Margashirsha Purnima 2023: পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজো ও সিন্নি নৈবেদ্য দেওয়া হয়, এর গুরুত্ব জানেন না অনেকেই
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Dec 23, 2023 | 6:06 PM
Satyanarayan Vrat: প্রতি মাসের পূর্ণিমা তিথিতে ভগবান সত্যনারায়ণের গল্প পাঠ করার প্রথা রয়েছে। এই ব্রত ও উপবাস কলিযুগে অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয়। কিন্তু পূর্ণিমা তিথিতেই কেন সত্যনারায়ণের পুজো করা হয়। সঙ্গে সিন্নি নিবেদন করার গুরুত্ব ও উপকারিতা রয়েছে, তা জানেন না অনেকেই।
1 / 9
হিন্দুধর্মে প্রায় তেত্রিশ কোটি দেবদেবীর অস্বিত্বের কথা উল্লেখ রয়েছে। প্রতিটি দেব দেবীর ভূমিকা ও রূপ আলাদা। শক্তি ও ক্ষমতার দিক থেকেও দেবদেবীকে ভিন্ন স্তরে বিভক্ত করা হয়েছে। যেমন ধন-সম্পত্তির দেবী হিসেবে পূজিত হন দেবী লক্ষ্মী। আবার ধনসম্পত্তির দেবতা হিসেবে গুরুত্ব পান কুবেরও। অন্যদিকে আদ্যাশক্তির আধার হিসেবে পূজিত হন দেবী কালী।
2 / 9
তবে বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনা যেমন গুরুত্ব পায়, তেমনি আরও একজন দেবতা রয়েছেন, যাঁর পুজো প্রায় প্রতিমাসেই করা হয়। শুভ কাজে বা গৃহপ্রবেশের সময় হিন্দু রীতিনীতি মেনে সত্যনারায়ণের পুজোর আয়োজন করা হয়।
3 / 9
কথিত আছে, বাড়িতে পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পুজো করা হলে সব বাধা-বিঘ্ন দূরে চলে যায়। কিন্তু পুজো বললেই তো পুজো করা হয় না। চাই, তিথি-নক্ষত্র দেখে, রীতি-নীতি মেনে পুজোর আয়োজন করা জরুরি।
4 / 9
প্রতি মাসের পূর্ণিমা তিথিতে ভগবান সত্যনারায়ণের গল্প পাঠ করার প্রথা রয়েছে। এই ব্রত ও উপবাস কলিযুগে অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয়। কিন্তু পূর্ণিমা তিথিতেই কেন সত্যনারায়ণের পুজো করা হয়। সঙ্গে সিন্নি নিবেদন করার গুরুত্ব ও উপকারিতা রয়েছে, তা জানেন না অনেকেই।
5 / 9
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, চলতি বছরের মার্গশীর্ষ পূর্ণিমা পালিত হবে আগামী ২৬ ডিসেম্বর। পূর্ণিমা তিথিতে ভগবান সত্যনারায়ণের বিশেষ পূজা ও কথা করার প্রথা রয়েছে। প্রাচীনকাল থেকেই পূর্ণিমার দিনে সত্যব্রত ও কথা পাঠ করা হয়ে আসছে।
6 / 9
স্কন্দপুরাণ অনুসারে, সত্যনারায়ণ ব্রতপাঠ ও কাহিনি শুনলেই শ্রীহরির ভক্তদের সমস্ত দুঃখ-কষ্ট ঘুচে যায়। কলিযুগে সত্যব্রত পালন করা খুবই কার্যকর বলে মনে করা হয়। এই পুরাণে এও বলা হয়েছে সত্যনারায়ণ হলেন ভগবান বিষ্ণুর রূপ। পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণু ও তাঁর অবতারকে বিশেষভাবে পূজা করা হয়। এদিনে ব্রতপাঠ ও কাহিনি বলার ও ভগবান সত্যনারায়ণের পুজো করার প্রথা বহু বছর ধরে চলে আসছে।
7 / 9
ভগবান সত্যনারায়ণ দেবর্ষি নারদকে নিজের মুখে ব্রত ও কাহিনির গুরুত্ব বর্ণনা করেছেন। মনে করা হয়, পূর্ণিমার দিনে সত্যনারায়ণ ব্রতের কাহিনি শোনার ফল হাজার বছর ধরে করা যজ্ঞের সমান।
8 / 9
ভগবান সত্যনারায়ণের ব্রত ও কাহিনি শুনলে ভক্তরা ধর্ম ও সত্যের পথে হাটতে শুরু করেন। এছাড়া এতে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। মনে করা হয়, সত্যনারায়ণের উপাসনা ও কাহিনি পাঠ করা হলে গৌরী-গণেশ, নবগ্রহ ও সমস্ত দেবদেবী উপস্থিত থাকেন। উপবাস করেন যিনি, তিনিও আশীর্বাদ পেয়ে থাকেন।
9 / 9
সত্যনারায়ণ ব্রতকথার মহিমায় সুখী দাম্পত্য জীবন, মনের মতো পাত্র-পাত্রী, সন্তান, সুস্বাস্থ্য, আর্থিক লাভ ইত্যাদির ইচ্ছাও পূরণ হয়। প্রতি পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ ব্রতকথা পালন করলে পরিবারে সুখ, সমৃদ্ধি ও সম্পদ লাভ করে। এছাড়া ধর্ম, সম্পদ ও মোক্ষলাভও করে থাকেন ভক্তরা। কর্মক্ষেত্রে সমস্যা, কন্যা বা পুত্রের বিবাহে বাধা, স্বামীর সুস্বাস্থ্য ইত্যাদির জন্য সত্যনারায়ণ উপবাস অত্যন্ত শুভ বলে মনে করা হয়।