Bangla News » Photo gallery » Madhubala's sister Madhur Bhushan has said Kishore Kumar did not change his religion to marry Madhubala
Madhubala-Kishore Kumar: মধুবালার জন্য করেন ধর্মত্যাগ, হন মুসলিম? বহু বছর পর সামনে এল কিশোর কুমারের জীবনের সত্য
Madhubala-Kishore Kumar: কিশোর কুমার কি ধর্ম পরিবর্তন করেছিলেন? কিংবদন্তী মধুবালাকে বিয়ে করার জন্য গ্রহণ করেছিলেন মুসলিম ধর্ম? এ প্রশ্ন আজীবনের। অবশেষে ফাঁস হল সেই সত্যি। সত্যি জানালেন খোদ মধুবালারই বোন মধুর ভূষণ।
কিশোর কুমার কি ধর্ম পরিবর্তন করেছিলেন? কিংবদন্তী মধুবালাকে বিয়ে করার জন্য গ্রহণ করেছিলেন মুসলিম ধর্ম? এ প্রশ্ন আজীবনের। অবশেষে ফাঁস হল সেই সত্যি। সত্যি জানালেন খোদ মধুবালারই বোন মধুর ভূষণ।
1 / 6
মাত্র ৩৬ বছর বয়সে হৃদযন্ত্রের জটিলতার কারণে মৃত্যু হয় মধুবালার। মৃত্যুর কিছু বছর আগে মধুবালাকে বিয়ে করেছিলেন কিশোর কুমার। সাল ১৯৬০। এর পরেই মধুবালার চিকিৎসার জন্য তাঁরা লন্ডনে চলে যান।
2 / 6
মধুবালার আসল নাম মুমতাজ জাহান বেগম। সে সময়েই রটে মুমতাজ ওরফে মধুবালাকে বিয়ে করার জন্য নাকি নিজের ধর্ম পরিবর্তন করেছেন কিশোর কুমার। সত্যিই কি তাই? সামনে এল সত্য।
3 / 6
সম্প্রতি এক সাক্ষাৎকারে বোন মধুর জানিয়েছেন, এতদিন যে খবর রটেছিল তা একেবারেই মিথ্যে। তাঁর দিদিকে বিবাহের জন্য কোনও ধর্ম পরিবর্তন করেননি কিশোর কুমার। তাঁর কথায়, "হিন্দু ছিলেন, হিন্দু হয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন"।
4 / 6
১৯৬৯ সাল পর্যন্ত চলেছিল কিশোর কুমার ও মধুবালার বিবাহিত জীবন। বিয়ের পর নয় বছর শয্যাশায়ী ছিলেন মধুবালা। শোনা যায়, শেষ জীবনে তাঁকে ছেড়ে চলে যান কিশোর কুমারও। যদিও এই নিয়ে বিতর্ক রয়েছে।
5 / 6
৩৬ বছরের জীবন খুব একটা সুখের হয়নি বলিউডের এই আইকনিক সুন্দরীর। দিলীপ কুমারের সঙ্গে প্রেম ভাঙায় যখন আঁকড়ে ধরতে চেয়েছিলেন কিশোরকে স্থায়ী হয়নি সেই প্রেমও? অসুস্থ মধুবালাকে রেখে আসেন বাপের বাড়ি? এ বিতর্ক আজীবনের।