AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anil Kumble: পরস্ত্রীর প্রেমে হাবুডুবু, ডিভোর্স! জাম্বো’র ‘দ্য আনটোল্ড লাভস্টোরি’

Anil Kumble Love Story: জেন্টেলম্য়ানস গেমের সত্যিকারের জেন্টেলম্যান। তাঁর ক্রিকেট কেরিয়ার জলের মতো পরিষ্কার। কোচিং কেরিয়ারে সামান্য বিতর্কের ছোঁয়া লাগলেও অনিল রাধাকৃষ্ণ কুম্বলে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন। কিন্তু চাইলেই কি সব হয়?

| Edited By: | Updated on: Jan 27, 2023 | 2:42 PM
Share
মাথা ও চোয়ালের বেশির ভাগটাই সাদা ব্যান্ডেজে বাঁধা। দাঁতগুলো তার দিয়ে। ব্যথার ইঞ্জেকশন নিয়ে টানা বোলিং। ব্যোমকে গিয়েছিলেন স্বয়ং কিংবদন্তি ব্রায়ান লারাও। অনিল কুম্বলের লড়াকু মানসিকতার একটা উদাহরণ এটি। যা কমবেশি সকলেরই জানা। (ছবি:টুইটার)

মাথা ও চোয়ালের বেশির ভাগটাই সাদা ব্যান্ডেজে বাঁধা। দাঁতগুলো তার দিয়ে। ব্যথার ইঞ্জেকশন নিয়ে টানা বোলিং। ব্যোমকে গিয়েছিলেন স্বয়ং কিংবদন্তি ব্রায়ান লারাও। অনিল কুম্বলের লড়াকু মানসিকতার একটা উদাহরণ এটি। যা কমবেশি সকলেরই জানা। (ছবি:টুইটার)

1 / 8
মাঠের লড়াইয়ের সঙ্গে পরিচিত হলেও কুম্বলের ব্যক্তিগত জীবনের যুদ্ধটা খুব একটা মানুষের জানা নেই। প্রেমিক কুম্বলে তাঁর ভালোবাসাকে শেষ পর্যন্ত আপন করে নেওয়ার জন্য দীর্ঘ পথ পেরিয়েছেন।  (ছবি:টুইটার)

মাঠের লড়াইয়ের সঙ্গে পরিচিত হলেও কুম্বলের ব্যক্তিগত জীবনের যুদ্ধটা খুব একটা মানুষের জানা নেই। প্রেমিক কুম্বলে তাঁর ভালোবাসাকে শেষ পর্যন্ত আপন করে নেওয়ার জন্য দীর্ঘ পথ পেরিয়েছেন। (ছবি:টুইটার)

2 / 8
এক ট্রাভেল এজেন্সিতে কুম্বলের পরিচয় হয় চেতনা রামাতীর্থর। ওই ট্রাভেল এজেন্সিতে কর্মরত চেতনা তখন বিবাহিত এবং এক সন্তানের মা। প্রথম দেখাতেই জাম্বোর হৃদয় চিনচিন করে উঠেছিল। তবে অল্পদিনের মধ্যেই জানতে পারেন, চেতনার বিয়ে ও সন্তানের কথা। (ছবি:টুইটার)

এক ট্রাভেল এজেন্সিতে কুম্বলের পরিচয় হয় চেতনা রামাতীর্থর। ওই ট্রাভেল এজেন্সিতে কর্মরত চেতনা তখন বিবাহিত এবং এক সন্তানের মা। প্রথম দেখাতেই জাম্বোর হৃদয় চিনচিন করে উঠেছিল। তবে অল্পদিনের মধ্যেই জানতে পারেন, চেতনার বিয়ে ও সন্তানের কথা। (ছবি:টুইটার)

3 / 8
বন্ধুত্ব গড়ে উঠেছিল কুম্বলে ও চেতনার মধ্যে। একদিন কুম্বলে জানতে পারেন, বিবাহিত জীবনে সুখী নন চেতনা। সত্যিটা জানার পর বন্ধুত্ব যেন আরও গাঢ় হয়ে ওঠে। (ছবি:টুইটার)

