Cricket-Marriage: সানিয়া-শোয়েবই নয়, ভারতের মেয়েকে বিয়ে করেছেন অনেক বিদেশি ক্রিকেটারই…
Indian women married International cricketers: শোয়েব মালিক এবং সানিয়া মির্জার কথা সকলেই কার্যত জানেন। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব। ভারতীয় টেনিসের কিংবদন্তি সানিয়া মির্জা। তবে শুধু শোয়েবই নন, ভারতীয় সংস্কৃতি তাঁদের এতটাই পছন্দ অনেক বিদেশি ক্রিকেটারই বিয়ে করেছেন ভারতের মেয়েকে। তেমনই কিছু তথ্য জেনে নিন ছবিতে।
1 / 8
শোয়েব মালিক এবং সানিয়া মির্জার কথা সকলেই কার্যত জানেন। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব। ভারতীয় টেনিসের কিংবদন্তি সানিয়া মির্জা।
2 / 8
শুধু শোয়েবই নন, ভারতীয় সংস্কৃতি তাঁদের এতটাই পছন্দ যে আরও অনেক বিদেশি ক্রিকেটারই বিয়ে করেছেন ভারতের মেয়েকে।
3 / 8
সবচেয়ে বেশি আলোচনা হয় অবশ্য শোয়েব মালিক ও সানিয়া মির্জাকে নিয়েই। একটা সময় পাকিস্তান ক্রিকেটের সুপারস্টার ছিলেন শোয়েব। তেমনই ভারতের টেনিস সুন্দরী সানিয়া। দীর্ঘ প্রেমের পর বিয়ে করেছিলেন তাঁরা।
4 / 8
পাকিস্তানের শুধু শোয়েবই নন, আর এক ক্রিকেটারও ভারতের জামাই। পাক পেসার হাসান আলি বিয়ে করেছেন ভারতের সামিয়া আরজুকে। পেশায় ফ্লাইট ইঞ্জিনিয়ার সামিয়া হরিয়ানার মেয়ে। তাঁর পরিবার থাকে ফরিদাবাদে।
5 / 8
শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার তথা বিশ্বের অন্যতম সেরা স্পিনার মুথাইয়া মুরলিধরনও বিয়ে করেছেন ভারতের মেয়েকেই। তাঁর স্ত্রী চেন্নাইয়ের মধিমালার রামমূর্তি। ২০০৫ সালে বিয়ে করেছিলে তাঁরা। দুই সন্তানও রয়েছে।
6 / 8
অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার তথা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে কে না চেনেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ভারতে অন্যতম জনপ্রিয় ম্যাক্সি। আইপিএলে দীর্ঘসময় খেলেছেন।
7 / 8
অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও বিয়ে করেছেন ভারতের বিনি রমনকে। ২০২০ আইপিএলের আগেই বিয়ে হয়েছিল তাঁদের। বিনি রমন একজন ফার্মাসিস্ট।
8 / 8
অস্ট্রেলিয়ার আর এক ক্রিকেটার শন টেইটেরও ভারতীয় স্ত্রী। প্রাক্তন এই এক্সপ্রেস গতির পেসার বিয়েছেন মাসুম সিংকে। আইপিএলে খেলার সময়ই পরিচয়, প্রেমপর্ব। ২০১৩ সালে এনগেজমেন্ট এবং পরের বছরই বিয়ে। সব ছবি : TV9 Network/GETTY IMAGES