Bollywood Gossip: কাজ করতে গিয়েই মালাইকা আঁচ পেয়েছিলেন, শাহরুখ বাস্তবে ঠিক কেমন মনের মানুষ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 26, 2022 | 8:02 AM

Inside Story; সব বিষয় কড়া নজর রেখে গিয়েছিলেন কিং খান। যদিও তেমন কোনও বিপদ ঘটেনি এই শুটিং-এ।

1 / 6
তবে কোথায় প্রচার? কোথায় গোটা পাঠান টিম? ছবি মুক্তির আর মাত্র ৬ দিন বাকি, অথচ দেখা মিলছে না পাঠান ছবির কোনও প্রকার প্রচারেরই। কারণ কী! বিটাউন সূত্রে এবার খবর এল সামনে।

তবে কোথায় প্রচার? কোথায় গোটা পাঠান টিম? ছবি মুক্তির আর মাত্র ৬ দিন বাকি, অথচ দেখা মিলছে না পাঠান ছবির কোনও প্রকার প্রচারেরই। কারণ কী! বিটাউন সূত্রে এবার খবর এল সামনে।

2 / 6
Bollywood Gossip: কাজ করতে গিয়েই মালাইকা আঁচ পেয়েছিলেন, শাহরুখ বাস্তবে ঠিক কেমন মনের মানুষ

3 / 6
তবে এবার পোজ় নয়, রীতিমত চলার ধরনেও রয়ে গেল মালাইকা ছাপ। তাঁকে দেখা মাত্রই নেটপাড়া বলে উঠল, মালাইকার লুকে ঝড় তুললেন সুহানা খান। যদিও ট্রোল এখন সুহানার কাছে নতুন বিষয় নয়।

তবে এবার পোজ় নয়, রীতিমত চলার ধরনেও রয়ে গেল মালাইকা ছাপ। তাঁকে দেখা মাত্রই নেটপাড়া বলে উঠল, মালাইকার লুকে ঝড় তুললেন সুহানা খান। যদিও ট্রোল এখন সুহানার কাছে নতুন বিষয় নয়।

4 / 6
চলন্ত ট্রেনে এইভাবে আইটেমডান্স আগে কখনও হয়নি। সুরক্ষার যথেষ্ট ব্যবস্থা থাকলেও শাহরুখ খান চাননি যে মালাইকা চলন্ত ট্রেনে উটে নাচুক। তিনি জানিয়েছিলেন তাঁকে যেন স্থির ট্রেনেই নাচতে বলা হয়।

চলন্ত ট্রেনে এইভাবে আইটেমডান্স আগে কখনও হয়নি। সুরক্ষার যথেষ্ট ব্যবস্থা থাকলেও শাহরুখ খান চাননি যে মালাইকা চলন্ত ট্রেনে উটে নাচুক। তিনি জানিয়েছিলেন তাঁকে যেন স্থির ট্রেনেই নাচতে বলা হয়।

5 / 6
তবে ট্রেলার দেখে এই মন্তব্য করা বেশ কঠিন, এর উত্তর একমাত্র মিলতে পারে ২৫ জানুয়ারির পর ছবি মুক্তিতে স্পষ্ট হয়ে যাবে। পাঠান সত্যিই শাহরুখ খানের ভাগ্য ফেরাতে পারে কি না। পরপর দুই ফ্লক ছবির পর দীর্ঘ বিরতিতে ছিলেন কিং খান, তাই তার চার বছর ব্যবধানে ফিরে আসা ধামাকা ভক্তমনে ও বক্স অফিসে কতটা দাপটের সঙ্গে প্রভাব ফেলে তা দেখার অপেক্ষাতেই দিন গুনছে সিনে দুনিয়া।

তবে ট্রেলার দেখে এই মন্তব্য করা বেশ কঠিন, এর উত্তর একমাত্র মিলতে পারে ২৫ জানুয়ারির পর ছবি মুক্তিতে স্পষ্ট হয়ে যাবে। পাঠান সত্যিই শাহরুখ খানের ভাগ্য ফেরাতে পারে কি না। পরপর দুই ফ্লক ছবির পর দীর্ঘ বিরতিতে ছিলেন কিং খান, তাই তার চার বছর ব্যবধানে ফিরে আসা ধামাকা ভক্তমনে ও বক্স অফিসে কতটা দাপটের সঙ্গে প্রভাব ফেলে তা দেখার অপেক্ষাতেই দিন গুনছে সিনে দুনিয়া।

6 / 6
এবার আরও একবার অর্জুন কাপুর প্রমাণ করলেন, মালাইকা আরোরা ঠিক কতটা পারফেক্ট তাঁর জন্য। অর্জুনের কথায়, তিনি নিজের মতো করে মালাইকার সঙ্গে থাকতে পারেন। মালাইকা কোনও বিষয় নিজের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দেন না।

এবার আরও একবার অর্জুন কাপুর প্রমাণ করলেন, মালাইকা আরোরা ঠিক কতটা পারফেক্ট তাঁর জন্য। অর্জুনের কথায়, তিনি নিজের মতো করে মালাইকার সঙ্গে থাকতে পারেন। মালাইকা কোনও বিষয় নিজের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দেন না।

Next Photo Gallery