Meenakshi Temple: দিওয়ালির পরের দিন হঠাত বন্ধ থাকবে দক্ষিণের এই বিখ্যাত মন্দির! কেমন এমনটা সিদ্ধান্ত, জানুন
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Oct 19, 2022 | 9:41 PM
Diwali 2022: হিন্দু ধর্মে দীপাবলি উত্সবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি উত্সব পালিত হয়। এ বছর ২৪ নভেম্বর পালিত হবে এই আলোর উত্সব।
1 / 6
হিন্দু ধর্মে দীপাবলি উত্সবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি উত্সব পালিত হয়। এ বছর ২৪ নভেম্বর পালিত হবে এই আলোর উত্সব।
2 / 6
দীপাবলি উত্সবের মরসুমে প্রত্যেক ভারতবাসী যখন আনন্দ ও উত্তেজনার অনুভূতি নিতে প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন মন্দিরে মন্দিরে নানা রূপে দেব-দেবীদের কাছে আশীর্বাদ পেতে প্রার্থনা জানাবার ইচ্ছে প্রকাশ করছেন, ঠিক সেইসময়ই দক্ষিণ ভারতের মাদুরাইয়ের বেশ কিছু মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
3 / 6
দীপাবলির ঠিক পরের দিন , ২৫ অক্টোবর ভারতে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। যার কারণেই তামিলনাড়ুর মাদুরাইয়ের শ্রী মীনাক্ষি সুন্দরেশ্বর মন্দির ও তার পাশাপাশি অন্যান্য মন্দিরগুলিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, ২৫ অক্টোবর প্রায় আট ঘণ্টা মন্দিরগুলি বন্ধ রাখা হবে।
4 / 6
জেলা প্রশাসকের এক বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যো ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। এইদিন এই ৮ঘণ্টা মন্দিরে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনটাই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। নয়া নির্দেশিকা অনুসারে, মীনাক্ষী মন্দিরের সমস্ত উপ-মন্দিরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
5 / 6
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তাহলে গ্রহণকে অশুভ মনে করা হয়। গ্রহণকালে যেকোনও ধরণের শুভ কাজ ও পুজো নিষিদ্ধ। এই কারণেই গোবর্ধন পুজো স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ এটি। এর আগে ৩০ এপ্রিল সূর্যগ্রহণ হয়েছিল। ভারতে সেই সূর্যগ্রহণ দেখা যায়নি। প্রসঙ্গত, ২৭ বছর পর দীপাবলির তৃতীয় দিনে গোবর্ধন পুজো পালিক হবে।
6 / 6
জ্যোতিষ বিজ্ঞানীদের মতে, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে এই সূর্যগ্রহণ দেখা যাবে। ভারত ছাড়াও ইউরোপ, উত্তর আফ্রিকা, পশ্চিম-পূর্ব এশিয়ায় দেখা যাবে। দীপাবলির পরের দিন, অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হবে বিকাল সাড়ে চার মিনিটে। ধর্মীয় ও জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে গ্রহণটির একটি বিশেষ তাত্পর্য রয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, অমাবস্যার দিনে সূর্য, চন্দ্র ও পৃথিবী প্রায় একই সরলরেখায় চলে আসে। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়।