Premier League: ৬ গোলের থ্রিলারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয়
লিডস ইউনাইটেডের (Leeds United) ঘরের মাঠে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ৪-২ গোলে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। হ্যারি ম্যাগুয়ের ও ব্রুনো ফের্নান্ডেজের গোলে ম্যাঞ্চেস্টার এগিয়ে যাওয়ার পর লিডসকে ম্যাচে ফেরান রদ্রিগো (৫৩') ও রাফিনিয়া (৫৪')। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাঞ্চেস্টারের দুই সুপার সাব দুটি গোল করেন। যার ফলে শেষ অবধি ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছেন রোনাল্ডোরা।
Most Read Stories