AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amruta Fadnavis: র‌্যাম্পে হাঁটেন মুখ্যমন্ত্রীর স্ত্রী, আবার ব্যাঙ্কারও বটে! অমিতাভ বচ্চনের সঙ্গেও রয়েছে যোগ

Amruta Fadnavis: একাধিক মারাঠি সিনেমা ও শো-তেও অভিনয় করেছেন অমৃতা ফড়ণবীস। এমনকী, নিউ ইয়র্ক ফ্যাশন উইকেও র‌্যাম্পে হেঁটেছেন অমৃতা, যার সুযোগ তাবড় তাবড় অভিনেত্রীরাও পান না। 

| Updated on: Dec 14, 2024 | 4:25 PM
Share
আকর্ষণীয় চেহারা। ছলকে পড়ছে গ্ল্যামার। দেখে কে বলবে বয়স ৪৫-র কোঠা পার করছে? বিগত কয়েকদিন ধরেই চর্চায় এই রূপসী। কে তিনি জানেন? 

আকর্ষণীয় চেহারা। ছলকে পড়ছে গ্ল্যামার। দেখে কে বলবে বয়স ৪৫-র কোঠা পার করছে? বিগত কয়েকদিন ধরেই চর্চায় এই রূপসী। কে তিনি জানেন? 

1 / 10
একাধারে তিনি ব্যাঙ্কার, আবার অভিনেত্রী-গায়িকাও বটে। তবে তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর স্ত্রী। 

একাধারে তিনি ব্যাঙ্কার, আবার অভিনেত্রী-গায়িকাও বটে। তবে তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর স্ত্রী। 

2 / 10
কথা হচ্ছে অমৃতা ফড়ণবীসের। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের স্ত্রী তিনি। সম্প্রতি মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে ফড়ণবীসের শপথ গ্রহণের সময়ই বলিউডের তারকাদের সঙ্গে দেখা গিয়েছিল অমৃতা ফড়ণবীসকে। বলিউডের সঙ্গে রয়েছে তাঁর বিশেষ যোগ।

কথা হচ্ছে অমৃতা ফড়ণবীসের। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের স্ত্রী তিনি। সম্প্রতি মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে ফড়ণবীসের শপথ গ্রহণের সময়ই বলিউডের তারকাদের সঙ্গে দেখা গিয়েছিল অমৃতা ফড়ণবীসকে। বলিউডের সঙ্গে রয়েছে তাঁর বিশেষ যোগ।

3 / 10
বিগ-বি অমিতাভ বচ্চনের সঙ্গেও বিশেষ যোগ রয়েছে মুখ্যমন্ত্রীর স্ত্রীর। অমৃতা ফড়ণবীসের প্রথম মিউজিক ভিডিয়ো ছিল 'ফির সে'। ওই মিউজিক ভিডিয়োয় অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন অমৃতা ফড়ণবীস।

বিগ-বি অমিতাভ বচ্চনের সঙ্গেও বিশেষ যোগ রয়েছে মুখ্যমন্ত্রীর স্ত্রীর। অমৃতা ফড়ণবীসের প্রথম মিউজিক ভিডিয়ো ছিল 'ফির সে'। ওই মিউজিক ভিডিয়োয় অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন অমৃতা ফড়ণবীস।

4 / 10
 টি সিরিজে প্রযোজিত এই মিউজিক ভিডিয়োয় একদিনেই ৭ লক্ষের বেশি ভিউ এবং তিনদিনে ১৪ লক্ষেরও বেশি ভিউ হয়েছিল। 

টি সিরিজে প্রযোজিত এই মিউজিক ভিডিয়োয় একদিনেই ৭ লক্ষের বেশি ভিউ এবং তিনদিনে ১৪ লক্ষেরও বেশি ভিউ হয়েছিল। 

5 / 10
মাত্র ৬ বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছেন অমৃতা। প্রকাশ ঝা-র 'জয় গঙ্গাজল' সিনেমায় 'সব ধন মাটি' গান গেয়েছিলেন ফড়ণবীসের স্ত্রী। এই গান দিয়েই বলিউডে ডেবিউ হয় অমৃতার।  

মাত্র ৬ বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছেন অমৃতা। প্রকাশ ঝা-র 'জয় গঙ্গাজল' সিনেমায় 'সব ধন মাটি' গান গেয়েছিলেন ফড়ণবীসের স্ত্রী। এই গান দিয়েই বলিউডে ডেবিউ হয় অমৃতার।  

6 / 10
একাধিক মারাঠি সিনেমা ও শো-তেও অভিনয় করেছেন অমৃতা ফড়ণবীস। এমনকী, নিউ ইয়র্ক ফ্যাশন উইকেও র‌্যাম্পে হেঁটেছেন অমৃতা, যার সুযোগ তাবড় তাবড় অভিনেত্রীরাও পান না। 

একাধিক মারাঠি সিনেমা ও শো-তেও অভিনয় করেছেন অমৃতা ফড়ণবীস। এমনকী, নিউ ইয়র্ক ফ্যাশন উইকেও র‌্যাম্পে হেঁটেছেন অমৃতা, যার সুযোগ তাবড় তাবড় অভিনেত্রীরাও পান না। 

7 / 10
২০১৬ সালে দেবেন্দ্র ফড়ণবীস মুখ্য়মন্ত্রী হওয়ার পরই অমৃতা গায়িকা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বর্তমানে অ্যাক্সিস ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট।

২০১৬ সালে দেবেন্দ্র ফড়ণবীস মুখ্য়মন্ত্রী হওয়ার পরই অমৃতা গায়িকা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বর্তমানে অ্যাক্সিস ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট।

8 / 10
সলমনের সঙ্গেও এক মঞ্চে দেখা গিয়েছে অমৃতাকে।

সলমনের সঙ্গেও এক মঞ্চে দেখা গিয়েছে অমৃতাকে।

9 / 10
২০০৫ সালে দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে বিয়ে হয় অমৃতার। তাদের একটি মেয়ে রয়েছে। সমাজকর্মের সঙ্গেও যুক্ত অমৃতা।   

২০০৫ সালে দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে বিয়ে হয় অমৃতার। তাদের একটি মেয়ে রয়েছে। সমাজকর্মের সঙ্গেও যুক্ত অমৃতা।   

10 / 10