলেরা। সমপরিমান ম্যাচে খেলে ৬৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের মগডালে এখনও রয়েছে ম্যান সিটি।

1 / 5
ম্যাচের ১৯ মিনিটে জোয়েল মাতিপের পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন লুইস দিয়াজ (Luis Diaz)। (ছবি-লিভারপুল টুইটার)

ম্যাচের ১৯ মিনিটে জোয়েল মাতিপের পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন লুইস দিয়াজ (Luis Diaz)। (ছবি-লিভারপুল টুইটার)

2 / 5
ঘরের মাঠে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্থ শেষ করে ব্রাইটন। (ছবি-লিভারপুল টুইটার)

ঘরের মাঠে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্থ শেষ করে ব্রাইটন। (ছবি-লিভারপুল টুইটার)

3 / 5
দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মিশরের রাজপুত্র মহম্মদ সালহা (Mohamed Salah)। (ছবি-লিভারপুল টুইটার)

দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মিশরের রাজপুত্র মহম্মদ সালহা (Mohamed Salah)। (ছবি-লিভারপুল টুইটার)

4 / 5
বিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে ৫০টি গোল করা তৃতীয় লিভারপুলের প্লেয়ার হলেন মহম্মদ সালহা। (ছবি-অ্যানফিল্ড ওয়াচ টুইটার)

বিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে ৫০টি গোল করা তৃতীয় লিভারপুলের প্লেয়ার হলেন মহম্মদ সালহা। (ছবি-অ্যানফিল্ড ওয়াচ টুইটার)

5 / 5
শনিবার ব্রাইটনের বিরুদ্ধে সালহার দ্বিতীয়ার্ধের গোলটি প্রিমিয়ার লিগে লিভারপুলের ২০০০তম গোল। (ছবি-লিভারপুল টুইটার)

শনিবার ব্রাইটনের বিরুদ্ধে সালহার দ্বিতীয়ার্ধের গোলটি প্রিমিয়ার লিগে লিভারপুলের ২০০০তম গোল। (ছবি-লিভারপুল টুইটার)

Next Photo Gallery