Love Lessons: নবদম্পতি ভিকি-ক্যাটরিনার সম্পর্ক থেকে যে সব বিষয় আপনি শিখবেন
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Dec 09, 2021 | 8:15 PM
Vikat: তাঁদের প্রেম নিয়ে গোটা দুনিয়া কানাকানি করলেও নিজেরা মুখে টুঁ শব্দটি করেননি। কয়েক মাস আগে থেকেই তাঁদের বিয়ের খবরে সরগরম টিনসেল টাউন। বছর শেষের এই বিগ ফ্যাট ওয়েডিং নিয়ে সকলের উত্তেজনা ছিল চরমে। তাঁদের বিয়ের পোশাক, মেনু থেকে বিয়ের কার্ড ভাইরাল হলেও ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ কিন্তু মুখও খোলেননি।
1 / 5
অবশেষে রাজস্থানের এক বিলাস বহুল হোটেলে চার হাত এক হয়ে গেল ভিকি-ক্যাটরিনার। সর্বভারতীয় সংবাদ মারফত সেই ছবি এসেছে প্রকাশ্যে। বেনারসি কাপড়ের সাবেকি লাল লেহঙ্গায় সেজেছিলেন ক্যাটরিনা, ভিকি এলেন রাজবেশে। তবে তাঁদের সম্পর্ক কিন্তু আমাদের বেশ কয়েকটি জিনিস শিখিয়ে দেয়-
2 / 5
তাঁদের প্রেম নিয়ে গোটা দুনিয়া কানাকানি করলেও নিজেরা মুখে টুঁ শব্দটি করেননি। কয়েক মাস আগে থেকেই তাঁদের বিয়ের খবরে সরগরম টিনসেল টাউন। বছর শেষের এই বিগ ফ্যাট ওয়েডিং নিয়ে সকলের উত্তেজনা ছিল চরমে। তাঁদের বিয়ের পোশাক, মেনু থেকে বিয়ের কার্ড ভাইরাল হলেও ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ কিন্তু মুখও খোলেননি।
3 / 5
তাঁরা যে প্রেম করছেন কিংবা সম্পর্কে রয়েছেন এবিষয়ে কোথাও কোনওদিন কোনও কথা বলেননি। এমনকী ফলাও করে কিছু লেখেননি। একসঙ্গে তাঁদের ছবিও তেমন পাওয়া যায় না। বরং তাঁরা বরাবর থেকেচেন লোকচক্ষুর আড়ালে।
4 / 5
প্রত্যেক মানুষেরই নিজস্ব একটা জীবন থাকে। সব কিছু সোশ্যাল মিডিয়ার জন্য নয়। ব্যক্তিগত জীবন কী ভাবে আড়াল করে রাখতে হয় তা দেখিয়ে দিলেন ভিক্যাট।
5 / 5
সম্পর্কে একে অপরের গুরুত্ব বোঝাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিকি ক্যাটরিনা কিন্তু সব সময় একে অন্যের সিদ্ধান্তকে সমর্থন করে এসেছেন। পাশে থেকেছেন। একে অন্যের মূল্যবোধকে সম্মান করেছেন। সম্পর্কে থাকাকালীন মাঝে মধ্যেই ভিকি আর ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ায় একই রকম ভাবনা শেয়ার করতেন। 'প্রথম সাক্ষাতেই প্রেম'- এই দর্শনেই বিশ্বাসী নবদম্পতি। ভালবাসা কোনও বয়স মানে না, বাধা মানে না। এখনও ভারতীয় সমাজ ব্যবস্থায় ছেলেরা যদি তাঁদের বয়সের থেকরে বড় কোনও মহিলার প্রেমে পড়েন সেই নিয়ে কম চর্চা হয় না। ভিকির থেকে বয়সে ক্যাটরিনা ৫ বছরের বড়। কিন্তু সেই প্রভাব কখনও তাঁরা পড়তে দেননি তাঁদের সম্পর্কে।