Ebanie Bridges: অঙ্কের দিদিমণি হলেন বক্সার, ব্রিটেনের গরমে উষ্ণতা বাড়াচ্ছেন মিস ব্রিজ
ছিলেন শান্তশিষ্ট অঙ্কের দিদিমণি। সেখান থেকে পেশা বদলে বক্সার হয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার এবনি ব্রিজ (Ebanie Bridges)। বক্সিং রিংয়ে বিপক্ষকে পরাস্ত করছেন। ইনস্টাগ্রামেও আগুন ঝরাচ্ছেন মিস ব্রিজ। যুক্তরাজ্যে গিয়ে বিকিনিতে সুইমিং পুলে গা ডোবালেন অজি বক্সার। হাঁ হয়ে দেখল অনুরাগীরা।