বন্ধুত্ব গড়ে উঠেছিল কুম্বলে ও চেতনার মধ্যে। একদিন কুম্বলে জানতে পারেন, বিবাহিত জীবনে সুখী নন চেতনা। সত্যিটা জানার পর বন্ধুত্ব যেন আরও গাঢ় হয়ে ওঠে। (ছবি:টুইটার)

4 / 8
দেশের মধ্যবিত্ত সমাজে বিবাহিত মহিলা ও পুরুষের বন্ধুত্বের সম্পর্ককেও বাঁকা চোখে দেখা হয়। সমাজের চোখরাঙানি সহ্য করে টিকে গিয়েছিল কুম্বলে-চেতনার বন্ধুত্ব। ১৯৯৮-এ প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় চেতনা রামাতীর্থর। (ছবি:টুইটার)

দেশের মধ্যবিত্ত সমাজে বিবাহিত মহিলা ও পুরুষের বন্ধুত্বের সম্পর্ককেও বাঁকা চোখে দেখা হয়। সমাজের চোখরাঙানি সহ্য করে টিকে গিয়েছিল কুম্বলে-চেতনার বন্ধুত্ব। ১৯৯৮-এ প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় চেতনা রামাতীর্থর। (ছবি:টুইটার)

5 / 8
ডিভোর্সের পর আরও এক কঠিন লড়াই চলে কুম্বলে-চেতনার জীবনে। চার বছরের মেয়ে আরুণির কাস্টডি কে পাবে, সেই নিয়ে চলতে থাকে দীর্ঘ আইনি লড়াই। এই পুরো সময়টা চেতনার পাশে ছিলেন কুম্বলে।  (ছবি:টুইটার)

ডিভোর্সের পর আরও এক কঠিন লড়াই চলে কুম্বলে-চেতনার জীবনে। চার বছরের মেয়ে আরুণির কাস্টডি কে পাবে, সেই নিয়ে চলতে থাকে দীর্ঘ আইনি লড়াই। এই পুরো সময়টা চেতনার পাশে ছিলেন কুম্বলে। (ছবি:টুইটার)

6 / 8
বিবাহ বিচ্ছেদের পর চেতনাকে বিয়ের প্রস্তাব দেন কুম্বলে। প্রথমে প্রস্তাব ফিরিয়ে দেন চেতনা। প্রথম বিয়ে ব্যর্থ হওয়ার পর সেদিক আর মাড়াতে চাননি চেতনা রামাতীর্থ। (ছবি:টুইটার)

বিবাহ বিচ্ছেদের পর চেতনাকে বিয়ের প্রস্তাব দেন কুম্বলে। প্রথমে প্রস্তাব ফিরিয়ে দেন চেতনা। প্রথম বিয়ে ব্যর্থ হওয়ার পর সেদিক আর মাড়াতে চাননি চেতনা রামাতীর্থ। (ছবি:টুইটার)

7 / 8
তবে ক্রিকেটারের ভালোবাসা চেতনার গুমোট হৃদয়ে ছড়িয়ে দিয়েছিল ঠান্ডা বাতাস। ধীরে ধীরে ভালবেসে ফেলেন কুম্বলেকে। মেয়ে আরুণিকে নিয়েই বিয়ের পিঁড়িতে বসেন। পরে কুম্বলে ও চেতনার কোল আলো করে আসে আরও দুই সন্তান। (ছবি:টুইটার)

তবে ক্রিকেটারের ভালোবাসা চেতনার গুমোট হৃদয়ে ছড়িয়ে দিয়েছিল ঠান্ডা বাতাস। ধীরে ধীরে ভালবেসে ফেলেন কুম্বলেকে। মেয়ে আরুণিকে নিয়েই বিয়ের পিঁড়িতে বসেন। পরে কুম্বলে ও চেতনার কোল আলো করে আসে আরও দুই সন্তান। (ছবি:টুইটার)

8 / 8