এই নিয়ে চতুর্থ বার প্রিমিয়ার লিগের এক ম্যাচে এক ফুটবলার দু'টি আত্মঘাতী গোল করলেন। এর আগে প্রিমিয়ার লিগের ম্যাচে দু'টি আত্মঘাতী করা ফুটবলাররা হলেন- জ্যামি ক্যারাঘার (১৯৯৯, লিভারপুল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), মাইকেল প্রক্টর (২০০৩, সান্দারল্যান্ড বনাম চার্লটন) ও জনাথন ওয়াল্টার্স (২০১৩, স্টোক সিটি বনাম চেলসি)। (ছবি-টুইটার)