LML Star: 30 বছর পর ‘স্টার’ ই-স্কুটার দিয়ে কামব্যাক করছে LML, মাত্র 22 পয়সা খরচে চলবে 1 Km

Auto Expo 2023 ইভেন্টে LML Star ইলেকট্রিক স্কুটারের একঝলক দেখানো হয়েছে। চলতি বছরেই স্কুটারটি লঞ্চ হবে। বুকিং ইতিমধ্যেই আরম্ভ হয়ে গিয়েছে। দাম কত হতে পারে, ফিচার কেমন, এই সব তথ্য জেনে নিন।

| Edited By: | Updated on: Jan 12, 2023 | 8:38 PM
বহু বছর পর কামব্যাক করছে LML। এবার ইলেকট্রিক অবতারে এক সময়ের জনপ্রিয় স্কুটার প্রস্তুতকারক সংস্থাটি ভারতে ফিরছে। উত্তর প্রদেশের নয়ডায় অনুষ্ঠিত হচ্ছে Auto Expo 2023। সেখানেই LML তাদের ইলেকট্রিক স্কুটারের এক ঝলক দেখিয়েছে।

বহু বছর পর কামব্যাক করছে LML। এবার ইলেকট্রিক অবতারে এক সময়ের জনপ্রিয় স্কুটার প্রস্তুতকারক সংস্থাটি ভারতে ফিরছে। উত্তর প্রদেশের নয়ডায় অনুষ্ঠিত হচ্ছে Auto Expo 2023। সেখানেই LML তাদের ইলেকট্রিক স্কুটারের এক ঝলক দেখিয়েছে।

1 / 8
Auto Expo 2023-এর দ্বিতীয় দিনে লোহিয়া মেশিনারি লিমিটেড (LML) তার প্রথম ই-স্কুটার LML Star-এর পর্দা উন্মোচন করেছে। ফিউচারিস্টিক ডিজ়াইন ও ফিচার্স দেওয়া হয়েছে ইলেকট্রিক স্কুটারটিতে। ই-স্কুটারটি তার অনন্য লুক ও ডিজ়াইনের কারণে অটো এক্সপো-তে বহু মানুষের নজর কেড়েছে।

Auto Expo 2023-এর দ্বিতীয় দিনে লোহিয়া মেশিনারি লিমিটেড (LML) তার প্রথম ই-স্কুটার LML Star-এর পর্দা উন্মোচন করেছে। ফিউচারিস্টিক ডিজ়াইন ও ফিচার্স দেওয়া হয়েছে ইলেকট্রিক স্কুটারটিতে। ই-স্কুটারটি তার অনন্য লুক ও ডিজ়াইনের কারণে অটো এক্সপো-তে বহু মানুষের নজর কেড়েছে।

2 / 8
ওই ইভেন্ট থেকেই সংস্থা LML Star ইলেকট্রিক স্কুটারের বুকিং উইন্ডোও খুলে দিয়েছে। যদিও এই ই-স্কুটার বুক করতে কাস্টমারদের কত টাকা খরচ করতে হবে সে বিষয়ে কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই ইলেকট্রিক স্কুটারটি বুক করা যাবে।

ওই ইভেন্ট থেকেই সংস্থা LML Star ইলেকট্রিক স্কুটারের বুকিং উইন্ডোও খুলে দিয়েছে। যদিও এই ই-স্কুটার বুক করতে কাস্টমারদের কত টাকা খরচ করতে হবে সে বিষয়ে কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই ইলেকট্রিক স্কুটারটি বুক করা যাবে।

3 / 8
হাই-টেক কিছু ফিচার্স রয়েছে এই LML Star E-Scooterটিতে। রয়েছে 360 ডিগ্রি ক্যামেরা, যার সাহায্যে ই-স্কুটারের পিছনের গাড়িগুলিকে দেখা যাবে। এছাড়া ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, রিভার্স পার্ক অ্যাসিস্ট, হিল হোল্ড অ্যাসিস্ট, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, টিউবলেস টায়ারের মতো জরুরি বৈশিষ্ট্যগুলিও রয়েছে। এই সেগমেন্টে এটিই প্রথম কোনও ইলেকট্রিক স্কুটার, যাতে 360 ডিগ্রি ভিউ ক্যামেরা রয়েছে।

হাই-টেক কিছু ফিচার্স রয়েছে এই LML Star E-Scooterটিতে। রয়েছে 360 ডিগ্রি ক্যামেরা, যার সাহায্যে ই-স্কুটারের পিছনের গাড়িগুলিকে দেখা যাবে। এছাড়া ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, রিভার্স পার্ক অ্যাসিস্ট, হিল হোল্ড অ্যাসিস্ট, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, টিউবলেস টায়ারের মতো জরুরি বৈশিষ্ট্যগুলিও রয়েছে। এই সেগমেন্টে এটিই প্রথম কোনও ইলেকট্রিক স্কুটার, যাতে 360 ডিগ্রি ভিউ ক্যামেরা রয়েছে।

4 / 8
ভবিষ্যত প্রজন্মের নকশা থাকার কারণে স্কুটারটি লুকে অনবদ্য। সাদা ও কালো রঙের ডুয়াল টোন দেওয়া হয়েছে। LED লাইট ব্যবহৃত হয়েছে, যার সঙ্গে LED DRLগুলিও যুক্ত। স্কুটারের সামনের দিকে রয়েছে রাউন্ড শেপ লাইট, তার সঙ্গে রাউন্ড শেপ LED প্রজেক্টর লাইটও লাগানো হয়েছে।

ভবিষ্যত প্রজন্মের নকশা থাকার কারণে স্কুটারটি লুকে অনবদ্য। সাদা ও কালো রঙের ডুয়াল টোন দেওয়া হয়েছে। LED লাইট ব্যবহৃত হয়েছে, যার সঙ্গে LED DRLগুলিও যুক্ত। স্কুটারের সামনের দিকে রয়েছে রাউন্ড শেপ লাইট, তার সঙ্গে রাউন্ড শেপ LED প্রজেক্টর লাইটও লাগানো হয়েছে।

5 / 8
LML Star ইলেকট্রিক স্কুটারের সামনে ও পিছনে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক দিয়েছে, তার সঙ্গে E ABS-ও যুক্ত। এই ইলেকট্রিক স্কুটারের আর একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তার 10 ইঞ্চির অ্যালয় হুইল।

LML Star ইলেকট্রিক স্কুটারের সামনে ও পিছনে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক দিয়েছে, তার সঙ্গে E ABS-ও যুক্ত। এই ইলেকট্রিক স্কুটারের আর একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তার 10 ইঞ্চির অ্যালয় হুইল।

6 / 8
LML Star ইলেকট্রিক স্কুটারটি একবার বাজারে এসে গেলেই TVS iQube, Ola S1, Bajaj Chetak, Ather 450X এবং Okinawa Okhi 90-এর মতো এই মুহূর্তে ভারতের জনপ্রিয় ই-স্কুটারগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

LML Star ইলেকট্রিক স্কুটারটি একবার বাজারে এসে গেলেই TVS iQube, Ola S1, Bajaj Chetak, Ather 450X এবং Okinawa Okhi 90-এর মতো এই মুহূর্তে ভারতের জনপ্রিয় ই-স্কুটারগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

7 / 8
এখন এই LML স্টার ইলেকট্রিক স্কুটারের দাম কত হতে পারে, সে বিষয়ে কোনও তথ্য সংস্থাটি জানায়নি। তবে এর আগে একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছিল, LML Star ইলেকট্রিক স্কুটারের দাম হতে পারে 1 লাখ টাকা (এক্স-শোরুম)।

এখন এই LML স্টার ইলেকট্রিক স্কুটারের দাম কত হতে পারে, সে বিষয়ে কোনও তথ্য সংস্থাটি জানায়নি। তবে এর আগে একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছিল, LML Star ইলেকট্রিক স্কুটারের দাম হতে পারে 1 লাখ টাকা (এক্স-শোরুম)।

8 / 8
Follow Us: