Mahakumbh: ১৪৪ বছর পর আজ বিশেষ যোগ, প্রয়াগরাজের পাশাপাশি পূণ্যস্নানের ভিড় গঙ্গাসাগর, বাবুঘাট, কেন্দুলিতেও

Mahakumbh: গত কয়েক মাসের প্রস্তুতি শেষে আজ, মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে পূণ্যস্নান। মকর সংক্রান্তির ভোর থেকেই ঘাটে ঘাটে বাড়ছে ভিড়।

| Edited By: | Updated on: Jan 14, 2025 | 8:24 AM
আজ, মঙ্গলবার পৌষ মাসের শেষ দিন 'মকর সংক্রান্তি' হিসেবে পালিত হচ্ছে দেশ জুড়ে। প্রয়াগ থেকে গঙ্গাসাগর, সর্বত্র পূণ্যার্থীর ভিড়। গঙ্গাস্নান শুরু হয়েছে ভোর থেকেই।

আজ, মঙ্গলবার পৌষ মাসের শেষ দিন 'মকর সংক্রান্তি' হিসেবে পালিত হচ্ছে দেশ জুড়ে। প্রয়াগ থেকে গঙ্গাসাগর, সর্বত্র পূণ্যার্থীর ভিড়। গঙ্গাস্নান শুরু হয়েছে ভোর থেকেই।

1 / 7
গঙ্গাস্নানে ভিড় বেড়েছে গঙ্গাসাগরে। ভোর থেকে বহু মানুষ অপেক্ষা করছিলেন। নির্দিষ্ট করে রাখা জায়গায় এদিন ডুব দিয়ে স্নান করেন তাঁরা।

গঙ্গাস্নানে ভিড় বেড়েছে গঙ্গাসাগরে। ভোর থেকে বহু মানুষ অপেক্ষা করছিলেন। নির্দিষ্ট করে রাখা জায়গায় এদিন ডুব দিয়ে স্নান করেন তাঁরা।

2 / 7
রথে করে বিভিন্ন আখাড়ার মহামন্ডলেশ্বররা শাহী স্নান করেন সকালে। এই স্নান শেষ হওয়ার পরই সাধারণ মানুষ স্নান শুরু করেন। এটাই কুম্ভের রীতি।

রথে করে বিভিন্ন আখাড়ার মহামন্ডলেশ্বররা শাহী স্নান করেন সকালে। এই স্নান শেষ হওয়ার পরই সাধারণ মানুষ স্নান শুরু করেন। এটাই কুম্ভের রীতি।

3 / 7
মকর সংক্রান্তির ভোর থেকে জয়দেব কেন্দুলিতে অজয় নদের জলে ডুব দিলেন লাখো পূণ্যার্থী। এর সঙ্গে প্রায় ৪০০ বছরের প্রাচীন কেন্দুলির জয়দেবের মেলায় ভিড়।

মকর সংক্রান্তির ভোর থেকে জয়দেব কেন্দুলিতে অজয় নদের জলে ডুব দিলেন লাখো পূণ্যার্থী। এর সঙ্গে প্রায় ৪০০ বছরের প্রাচীন কেন্দুলির জয়দেবের মেলায় ভিড়।

4 / 7
অনেকেই খোলা আকাশের নীচে রাত থেকে অপেক্ষায় ছিলেন। মধ্যরাত থেকে রঙিন আলোয় সেজে ওঠা সাগরমেলা ১ থেকে ৬ নম্বর স্নানঘাটজুড়ে ভিড় চোখে পড়ার মতো। গত দু’‌দিনের তুলনায় ঠাণ্ডার দাপট কমেছে, তবে উত্তুরে হাওয়ায় পূণ্যার্থীদের জবুথুবু অবস্থা।

অনেকেই খোলা আকাশের নীচে রাত থেকে অপেক্ষায় ছিলেন। মধ্যরাত থেকে রঙিন আলোয় সেজে ওঠা সাগরমেলা ১ থেকে ৬ নম্বর স্নানঘাটজুড়ে ভিড় চোখে পড়ার মতো। গত দু’‌দিনের তুলনায় ঠাণ্ডার দাপট কমেছে, তবে উত্তুরে হাওয়ায় পূণ্যার্থীদের জবুথুবু অবস্থা।

5 / 7
গত কয়েক মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে প্রয়াগরাজে। পূণ্যার্থীদের থাকা ও স্নানের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা।

গত কয়েক মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে প্রয়াগরাজে। পূণ্যার্থীদের থাকা ও স্নানের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা।

6 / 7
বাবুঘাটে এদিন ভিড় চোখে পড়ার মতো। বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভোরের আলো ফোটার অনেক আগে থেকে সিঁড়িতে অপেক্ষা করছিলেন বহু মানুষ।

বাবুঘাটে এদিন ভিড় চোখে পড়ার মতো। বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভোরের আলো ফোটার অনেক আগে থেকে সিঁড়িতে অপেক্ষা করছিলেন বহু মানুষ।

7 / 7
Follow Us: