Manuel Akanji: ম্যান সিটির ‘ম্যাথ জিনিয়াস’-কে চেনেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 09, 2022 | 8:45 AM

চোখের পলক ফেলতে না ফেলতেই কঠিন অঙ্কের সমাধান বলে দিচ্ছেন পেপ গুয়ার্দিওলার দলে যোগ দেওয়া নতুন ফুটবলার। কথা হচ্ছে ম্যানুয়েল আকাঞ্জিকে নিয়ে। তাঁকে বলা হয়ে থাকে, 'ম্যাথ জিনিয়াস'। তিনি এ বারের দল বদলের সময় ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দিয়েছেন।

1 / 5
চোখের পলক ফেলতে না ফেলতেই কঠিন অঙ্কের সমাধান বলে দিচ্ছেন পেপ গুয়ার্দিওলার দলে যোগ দেওয়া নতুন ফুটবলার। কথা হচ্ছে ম্যানুয়েল আকাঞ্জিকে (Manuel Akanji) নিয়ে।

চোখের পলক ফেলতে না ফেলতেই কঠিন অঙ্কের সমাধান বলে দিচ্ছেন পেপ গুয়ার্দিওলার দলে যোগ দেওয়া নতুন ফুটবলার। কথা হচ্ছে ম্যানুয়েল আকাঞ্জিকে (Manuel Akanji) নিয়ে।

2 / 5
সুইৎজারল্যান্ডের তারকা প্লেয়ার ম্যানুয়েল আকাঞ্জিকে বলা হয়ে থাকে, 'ম্যাথ জিনিয়াস'। তিনি এ বারের দল বদলের সময় ম্যাঞ্চেস্টার সিটিতে (Manchester City) যোগ দিয়েছেন।

সুইৎজারল্যান্ডের তারকা প্লেয়ার ম্যানুয়েল আকাঞ্জিকে বলা হয়ে থাকে, 'ম্যাথ জিনিয়াস'। তিনি এ বারের দল বদলের সময় ম্যাঞ্চেস্টার সিটিতে (Manchester City) যোগ দিয়েছেন।

3 / 5
১৫ মিলিয়ন পাউন্ডে ম্যানুয়েল আকাঞ্জি যোগ দিয়েছেন পেপ গুয়ার্দিওলার দলে। এখনও অবধি ম্যান সিটির জার্সিতে ৪টি ম্যাচে খেলেছেন ম্যানুয়েল আকাঞ্জি।

১৫ মিলিয়ন পাউন্ডে ম্যানুয়েল আকাঞ্জি যোগ দিয়েছেন পেপ গুয়ার্দিওলার দলে। এখনও অবধি ম্যান সিটির জার্সিতে ৪টি ম্যাচে খেলেছেন ম্যানুয়েল আকাঞ্জি।

4 / 5
স্কাই স্পোর্টস প্রিমিয়ার লিগ টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে, আকাঞ্জির সাক্ষাৎকারের একটি ভিডিয়ো ক্লিপ। যেখানে দেখা গিয়েছে, তাঁর গণিত প্রতিভার ঝলক।

স্কাই স্পোর্টস প্রিমিয়ার লিগ টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে, আকাঞ্জির সাক্ষাৎকারের একটি ভিডিয়ো ক্লিপ। যেখানে দেখা গিয়েছে, তাঁর গণিত প্রতিভার ঝলক।

5 / 5
সেই সাক্ষাৎকারে আকাঞ্জি জানান, ছেলেবেলা থেকেই তিনি ও তাঁর শিক্ষক গণিত নিয়ে প্রতিযোগিতা করতেন। তিনি বলেন, "আমি জানতাম আমি এই গণণা করা, গণিতের সমাধান করায় ভালো ছিলাম। তাই এই প্রতিযোগিতায় অংশ নিতাম। এবং বেশিরভাগ সময়ই আমি জিততাম।" এরপর তাঁকে ওই সাক্ষাৎকার চলাকালীন বেশ কিছু গণিতের সমাধান করতে বলা হয়, যার উত্তর সেকেণ্ডে দিয়ে দেন আকাঞ্জি।

সেই সাক্ষাৎকারে আকাঞ্জি জানান, ছেলেবেলা থেকেই তিনি ও তাঁর শিক্ষক গণিত নিয়ে প্রতিযোগিতা করতেন। তিনি বলেন, "আমি জানতাম আমি এই গণণা করা, গণিতের সমাধান করায় ভালো ছিলাম। তাই এই প্রতিযোগিতায় অংশ নিতাম। এবং বেশিরভাগ সময়ই আমি জিততাম।" এরপর তাঁকে ওই সাক্ষাৎকার চলাকালীন বেশ কিছু গণিতের সমাধান করতে বলা হয়, যার উত্তর সেকেণ্ডে দিয়ে দেন আকাঞ্জি।