Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPL: গোল না করেই বছর শেষে জয় উপহার পেল লিভারপুল

ছেড়েছে লিভারপুল। সোজা করে বললে বছর শেষে মহম্মদ সালাহদের জয় উপহার দিয়েছে লেস্টার সিটি।

| Edited By: | Updated on: Dec 31, 2022 | 4:10 PM
বাইশের শেষে ইপিএলের (EPL) ম্যাচে কোনও গোল না করেই অ্যানফিল্ড থেকে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন মহম্মদ সালাহরা। (ছবি- লিভারপুল টুইটার)

বাইশের শেষে ইপিএলের (EPL) ম্যাচে কোনও গোল না করেই অ্যানফিল্ড থেকে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন মহম্মদ সালাহরা। (ছবি- লিভারপুল টুইটার)

1 / 7
ম্যাচের ৪ মিনিটের মাথায় ডাকার পাস থেকে গোল করে লেস্টার সিটিকে এগিয়ে দেন কির্নান ডিউজবুরি-হাল। (ছবি- লিভারপুল টুইটার)

ম্যাচের ৪ মিনিটের মাথায় ডাকার পাস থেকে গোল করে লেস্টার সিটিকে এগিয়ে দেন কির্নান ডিউজবুরি-হাল। (ছবি- লিভারপুল টুইটার)

2 / 7
শুরুতেই ১-০ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর, লিভারপুলকে সমতায় ফেরানোর জন্য মরিয়া চেষ্টা করতে থাকেন মহম্মদ সালাহরা। ২৭ মিনিটের মাথায় একবার বল জালে জড়িয়ে দেন সালাহ। তবে অফসাইডে সেটি বাতিলও হয়ে যায়। (ছবি- লিভারপুল টুইটার)

শুরুতেই ১-০ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর, লিভারপুলকে সমতায় ফেরানোর জন্য মরিয়া চেষ্টা করতে থাকেন মহম্মদ সালাহরা। ২৭ মিনিটের মাথায় একবার বল জালে জড়িয়ে দেন সালাহ। তবে অফসাইডে সেটি বাতিলও হয়ে যায়। (ছবি- লিভারপুল টুইটার)

3 / 7
৩৮ মিনিটের মাথায় লিভারপুলকে সমতায় ফেরান ভাউট ফায়েস। আর্নল্ডের শট ঠেকাতে পা বাড়িয়েছিলেন ফায়েস। কিন্তু বল তাঁর পায়ে লেগে গোলকিপারের ওপর দিয়ে গিয়ে জালে জড়িয়ে যায়। ফায়েসের ভুলে সমতায় ফেরে লিভারপুল। (ছবি-টুইটার)

৩৮ মিনিটের মাথায় লিভারপুলকে সমতায় ফেরান ভাউট ফায়েস। আর্নল্ডের শট ঠেকাতে পা বাড়িয়েছিলেন ফায়েস। কিন্তু বল তাঁর পায়ে লেগে গোলকিপারের ওপর দিয়ে গিয়ে জালে জড়িয়ে যায়। ফায়েসের ভুলে সমতায় ফেরে লিভারপুল। (ছবি-টুইটার)

4 / 7
প্রথমার্ধ শেষ হওয়ার মুখে, ৪৫ মিনিটের মাথায় ফের ভাউটের আত্মঘাতী গোল। এ বার ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। (ছবি-টুইটার)

প্রথমার্ধ শেষ হওয়ার মুখে, ৪৫ মিনিটের মাথায় ফের ভাউটের আত্মঘাতী গোল। এ বার ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। (ছবি-টুইটার)

5 / 7
এই নিয়ে চতুর্থ বার প্রিমিয়ার লিগের এক ম্যাচে এক ফুটবলার দু'টি আত্মঘাতী গোল করলেন। এর আগে প্রিমিয়ার লিগের ম্যাচে দু'টি আত্মঘাতী করা ফুটবলাররা হলেন- জ্যামি ক্যারাঘার (১৯৯৯, লিভারপুল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), মাইকেল প্রক্টর (২০০৩, সান্দারল্যান্ড বনাম চার্লটন) ও জনাথন ওয়াল্টার্স (২০১৩, স্টোক সিটি বনাম চেলসি)। (ছবি-টুইটার)

এই নিয়ে চতুর্থ বার প্রিমিয়ার লিগের এক ম্যাচে এক ফুটবলার দু'টি আত্মঘাতী গোল করলেন। এর আগে প্রিমিয়ার লিগের ম্যাচে দু'টি আত্মঘাতী করা ফুটবলাররা হলেন- জ্যামি ক্যারাঘার (১৯৯৯, লিভারপুল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), মাইকেল প্রক্টর (২০০৩, সান্দারল্যান্ড বনাম চার্লটন) ও জনাথন ওয়াল্টার্স (২০১৩, স্টোক সিটি বনাম চেলসি)। (ছবি-টুইটার)

6 / 7
দ্বিতীয়ার্ধে দুই দলের কোনও ফুটবলার আর গোল করতে পারেননি। যে কারণে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন মো সালাহরা। (ছবি- লিভারপুল টুইটার)

দ্বিতীয়ার্ধে দুই দলের কোনও ফুটবলার আর গোল করতে পারেননি। যে কারণে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন মো সালাহরা। (ছবি- লিভারপুল টুইটার)

7 / 7
Follow Us: