Bangla News Photo gallery Maha Kumbh Mela 2025: 10 important travel and safety tips every pilgrim should know before heading to Prayagraj Check in Photos
Maha Kumbh Mela 2025: মহাকুম্ভ মেলায় যাচ্ছেন? ভালোর জন্য এই ১০টি বিষয় অবশ্যই জেনে নিন…
Maha Kumbh Mela 2025 Important Tips: আর মাত্র কয়েকটা দিন। আগামী ১৩ জানুয়ারি শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশ-বিদেশের অনেক পুণ্যার্থীই এই মহাকুম্ভে অংশ নেন। তেমনই উত্তরপ্রদেশে এই মহাকুম্ভে যাবেন আমাদের রাজ্যের পুণ্যার্থীরা। কিন্তু এই পুণ্য যাত্রার আগে কিছু বিষয় অবশ্যই জেনে নেওয়া উচিত।
1 / 10
দেশ-বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী মহাকুম্ভে যান। স্বাভাবিক ভাবেই যাত্রা নিয়ে একটা সমস্যাও থাকে। বাড়তি ট্রেনও রাখা হয়েছে। এরপরও ভিড় এড়ানো কঠিন হয়ে পড়ে। তাই যাওয়ার পরিকল্পনা থাকলে আগে ভাগেই টিকিট কেটে নিন। শুধু তাই নয়- ধরমশালা, হোটেল, তাঁবু যেখানে থাকতে চান, সেটাও বুক করে নিন। শেষ মুহূ্র্তে যেমন পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে তেমনই টাকাও তুলনামূলক বেশি লাগবে।
2 / 10
প্যাকিংয়ে যে বিষয়গুলো নজর দেবেন-হালকা জিনিসপত্র, সেটা জামাকাপড় হোক কিংবা জুতো, জলের বোতল, ওষুধের মতো প্রাথমিক জিনিসগুলো সঙ্গে রাখুন। প্রয়োজন নেই, অযথা এমন জিনিস না নেওয়াই ভালো। তেমনই গয়নার মতো দামি জিনিসপত্র, অতিরিক্ত নগদ টাকা না নিয়ে যাওয়াই শ্রেয়।
3 / 10
সুরক্ষাকে গুরুত্ব দিন। মহাকুম্ভ মেলায় কেমন ভিড় হয় কারও অজানা নয়। এই ভিড়ে সুরক্ষিত থাকা জরুরি। অতিরিক্ত ভিড় এড়িয়ে চলুন। নিজের জিনিসপত্রও সামলে রাখুন। একসঙ্গে গেলে একসঙ্গেই থাকার চেষ্টা করুন।
4 / 10
মহাকুম্ভের বিশেষ দিনগুলো অবশ্যই মাথায় রাখবেন। যেমন শাহি স্নান। আগে থেকে সেই অনুযায়ী পরিকল্পনা করুন যাতে নিরাপদে গিয়ে সুস্থভাবেই ফিরতে পারেন।
5 / 10
হাইজিনের দিকটাও ভেবে দেখবেন। শারীরীক এবং মানসিক সুস্থতার জন্য যা খুবই জরুরি। স্যানিটাইজার, মাস্ক সঙ্গে রাখুন। অপরিচ্ছিন্ন জায়গা থেকে খাবার খাওয়ায় বিরত থাকুন। সঙ্গে শুকনো-প্রোটিনযুক্ত খাবার রাখুন।
6 / 10
যেখানে যাচ্ছেন, সেখানকার নিয়মরীতি মেনে চলুন। অন্যান্য পুর্ণ্যাথীদের যাতে আপনার জন্য কোনও সমস্যা না হয়, সেটাও খেয়াল রাখুন।
7 / 10
গুরুত্বপূর্ণ ফোন নম্বরগুলো ঠোটস্ত করুন। যাঁদের সঙ্গে যাচ্ছেন, ভিড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে যাতে দ্রুত যোগাযোগ করতে পারেন। তেমনই চিকিৎসকের নম্বরও সঙ্গে রাখুন। কোনও সমস্যায় পড়লে যাতে জরুরিকালীন ভিত্তিতে যোগাযোগ করা যায়।
8 / 10
চারিদিকে প্রচণ্ড ভিড় থাকবে। সুতরাং, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সে কারণেই একসঙ্গে থাকার চেষ্টা করুন। দ্রুত যাতে যোগযোগ করা যায় সেই ব্যবস্থাও রাখুন।
9 / 10
গুরুত্বপূর্ণ পথ নির্দেশগুলি মনে রাখুন এবং অনুসরণ করুন। প্রয়োজনে ফোনে ম্যাপ ব্যবহার করুন। ঘাট, কোন গেট দিয়ে ঢুকতে কিংবা বেরোতে হবে, চিকিৎসা পরিষেবা এ সব বিষয়গুলো মাথায় রাখুন।
10 / 10
পোশাকের বিষয়েও ভাবনা চিন্তা করুন। হালকা পোশাক, যেটাতে আপনি স্বচ্ছন্দ, জুতো, সেগুলোই ব্যবহার করুন। অনেক পথ হাঁটা এবং ভিডের সঙ্গেও বিষয়টি গুরুত্বপূর্ণ। সব ছবি: PTI