Gandhi Jayanti: মহাত্মা গান্ধীর জন্মিদনে স্বাধীনতা পূর্বে তাঁর কিছু বিরল ছবি দেখে নিন এক নজরে…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Oct 02, 2021 | 2:20 PM
আজ মহাত্মা গান্ধীর জন্মদিন। মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এক নাম। আজ তাঁর জন্মদিন উপলক্ষে দেখে নেব সেই সময়কালীন এমন কিছু ছবি, যা খুবই বিরল...
1 / 10
মহাত্মা গান্ধী তার দুই নাতনী আভা এবং মনুর সঙ্গে নয়াদিল্লির বিড়লা হাউসে হাসছেন।
2 / 10
মহাত্মা গান্ধী একটি ট্রেনের বগিতে অনুদান পান। আচার্য কৃপলানি এবং রাধাকৃষ্ণ বাজাজ জানালা দিয়ে দেখছেন।
3 / 10
পুনেতে মাইক্রোফোনে কথা বলছেন মহাত্মা গান্ধী।
4 / 10
মহাত্মা গান্ধী জুহুর সৈকতে তাঁর এক নাতির সঙ্গে ছুটে বেড়োচ্ছেন।
5 / 10
নয়াদিল্লির সুইপার কলোনিতে আলোচনা সভায় মহাত্মা গান্ধী।
6 / 10
মহাত্মা গান্ধী এবং ইন্দিরা গান্ধী।
7 / 10
মহাত্মা গান্ধী তাঁর সচিব মহাদেব দেশাইয়ের পরামর্শ শুনছেন। যখন পণ্ডিত জওহরলাল নেহেরু সামনের দিকে শান্তভাবে বসে আছেন।
8 / 10
সর্দার প্যাটেল এবং জওহরলাল নেহেরুর সঙ্গে মোহনদাস করমচাঁদ গান্ধী।
9 / 10
মহাত্মা গান্ধী মাদ্রাজে একদল স্কাউটের সামনে ভাষণ দিচ্ছিলেন।
10 / 10
মহাত্মা গান্ধীর হত্যার পর নয়াদিল্লির বিড়লা হাউসে তাঁর দেহ রাখা হয়। এই ছবি তোলার পরপরই শোক মিছিলটি যমুনা নদীর তীরে শ্মশান ঘাটের উদ্দেশ্যে এগোতে শুরু করেছিল।