Bollywood Action Actresses: নায়িকাদের ‘হেল্প-হেল্প’ বলা সিন এখন অতীত! তাঁরাও এখন অ্যাকশনে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 27, 2022 | 1:49 PM

Actresses in Action: সামনেই দুর্গাপুজো। মা দুর্গাও তো একা হাতে অসুরদের বধ করেছিলেন। বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁদের ক্ষমতা অনেকটাই। লাস্য়ময়ী নায়িকারা নাচের বাইরেও মারামারি করতে সিদ্ধহস্ত।

1 / 6
একট সময় ছিল যখন চিত্রনাট্য লেখা হত কোনও নায়িকাকে গুন্ডা ধরেছে এবং তাকে বাঁচাতে এসেছে নায়ক। নায়ক নির্ভর মারামারির দৃশ্য থাকত এবং নায়িকারা কেবলই মোমের পুতুল। কিন্তু দিন পাল্টেছে। পুরুষ অভিনেতাদের মতো মহিলা অভিনেতারাও এখন জমিয়ে অ্যাকশন করেন বড় পর্দায়। ভিলেনকে ধরাশায়ী করেন, মারপিঠ করেন। এ কী নতুন কিছু! সামনেই দুর্গাপুজো। মা দুর্গাও তো একা হাতে অসুরদের বধ করেছিলেন। বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁদের ক্ষমতা অনেকটাই। লাস্য়ময়ী নায়িকারা নাচের বাইরেও মারামারি করতে সিদ্ধহস্ত।

একট সময় ছিল যখন চিত্রনাট্য লেখা হত কোনও নায়িকাকে গুন্ডা ধরেছে এবং তাকে বাঁচাতে এসেছে নায়ক। নায়ক নির্ভর মারামারির দৃশ্য থাকত এবং নায়িকারা কেবলই মোমের পুতুল। কিন্তু দিন পাল্টেছে। পুরুষ অভিনেতাদের মতো মহিলা অভিনেতারাও এখন জমিয়ে অ্যাকশন করেন বড় পর্দায়। ভিলেনকে ধরাশায়ী করেন, মারপিঠ করেন। এ কী নতুন কিছু! সামনেই দুর্গাপুজো। মা দুর্গাও তো একা হাতে অসুরদের বধ করেছিলেন। বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁদের ক্ষমতা অনেকটাই। লাস্য়ময়ী নায়িকারা নাচের বাইরেও মারামারি করতে সিদ্ধহস্ত।

2 / 6
সম্প্রতি ক্যাটরিনা কইফ ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ভূত পুলিশ-এর প্রচার নিয়ে। সেখানেই একের পর এক প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাঁকে। এবার মুখ খুললেন নিজের চরিত্র নিয়ে।

সম্প্রতি ক্যাটরিনা কইফ ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ভূত পুলিশ-এর প্রচার নিয়ে। সেখানেই একের পর এক প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাঁকে। এবার মুখ খুললেন নিজের চরিত্র নিয়ে।

3 / 6
রানি মুখোপাধ্যায় - প্রদীপ সরকারের 'মর্দানি' ছবি দুটিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রানি। প্রচুর মারপিঠ করেছেন বঙ্গতনয়া।

রানি মুখোপাধ্যায় - প্রদীপ সরকারের 'মর্দানি' ছবি দুটিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রানি। প্রচুর মারপিঠ করেছেন বঙ্গতনয়া।

4 / 6
সোনাক্ষী সিনহা- সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজেই জানিয়েছিলেন সোনাক্ষী তিনি নেগেটিভিটি থেকে সরে দাঁড়াতে চান। আর ঠিক সেই কারণেই তিনি টুইটর থেকে বিদায় নিচ্ছেন।

সোনাক্ষী সিনহা- সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজেই জানিয়েছিলেন সোনাক্ষী তিনি নেগেটিভিটি থেকে সরে দাঁড়াতে চান। আর ঠিক সেই কারণেই তিনি টুইটর থেকে বিদায় নিচ্ছেন।

5 / 6
সোনাল চৌহান - 'দ্য গোস্ট' ছবিতে অ্যাকশন করতে দেখা যায় সোনাল চৌহানকে। ছবিতে আছেন নাগার্জুনাও।

সোনাল চৌহান - 'দ্য গোস্ট' ছবিতে অ্যাকশন করতে দেখা যায় সোনাল চৌহানকে। ছবিতে আছেন নাগার্জুনাও।

6 / 6
তাপসী পান্নু - দুর্দান্ত অভিনেত্রী। তিনি দৌড়তে পারেন বলে, প্রায় প্রত্যেক ছবিতেই তাঁকে দৌড়ানোর সিন দেওয়া হয়। যে কারণে 'রশমী রকেট' নামের একটি  ছবিতে তাঁকে স্প্রিন্টারের চরিত্রে কাস্ট করা হয়েছিল। এই তাপসীকে কাস্ট করা হয় 'বেবি', 'নাম শাবানা'র মতো ছবিতেও। যেখানে ভরপুর অ্যাকশন করেন তাপসী।

তাপসী পান্নু - দুর্দান্ত অভিনেত্রী। তিনি দৌড়তে পারেন বলে, প্রায় প্রত্যেক ছবিতেই তাঁকে দৌড়ানোর সিন দেওয়া হয়। যে কারণে 'রশমী রকেট' নামের একটি ছবিতে তাঁকে স্প্রিন্টারের চরিত্রে কাস্ট করা হয়েছিল। এই তাপসীকে কাস্ট করা হয় 'বেবি', 'নাম শাবানা'র মতো ছবিতেও। যেখানে ভরপুর অ্যাকশন করেন তাপসী।

Next Photo Gallery
Blackheads: ব্ল্যাকহেডস ত্বকের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে? পুজোর আগে কাজে লাগান এই টোটকা
South Africa: তিরুবনন্তপুরমে পুরোদমে অনুশীলন শুরু তেম্বা বাভুমাদের