Premier League: ইপিএলে এভার্টনকে হারিয়ে লিভারপুলকে টপকে গেল ম্যাঞ্চেস্টার সিটি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 22, 2021 | 1:57 PM

প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে রবিরাতে ৩-০ গোলে এভার্টনকে (Everton) হারাল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। এই ম্যাচে জয়ের পর লিভারপুলকে (Liverpool) টপকে লিগ টেবলের দুইয়ে উঠে এলেন রহিম স্টার্লিংরা। শুরু থেকেই এভার্টনের ওপর চাপ ধরে রেখেছিলেন ফিল ফডেনরা। তবে গোলের মুখ খুলতে খুলতে প্রায় প্রথমার্ধের শেষ অবধি অপেক্ষা করতে হয় সিটিকে। এ দিন ম্যান সিটির হয়ে তিনটি গোল করেছেন যথাক্রমে রহিম স্টার্লিং, রদ্রি ও বের্নান্ডো সিলভারা। ১২ ম্যাচে ৮টিতে জয়, ২টিতে হার ও একটিতে ড্র করে গুয়ার্দিওলার দলের পয়েন্ট ২৬ এবং লিগ তালিকায় ম্যান সিটি রয়েছে দ্বিতীয় স্থানে।

1 / 4
ম্যাচের ৪৪ মিনিটে ক্যান্সেলোর (Cancelo) পাস থেকে ম্যান সিটির হয়ে প্রথম গোলটি করেন রহিম স্টার্লিং (Raheem Sterling)।

ম্যাচের ৪৪ মিনিটে ক্যান্সেলোর (Cancelo) পাস থেকে ম্যান সিটির হয়ে প্রথম গোলটি করেন রহিম স্টার্লিং (Raheem Sterling)।

2 / 4
গুয়ার্দিওলার দলের তরফে ৫৫ মিনিটে স্কোরলাইন ২-০ করেন রদ্রি (Rodri)।

গুয়ার্দিওলার দলের তরফে ৫৫ মিনিটে স্কোরলাইন ২-০ করেন রদ্রি (Rodri)।

3 / 4
ম্যাচের শেষ লগ্নে (৮৬ মিনিট) গিয়ে আরও একটি গোল করেন ম্যাঞ্চেস্টার সিটির বের্নান্ডো সিলভা (Bernardo Silva)।

ম্যাচের শেষ লগ্নে (৮৬ মিনিট) গিয়ে আরও একটি গোল করেন ম্যাঞ্চেস্টার সিটির বের্নান্ডো সিলভা (Bernardo Silva)।

4 / 4
এখনও পর্যন্ত ইপিএলের (EPL) ১২টি ম্যাচে খেলে ৮টিতে জয় ও ২টিতে হারে ও একটিতে ড্র করেছে সিটি। ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।

এখনও পর্যন্ত ইপিএলের (EPL) ১২টি ম্যাচে খেলে ৮টিতে জয় ও ২টিতে হারে ও একটিতে ড্র করেছে সিটি। ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।

Next Photo Gallery