Gandhi Jayanti: মহাত্মা গান্ধীর জন্মিদনে স্বাধীনতা পূর্বে তাঁর কিছু বিরল ছবি দেখে নিন এক নজরে…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Oct 02, 2021 | 2:20 PM

আজ মহাত্মা গান্ধীর জন্মদিন। মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এক নাম। আজ তাঁর জন্মদিন উপলক্ষে দেখে নেব সেই সময়কালীন এমন কিছু ছবি, যা খুবই বিরল...

1 / 10
মহাত্মা গান্ধী তার দুই নাতনী আভা এবং মনুর সঙ্গে নয়াদিল্লির বিড়লা হাউসে হাসছেন।

মহাত্মা গান্ধী তার দুই নাতনী আভা এবং মনুর সঙ্গে নয়াদিল্লির বিড়লা হাউসে হাসছেন।

2 / 10
মহাত্মা গান্ধী একটি ট্রেনের বগিতে অনুদান পান। আচার্য কৃপলানি এবং রাধাকৃষ্ণ বাজাজ জানালা দিয়ে দেখছেন।

মহাত্মা গান্ধী একটি ট্রেনের বগিতে অনুদান পান। আচার্য কৃপলানি এবং রাধাকৃষ্ণ বাজাজ জানালা দিয়ে দেখছেন।

3 / 10
পুনেতে মাইক্রোফোনে কথা বলছেন মহাত্মা গান্ধী।

পুনেতে মাইক্রোফোনে কথা বলছেন মহাত্মা গান্ধী।

4 / 10
মহাত্মা গান্ধী জুহুর সৈকতে তাঁর এক নাতির সঙ্গে ছুটে বেড়োচ্ছেন।

মহাত্মা গান্ধী জুহুর সৈকতে তাঁর এক নাতির সঙ্গে ছুটে বেড়োচ্ছেন।

5 / 10
নয়াদিল্লির সুইপার কলোনিতে আলোচনা সভায় মহাত্মা গান্ধী।

নয়াদিল্লির সুইপার কলোনিতে আলোচনা সভায় মহাত্মা গান্ধী।

6 / 10
মহাত্মা গান্ধী এবং ইন্দিরা গান্ধী।

মহাত্মা গান্ধী এবং ইন্দিরা গান্ধী।

7 / 10
মহাত্মা গান্ধী তাঁর সচিব মহাদেব দেশাইয়ের পরামর্শ শুনছেন। যখন পণ্ডিত জওহরলাল নেহেরু সামনের দিকে শান্তভাবে বসে আছেন।

মহাত্মা গান্ধী তাঁর সচিব মহাদেব দেশাইয়ের পরামর্শ শুনছেন। যখন পণ্ডিত জওহরলাল নেহেরু সামনের দিকে শান্তভাবে বসে আছেন।

8 / 10
সর্দার প্যাটেল এবং জওহরলাল নেহেরুর সঙ্গে মোহনদাস করমচাঁদ গান্ধী।

সর্দার প্যাটেল এবং জওহরলাল নেহেরুর সঙ্গে মোহনদাস করমচাঁদ গান্ধী।

9 / 10
মহাত্মা গান্ধী মাদ্রাজে একদল স্কাউটের সামনে ভাষণ দিচ্ছিলেন।

মহাত্মা গান্ধী মাদ্রাজে একদল স্কাউটের সামনে ভাষণ দিচ্ছিলেন।

10 / 10
মহাত্মা গান্ধীর হত্যার পর নয়াদিল্লির বিড়লা হাউসে তাঁর দেহ রাখা হয়। এই ছবি তোলার পরপরই শোক  মিছিলটি যমুনা নদীর তীরে শ্মশান ঘাটের উদ্দেশ্যে এগোতে শুরু করেছিল।

মহাত্মা গান্ধীর হত্যার পর নয়াদিল্লির বিড়লা হাউসে তাঁর দেহ রাখা হয়। এই ছবি তোলার পরপরই শোক মিছিলটি যমুনা নদীর তীরে শ্মশান ঘাটের উদ্দেশ্যে এগোতে শুরু করেছিল।

Next Photo Gallery
Hidden Benefits of Coffee: কফি খাওয়ার এমন কিছু উপকারিতা আছে যার ব্যাপারে খুব বেশি শোনা যায় না, সেগুলি দেখে নিন…
Richest Indians: মোট সম্পত্তির পরিমাণ জানলে কপালে উঠবে চোখ! দেশের সেরা পাঁচ ধনী ব্যক্তি কারা, জেনে নিন