ছিলেন শান্তশিষ্ট অঙ্কের দিদিমণি। সেখান থেকে পেশা বদলে বক্সার হয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার এবনি ব্রিজ (Ebanie Bridges)। বক্সিং রিংয়ে বিপক্ষকে পরাস্ত করছেন। ইনস্টাগ্রামেও আগুন ঝরাচ্ছেন মিস ব্রিজ। যুক্তরাজ্যে গিয়ে বিকিনিতে সুইমিং পুলে গা ডোবালেন অজি বক্সার। হাঁ হয়ে দেখল অনুরাগীরা।(ছবি:ইনস্টাগ্রাম)
নিউ সাউথ ওয়েলসের স্কুলে শিক্ষকতার পাশাপাশি বক্সিং অনুশীলন চালিয়ে গিয়েছেন এবনি। ধীরে ধীরে শিক্ষকতার পাট চুকিয়ে পুরোপুরি বক্সিংয়ে মনোনিবেশ করেন। বর্তমানে অস্ট্রেলিয়ার পেশাদার বক্সিং জগতের অন্যতম নাম এবনি ব্রিজ।(ছবি:ইনস্টাগ্রাম)
অস্ট্রেলিয়ার মহিলা বক্সার বর্তমানে ব্রিটেনে সময় কাটাচ্ছেন। যুক্তরাজ্যে এখন ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গরমে নাজেহাল মানুষ। তারই মাঝে অনুশীলনের ফাঁকে সুইমিং পুলে পা ডুবিয়েছেন মিস ব্রিজ।(ছবি:ইনস্টাগ্রাম)
বক্সিং রিংয়ে বিপক্ষকে শক্তিশালী পাঞ্চে মাত দেওয়া এবনির জলে ভীষণ ভয়। ব্রিটেনের গরম থেকে রেহাই পেতে সেই মেয়েই জলে নেমে পড়লেন।(ছবি:ইনস্টাগ্রাম)
অঙ্কে স্নাতকোত্তর পাশ করা এবনি ব্রিজ ক্যারাটে ব্ল্যাক বেল্ট। ইংরেজির পাশাপাশি পর্তুগিজ এবং স্প্য়ানিশ ভাষায় দক্ষ।(ছবি:ইনস্টাগ্রাম)
৩৫ বছরের এই মহিলা বক্সার ২০২২ সালের মার্চে আইবিএফ ফিমেল বান্টামওয়েট খেতাব জেতেন। ২০১৬ ও ২০১৭ সালে অস্ট্রালাসিয়ান গোল্ডেন গ্লোভসে প্রতিদ্বন্দ্বিতা করেন। সোনালি চুলের কারণে 'ব্লন্ড বম্বার' নামে পরিচিত এবনি ব্রিজ।(ছবি:ইনস্টাগ্রাম)