৫ সুপারহিট বলিউড ছবি যা প্রত্যাখ্যান করেছিলেন শাহরুখ খান

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 31, 2021 | 10:52 PM

এক ঝলকে দেখে নেওয়া যাক বাদশাহ'র প্রত্যাখিত এমন পাঁচ ছবি যা পরবর্তীকালে গিয়েছিল আমির খান অথবা হৃতিক রোশনদের কাছে। এবং প্রতিটি ছবিই হয়েছিল সুপারহিট।

1 / 6
পছন্দ হয়নি চিত্রনাট্য, অথবা সময় বের করতে পারেননি-- সেই কারণেই বহু ছবির থেকে মুখ ফিরিয়েছেন শাহরুখ খান। এক ঝলকে দেকঝে নেওয়া যাক বাদশাহ'র প্রত্যাখিত এমন পাঁচ ছবি যা পরবর্তীকালে গিয়েছিল আমির খান অথবা হৃতিক রোশনদের কাছে। এবং প্রতিটি ছবিই হয়েছিল সুপারহিট।

পছন্দ হয়নি চিত্রনাট্য, অথবা সময় বের করতে পারেননি-- সেই কারণেই বহু ছবির থেকে মুখ ফিরিয়েছেন শাহরুখ খান। এক ঝলকে দেকঝে নেওয়া যাক বাদশাহ'র প্রত্যাখিত এমন পাঁচ ছবি যা পরবর্তীকালে গিয়েছিল আমির খান অথবা হৃতিক রোশনদের কাছে। এবং প্রতিটি ছবিই হয়েছিল সুপারহিট।

2 / 6
ভুবনের চরিত্রে প্রথম ভাবা হয়েছিল শাহরুখকে। তিনি প্রত্যাখ্যান করলে অফার যায় অভিষেক বচ্চন ও হৃতিক রোশনের কাছে। তবে তাঁরাও অফার খারিজ করলে লগন ছবিতে শেষমেশ অভিনয় করেন আমির খান।

ভুবনের চরিত্রে প্রথম ভাবা হয়েছিল শাহরুখকে। তিনি প্রত্যাখ্যান করলে অফার যায় অভিষেক বচ্চন ও হৃতিক রোশনের কাছে। তবে তাঁরাও অফার খারিজ করলে লগন ছবিতে শেষমেশ অভিনয় করেন আমির খান।

3 / 6
সলমন খানের এক থা টাইগার বলিউডে অন্যতম সুপারহিট। কিন্তু ওই ছবির অফারও খারিজ করে দেন কিং খান।

সলমন খানের এক থা টাইগার বলিউডে অন্যতম সুপারহিট। কিন্তু ওই ছবির অফারও খারিজ করে দেন কিং খান।

4 / 6
যোধা আকবর ছবিতে আকবরের চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক রোশন। কিন্তু প্রথম অফারটি গিয়েছিল কিং খানের কাছেই।

যোধা আকবর ছবিতে আকবরের চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক রোশন। কিন্তু প্রথম অফারটি গিয়েছিল কিং খানের কাছেই।

5 / 6
মুন্নাভাই এমবিবিএস সলমন খানের কেরিয়ারে অন্যতম উল্লেখযোগ্য ছবি। প্রথম জিমি শেরগিলের চরিত্রটি সঞ্জয় দত্তকে অফার করা হয়েছিল। কিন্তু শাহরুখ প্রত্যাখান করায় মুন্নাভাই হওয়ার ডাক পড়েছিল তাঁর। বাকিটা ইতিহাস।

মুন্নাভাই এমবিবিএস সলমন খানের কেরিয়ারে অন্যতম উল্লেখযোগ্য ছবি। প্রথম জিমি শেরগিলের চরিত্রটি সঞ্জয় দত্তকে অফার করা হয়েছিল। কিন্তু শাহরুখ প্রত্যাখান করায় মুন্নাভাই হওয়ার ডাক পড়েছিল তাঁর। বাকিটা ইতিহাস।

6 / 6
 স্লামডগ মিলিওনেয়ার ছবিতে এক সল্পদৈর্ঘ্যর চরিত্রে অভিনয় করেছিলেন অনীল কাপুর। ওই চরিত্রের প্রথম অফার গিয়েছিল শাহরুখ খানের কাছেই। কিন্তু চরিত্রটি তাঁর পছন্দ হয়নি। তিনি প্রস্তাব খারিজ করে দেন।

স্লামডগ মিলিওনেয়ার ছবিতে এক সল্পদৈর্ঘ্যর চরিত্রে অভিনয় করেছিলেন অনীল কাপুর। ওই চরিত্রের প্রথম অফার গিয়েছিল শাহরুখ খানের কাছেই। কিন্তু চরিত্রটি তাঁর পছন্দ হয়নি। তিনি প্রস্তাব খারিজ করে দেন।

Next Photo Gallery