Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sania-Shoaib Love Story: সীমান্ত পেরিয়ে…প্রথম দেখায় পাত্তা দেননি, শোয়েব-সানিয়ার ১২ বছরের সুখের সংসার

সানিয়া মির্জা ও শোয়েব মালিক। সীমান্ত পেরিয়ে যাঁদের ভালোবাসা সিনেমার গল্পকেও হার মানায়। সম্পর্কের প্রথমদিন থেকে আজ পর্যন্ত ঝড়ঝাপটা সহ্য করে ১২টা বছর কাটিয়ে দিলেন। সন্তান ইজহানকে নিয়ে সুখের সংসার সানিয়া-শোয়েবের।

| Edited By: | Updated on: Aug 27, 2022 | 8:30 AM
সানিয়া মির্জা ও শোয়েব মালিক। সীমান্ত পেরিয়ে যাঁদের ভালোবাসা, সিনেমার গল্পকেও হার মানায়। সম্পর্কের প্রথমদিন থেকে আজ পর্যন্ত ঝড়ঝাপটা সহ্য করে ১২টা বছর কাটিয়ে দিলেন। সন্তান ইজহানকে নিয়ে সুখের সংসার সানিয়া-শোয়েবের। (ছবি:ইনস্টাগ্রাম)

সানিয়া মির্জা ও শোয়েব মালিক। সীমান্ত পেরিয়ে যাঁদের ভালোবাসা, সিনেমার গল্পকেও হার মানায়। সম্পর্কের প্রথমদিন থেকে আজ পর্যন্ত ঝড়ঝাপটা সহ্য করে ১২টা বছর কাটিয়ে দিলেন। সন্তান ইজহানকে নিয়ে সুখের সংসার সানিয়া-শোয়েবের। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 5
অথচ দু'জনের সম্পর্কের সুতো অন্য কোথাও বাঁধা ছিল। শোনা যায়, সানিয়াকে বিয়ে করার আগে আয়েষা সিদ্দিকি নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন শোয়েব। সে নিয়ে বিস্তর জলঘোলা হয়। অন্যদিকে সানিয়ার বাগদান হয়ে গিয়েছিল ছোটবেলার বন্ধু সোহরাব মির্জার সঙ্গে। ভাগ্যদেবীর ইচ্ছে ছিল অন্যরকম। (ছবি:ইনস্টাগ্রাম)

অথচ দু'জনের সম্পর্কের সুতো অন্য কোথাও বাঁধা ছিল। শোনা যায়, সানিয়াকে বিয়ে করার আগে আয়েষা সিদ্দিকি নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন শোয়েব। সে নিয়ে বিস্তর জলঘোলা হয়। অন্যদিকে সানিয়ার বাগদান হয়ে গিয়েছিল ছোটবেলার বন্ধু সোহরাব মির্জার সঙ্গে। ভাগ্যদেবীর ইচ্ছে ছিল অন্যরকম। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
২০০৩ সালে সানিয়া-শোয়েবের প্রথম দেখা। তখন পাকিস্তানের ক্রিকেটারটিকে পাত্তা না দিলেও ২০০৯ সালে দু'জনের মধ্যে শুরু হয় কথাবার্তা। অস্ট্রেলিয়ার হোবার্টে দ্বিতীয়বার দেখা হয় দু'জনের। মন দেওয়ার নেওয়া শুরু। ততদিনে সোহরাব মির্ডার সঙ্গে এনগেজমেন্ট ভেঙে গিয়েছে সানিয়ার। কব্জির অপারেশনের পর কামব্যাকের চেষ্টা করছেন। অন্যদিকে শোয়েব তখন জাতীয় দলের বাইরে। (ছবি:ইনস্টাগ্রাম)

২০০৩ সালে সানিয়া-শোয়েবের প্রথম দেখা। তখন পাকিস্তানের ক্রিকেটারটিকে পাত্তা না দিলেও ২০০৯ সালে দু'জনের মধ্যে শুরু হয় কথাবার্তা। অস্ট্রেলিয়ার হোবার্টে দ্বিতীয়বার দেখা হয় দু'জনের। মন দেওয়ার নেওয়া শুরু। ততদিনে সোহরাব মির্ডার সঙ্গে এনগেজমেন্ট ভেঙে গিয়েছে সানিয়ার। কব্জির অপারেশনের পর কামব্যাকের চেষ্টা করছেন। অন্যদিকে শোয়েব তখন জাতীয় দলের বাইরে। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
পাঁচ মাসের সম্পর্কের পরই বিয়ের সিদ্ধান্ত নেন সানিয়া ও শোয়েব। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের তারকা খেলোয়াড়ের বিয়ে নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল দুটি দেশ। সানিয়ার হায়দরাবাদের বাড়িতে বিয়ে করতে এসেছিলেন শোয়েব। ২০১০ সালে ১২ এপ্রিল এই কাপল একে অপরকে 'কবুল' করেন। সেদিন মায়ের বিয়ের লাল শাড়ি পরেছিলেন সানিয়া। পাকিস্তানের শিয়ালকোট এবং ওয়ালিমায় দু'বার বসেছিল গ্র্যান্ড বউভাতের আসর। (ছবি:ইনস্টাগ্রাম)

পাঁচ মাসের সম্পর্কের পরই বিয়ের সিদ্ধান্ত নেন সানিয়া ও শোয়েব। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের তারকা খেলোয়াড়ের বিয়ে নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল দুটি দেশ। সানিয়ার হায়দরাবাদের বাড়িতে বিয়ে করতে এসেছিলেন শোয়েব। ২০১০ সালে ১২ এপ্রিল এই কাপল একে অপরকে 'কবুল' করেন। সেদিন মায়ের বিয়ের লাল শাড়ি পরেছিলেন সানিয়া। পাকিস্তানের শিয়ালকোট এবং ওয়ালিমায় দু'বার বসেছিল গ্র্যান্ড বউভাতের আসর। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
পরে সানিয়া একটি সাক্ষাৎকারে জানান, বিয়ের আসরে শোয়েবকে দেখে কেঁদে ফেলেছিলেন তিনি। এত ঝড় ঝাপটা সহ্য করে দু'জন শেষ পর্যন্ত এক হচ্ছেন এটা ভেবেই আনন্দে চোখের জল গড়িয়েছিল। (ছবি:ইনস্টাগ্রাম)

পরে সানিয়া একটি সাক্ষাৎকারে জানান, বিয়ের আসরে শোয়েবকে দেখে কেঁদে ফেলেছিলেন তিনি। এত ঝড় ঝাপটা সহ্য করে দু'জন শেষ পর্যন্ত এক হচ্ছেন এটা ভেবেই আনন্দে চোখের জল গড়িয়েছিল। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5
Follow Us: