Messi-Maradona: ৮৬’ ছুঁতে চলেছেন মেসি, দুই মহাতারকার কিছু ঝলক

দিয়োগো মারাদোনা এবং লিওনেল মেসি--দু'জনকেই বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে ধরা হয়। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন মারাদোনা। সাড়ে তিন দশক পর ফুটবল রাজপুত্রের জুতোয় পা গলাতে চলেছেন লিওনেল আন্দ্রেস মেসি। কেরিয়ারের প্রথম বিশ্বকাপ জয়ের সন্ধিক্ষণে তিনি।

| Edited By: | Updated on: Dec 15, 2022 | 10:00 AM
১৮ বছরেই বিশ্বকে চমকে দিয়েছিলেন মেসি। বার্সেলোনাকে লা লিগা খেতাব জেতানো, বিশ্বকাপে অংশগ্রহণ। টিনএজ মেসির সঙ্গে ৪৫ বছরের বিশ্বকাপজয়ী মারাদোনার তুলনা শুরু করে দেন অনেকেই।(ছবি:টুইটার)

১৮ বছরেই বিশ্বকে চমকে দিয়েছিলেন মেসি। বার্সেলোনাকে লা লিগা খেতাব জেতানো, বিশ্বকাপে অংশগ্রহণ। টিনএজ মেসির সঙ্গে ৪৫ বছরের বিশ্বকাপজয়ী মারাদোনার তুলনা শুরু করে দেন অনেকেই।(ছবি:টুইটার)

1 / 9
বিশ্ব ফুটবলে ১০ নম্বর জার্সির আলাদাই মাহাত্ম্য। আর্জেন্টিনার এই 'ইনক্রিডিবল ১০'-এর মালিক ছিলেন মারাদোনা। পরে যা ওঠে লিও মেসির গায়ে।  (ছবি:টুইটার)

বিশ্ব ফুটবলে ১০ নম্বর জার্সির আলাদাই মাহাত্ম্য। আর্জেন্টিনার এই 'ইনক্রিডিবল ১০'-এর মালিক ছিলেন মারাদোনা। পরে যা ওঠে লিও মেসির গায়ে। (ছবি:টুইটার)

2 / 9
মেসি-মারাদোনার প্রথম সাক্ষাত কোথায় হয়েছিল জানা নেই। তবে ফুটবল রাজপুত্রকে দেখেই যে লিও-র বড় হওয়া তাতে সন্দেহ নেই। (ছবি:টুইটার)

মেসি-মারাদোনার প্রথম সাক্ষাত কোথায় হয়েছিল জানা নেই। তবে ফুটবল রাজপুত্রকে দেখেই যে লিও-র বড় হওয়া তাতে সন্দেহ নেই। (ছবি:টুইটার)

3 / 9
মেসি ও মারাদোনা একসঙ্গে মাঠে নেমে খেলেছেন একাধিকবার। যদিও সেগুলি চ্যারিটি ম্যাচ। সর্বশেষ খেলেছিলেন ২০১৬ সালে। (ছবি:টুইটার)

মেসি ও মারাদোনা একসঙ্গে মাঠে নেমে খেলেছেন একাধিকবার। যদিও সেগুলি চ্যারিটি ম্যাচ। সর্বশেষ খেলেছিলেন ২০১৬ সালে। (ছবি:টুইটার)

4 / 9
২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচের পদে ছিলেন দিয়োগো। জাতীয় দলের হয়ে দু'জনের একসঙ্গে কাজে শুরু তখনই। (ছবি:টুইটার)

২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচের পদে ছিলেন দিয়োগো। জাতীয় দলের হয়ে দু'জনের একসঙ্গে কাজে শুরু তখনই। (ছবি:টুইটার)

5 / 9
 দুই কিংবদন্তিকে নিয়ে বিতর্কও আছে। কোপা আমেরিকার ফাইনালে হারের পর দুম করে অবসর ঘোষণা করে দিয়েছিলেন মেসি। পরে আবার জাতীয় দলের হয়ে ফেরেন। যা নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছিল মারাদোনার গলায়।(ছবি:টুইটার)

দুই কিংবদন্তিকে নিয়ে বিতর্কও আছে। কোপা আমেরিকার ফাইনালে হারের পর দুম করে অবসর ঘোষণা করে দিয়েছিলেন মেসি। পরে আবার জাতীয় দলের হয়ে ফেরেন। যা নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছিল মারাদোনার গলায়।(ছবি:টুইটার)

6 / 9
২০১৮ সালে মারাদোনা বলেন, "মেসির মধ্যে নেতা হওয়ার ক্ষমতা নেই। যে ম্যাচের আগে ২০বার বাথরুমে ছোটে, তাঁকে নেতা তৈরি করার চেষ্টা অপচয় ছাড়া আর কিছুই নয়!"(ছবি:টুইটার)

২০১৮ সালে মারাদোনা বলেন, "মেসির মধ্যে নেতা হওয়ার ক্ষমতা নেই। যে ম্যাচের আগে ২০বার বাথরুমে ছোটে, তাঁকে নেতা তৈরি করার চেষ্টা অপচয় ছাড়া আর কিছুই নয়!"(ছবি:টুইটার)

7 / 9
 সম্পর্ক একসময় তলানিতে পৌঁছায়। শোনা গিয়েছিল মেসি নাকি মারাদোনাকে তাঁর বিয়েতে আমন্ত্রণ জানাননি। (ছবি:টুইটার)

সম্পর্ক একসময় তলানিতে পৌঁছায়। শোনা গিয়েছিল মেসি নাকি মারাদোনাকে তাঁর বিয়েতে আমন্ত্রণ জানাননি। (ছবি:টুইটার)

8 / 9
যাই হোক সেইসব বিতর্ক, তুলনা এখন ধুলোয় মিশে গিয়েছে। মারাদোনা না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। গ্যালারিতে তাঁর সহাস্য উপস্থিতি ছাড়াই আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের ফাইনালে। আরও এক আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের পায়ে ৮৬-র পুনরাবৃত্তির অপেক্ষায় ফুটবল বিশ্ব। (ছবি:টুইটার)

যাই হোক সেইসব বিতর্ক, তুলনা এখন ধুলোয় মিশে গিয়েছে। মারাদোনা না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। গ্যালারিতে তাঁর সহাস্য উপস্থিতি ছাড়াই আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের ফাইনালে। আরও এক আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের পায়ে ৮৬-র পুনরাবৃত্তির অপেক্ষায় ফুটবল বিশ্ব। (ছবি:টুইটার)

9 / 9
Follow Us: